বদলীর জন্য আবেদন পত্র লেখার নিয়ম
আজকের বিষয় কিভাবে একটি বদলির আবেদন পত্র লিখতে হয় । আমরা অনেকে সরকারি ও বেসরকারি চাকরি জীবনের সময়ে পারিবারিক বিভিন্ন সমস্যার কারনে এক স্থান থেকে অন্য স্থানে বদলি হতে হয় ।
বদলির আবেদন পত্র doc টির মাধ্যমে আপনি একটি সুন্দর দরখাস্ত লিখতে পাড়বেন । এবং কিভাবে একটি বদলির আবেদন পত্র pdf করতে হয় নিচে তার বিবরণ প্রদান করা হয়েছে বদলির আবেদন খুবই সহজ আবেদন পত্রটি করতে নিচের নিয়েম টি অনুসরন করুন।
এদিকে আপনি অনলাইনে অনেক বদলীর আবেদন ফর্ম পাবেন তবে আমাদের নিয়ম টি খুবে সহজ ।
বদলির আবেদন
বরাবর,
………………..
…………………………
…………………………..
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়ঃ ……………… হইতে ……………. জেলায় বদলীর জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ……………………. আপনার অধিনস্থ একজন ………….. কর্মচারী । বর্তমানে …………. কর্মরত আছি । আমি গত ……………… ইং তারিখে …………………. যোগদান করিয়া আমার উপর অর্পিত সকল প্রকার সরকারি দায়িত্ব ও কর্তব্য ন্যায় ও নিষ্ঠার সহিত পালন করিয়া আসিতেছি । এমতাবস্থায় ……………….. কর্মরত থাকিয়া আমার পরিবার এবং বৃদ্ধা মার দেখাশুনা করা হইতে বঞ্চিত হইতেছি । যাহার কারণে আমাকে সবসময় মানসিক অশান্তি ভোগ করতে হয় । তাই আমার পারিবারিক বিশেষ সমস্যার কারণে …………….. হইতে …………… জেলায় বদলি হওয়া একান্ত প্রয়োজন ।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উল্লেখিত বিষয় সু-বিবেচনা করতঃ মানবিক কারণে আমি যাহাতে …………………. হইতে ………………. জেলায় বদলি হতে পারি তাহার সু-ব্যবস্থা দানে আপনার একান্ত মর্জি হয় ।
তারিখ:……………….
স্থায়ী ঠিকানা
বিনীত নিবেদন
নামঃ ……………………..
পিতাঃ …………………… (……………..)
সাং-……………… ………………….
ডাকঘরঃ ……………….. …………………………
থানাঃ ………………. ………………..
জেলাঃ ………………….