আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, কিভাবে আপনি একটি মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন পত্র তৈরি করবেন ? অনেকে অনেক ভাবে তৈরি করে থাকে তবে আমি এটি সহজ মাধ্যম এ তৈরি করা দেখাবো । অনেক সময় আপনি আপনার পরিচিত যেকোনো কম্পিউটারের দোকান থেকে তৈরি করা মাতৃত্বকালীন ছুটির আবেদন ফরম নিয়ে তা পূরণ করে আপনার কাজে ব্যবহার করতে পারেন। আবার অনেক প্রসূতি কালীন ছুটি ও বলে থাকে ।
নিচে মাতৃত্বকালীন ছুটির আবেদনের নমুনা বা প্রসূতি কালীন ছুটি নমুনা তৈরি করে দেখানো হলো ।
বরাবর
মহাপরিচালক
জীবন বীমা কর্পোরেশন ঢাকা ১২৩০,
বাড়ি নং ২০ আবদুল্লাপুর ঢাকা বাংলাদেশ।
বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন ।
মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমার ডাক্তারী সনদপত্র অনুযায়ী প্রসূতির জন্য ০৯/০৫/২০২০ তারিখ নির্ধারন করা হয়েছে (ডাক্তারী সনদ সংযুক্ত) । সেই অনুযায়ী আগামী ০৯/০৫/২০২০ ইং তারিখ হইতে ০৯/১১/২০২০ ইং তারিখ পর্যন্ত মোট ০৬ (ছয়) মাস প্রসূতিকালীন ছুটির জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে আগামী ০৯/০৫/২০২০ ইং তারিখ হতে ০৯/১১/২০২০ ইং তারিখ পর্যন্ত মোট ০৬ (ছয়) মাসের প্রসূতিকালীন ছুটি ছুটি মঞ্জুর করে অফিস ত্যাগের অনুমতিদানে আপনার সদয় মর্জি হয়।
আপনার অনুগত
তারিখ: ০২/০৫/২০২০
(সেলিনা বেগম)
জীবন বীমা কর্পোরেশন ঢাকা ১২৩০,
বাড়ি নং ২০ আবদুল্লাপুর ঢাকা বাংলাদেশ।
ছুটিকালীন ঠিকানা:
আপনার নামঃ সেলিনা বেগম
স্বামী: মো: লিমন হাসান
জীবন বীমা কর্পোরেশন ঢাকা ১২৩০,
বাড়ি নং ২০ আবদুল্লাপুর ঢাকা বাংলাদেশ।