আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বন্ধুরা । সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রবন্ধে । আজ আমরা আপনাদেরকে জানাবো— ২০২৪ সালে কোন মোবাইল গুলো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি ভালো সার্ভিসিং এর কারনে সুনাম অর্জন করছে ।
তাই আপনি যদি সবচেয়ে ভালো মোবাইল ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন । কেননা আজকের এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন, বাজারের সবচেয়ে ভালো ফোনের নাম এবং তাদের কোয়ালিটি ও প্রাইস সম্পর্কে । তাহলে আসুন জেনে নেওয়া যাক— কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৪ সালে।
Table of Contents
কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৪
সেরা স্মার্টফোনের তালিকায় । অনেক গুলো ফোন অবস্থান করছে । আর পুরো বিশ্বজুড়ে বর্তমানে অনেক বেশি সারা জাগিয়েছে অ্যাপল, Samsung এবং শাওমি ফোন গুলো । কার্ভ ডিসপ্লে, ক্যামেরা, বিভিন্ন নতুনত্ব ফিচার এবং ব্যাটারির কোয়ালিটির জন্য নিঃসন্দেহে আপনি এই তিন ধরনের ফোন কিনতে পারেন চোখ বন্ধ করে ।
যেহেতু আপনি জানতে আগ্রহী কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৪ সালের এই সময়ে । তাই আমরা আজকের এই প্রবন্ধে— সবচেয়ে সেরা দশটি স্মার্টফোনের নাম সাজেস্ট করব । পাশাপাশি ইউজারদের আগ্রহের কেন্দ্রবিন্দুর ভিত্তিতে জানাবো— কোন মোবাইল সবচেয়ে ভালো । তাহলে আসুন পরবর্তী ধাপে জেনে নেই— বিশ্বের সেরা দশটি স্মার্টফোন সম্পর্কে । আশা করা যায় এই স্মার্টফোন গুলোর মধ্যে থেকে আপনি সবচেয়ে ভালো মোবাইল ফোন বাছাই করতে পারবেন আপনার পছন্দসই ।
বিশ্বের সেরা স্মার্টফোন সমূহ | সবচেয়ে ভালো ফোন কোনটি?
বর্তমানে মার্কেটে রয়েছে নানা ব্র্যান্ডের নানা ফিচারের স্মার্টফোন। যেগুলোর প্রত্যেকটি গ্রাহকদের কথা চিন্তা করে আলাদা আলাদা সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তবে বিশ্বের কাছে সেরা স্মার্টফোন হিসেবে যে দশটি ফোন অবস্থান করছে সেগুলো হলো:
- আইফোন ১৪ প্রো / iPhone 14 Pro
- স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা / Samsung Galaxy S22 Ultra
- গুগল পিক্সেল ৭ প্রো / Google Pixel 7 Pro
- আইফোন ১৩ / iPhone 13
- অপো ফাইন্ড এক্স৫ প্রো / Oppo Find X5 Pro
- ভিভো এক্স৮০ প্রো / Vivo X80 Pro
- স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ / Samsung Galaxy Z Flip 4
- ওয়ানপ্লাস ১০ প্রো / OnePlus 10 Pro
- শাওমি ১২টি প্রো / Xiaomi 12T Pro
- আসুস জেনফোন ৯ / Asus Zenfone 9
আইফোন ১৪ প্রো । iPhone 14 Pro
বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থনে অবস্থান করছে আইফোন ১৪ প্রো। যেটা কিছুদিন আগে পর্যন্ত দ্বিতীয় স্থানে অবস্থান করছিল। আর এর অন্যতম কারণ ব্যাটারি ও স্ক্রিন সাইজ প্লাস নতুনত্ব ফিচার। বর্তমান বাজারে যথাযথ স্মার্টফোন রয়েছে সবগুলোর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে আইফোন ১৪ প্রো সিরিজ। এই ফোনের স্পেসিফিকেশন হলো:
- ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
- প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক
- ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩২০০ মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা । Samsung Galaxy S22 Ultra
বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় দুই নম্বরে রয়েছে স্যামসাং কোম্পানির samsung galaxy s22 Ultra. যেখানে গ্যালাক্সি নোট এর ফিচারগুলোর পাশাপাশি রয়েছে দুনিয়ার শত শত সব ফিচার। Samsung এই ফোনটির স্পেসিফিকেশন হলো:
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ১০৮ মেগাপিক্সেল্ল কোয়াড ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৪০ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ৪৫ ওয়াট
গুগল পিক্সেল ৭ প্রো । Google Pixel 7 Pro
এবার তালিকার তিন নম্বরে রয়েছে গুগল পিক্সেল ৭ প্রো। জানিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাতামাতির কোন শেষ নেই। কেননা এই ফোনের ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ এত বেশি ভালো। তাই আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে চান এবং সেটাকে পুরোপুরিভাবে এনজয় করতে চান তাহলে আপনার জন্য এই ফোনটি অধিক বেশি ব্যবহারযোগ্য হবে। Google পিক্সেল 7 pro এর স্পেসিফিকেশন হলো:
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ গুগল টেন্সর জি ২
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১০.৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ৩০ ওয়াট
আইফোন ১৩ । iPhone 13
বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় iphone 13 ও অবস্থান করছে। এটি অবশ্য অনেক পুরনো ফোন তবুও ২০২৪ সালেও আপনি এই ফোনটি কিনে সকল প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন এবং ব্যবহারের জন্য অনেক বেশি ভালো ফোন হতে পারে এটি। কেননা সিনেমাটিক মোড এর মত লেটেস্ট ক্যামেরা ফিচার এর কারণে এটি অধিক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। Iphone 13 এর স্পেসিফিকেশনগুলো হলো:
- ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
- প্রসেসরঃ এ১৫ বায়োনিক
- ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩২৪০ মিলিএম্প
অপো ফাইন্ড এক্স ৫ প্রো । Oppo Find X5 Pro
জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে আরেকটি হচ্ছে অপো ফাইন্ড এক্স ফাইভ প্রো, যে ফোনে রয়েছে পাঁচ হাজার মিলি এম্প এর ব্যাটারি এবং টপটিয়ার ক্যামেরা। পাশাপাশি নানারকমের সুযোগ সুবিধার কারণে এটি রয়েছে তালিকার ৪ নম্বরে। এই ফোনের স্পেসিফিকেশন হলো:
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ৮০ ওয়াট
ভিভো এক্স ৮০ প্রো । Vivo X80 Pro
বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় অ্যাপল samsung ও google এর পাশে ক্যামেরার জোরে স্থান করে নিয়েছে vivo। তাই আপনি চাইলে vivo ব্র্যান্ডের ভিভো এক্স ৮০ প্রো নিঃসন্দেহে কিনে ফেলতে পারেন। কেননা জনপ্রিয় স্মার্টফোনগুলোর তালিকায় এটিও অবস্থান করছে মূলত এই ফোনের স্পেসিফিকেশন হলোঃ
- ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৭০০ মিলিএম্প
- চার্জিংঃ ৮০ ওয়াট
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ । Samsung Galaxy Z Flip 4
আমরা সবাই জানে স্যামসাং হচ্ছে জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। যা অ্যাপেল কোম্পানির পরবর্তীতে অবস্থান করছে। আর আপনি চাইলে বিশ্বের সেরা স্মার্টফোনগুলোর মধ্যে samsung galaxy z Flip 4 ও কিনতে পারেন। এই ফোনটির স্পেসিফিকেশন হলোঃ
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১০ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩৭০০ মিলিএম্প
- চার্জিংঃ ২৫ ওয়াট
ওয়ানপ্লাস ১০ প্রো । OnePlus 10 Pro
এবার আসা যাক বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় অবস্থানকৃত ওয়ানপ্লাস নামক ফোনের কাছে। যেটি খুব সম্প্রতি গ্রাহকদের কাছে অধিক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং দিচ্ছে বাকি সকল নামিদামি ব্রান্ডের মত সুযোগ সুবিধা। এই ফোনের স্পেসিফিকেশন হলোঃ
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
শাওমি ১২টি প্রো । Xiaomi 12T Pro
গ্রাহকদের জন্য আরেকটি সুবিধা প্রাপ্ত স্মার্টফোন হচ্ছে শাওমি ১২টি pro, যার স্পেসিফিকেশন হলোঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ২০ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ১২০ ওয়াট
২০২৪ সালে দাঁড়িয়ে আপনি চাইলে ভালো সার্ভিস পেতে এই ফোনটি কিনতে পারেন নিঃসন্দেহে।
আসুস জেনফোন ৯ । Asus Zenfone 9
তালিকার সবার শেষে অবস্থান করছে এই ফোনটি। কেন না বর্তমানের স্মার্টফোনগুলো যেখানে স্ক্রিনের সাইজ বাড়ানো নিয়ে যুদ্ধ নিয়ে মেতে চলেছে সেখানে মাত্র পাঁচ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের ছোটখাটো দেখতে এই ফোনটি গ্রাহকদের নজরে এসেছে এবং নিজেদের আলাদা ডিসপ্লে ও কোয়ালিটির কারণে অবস্থান করছে সেরা স্মার্টফোনের তালিকায়। এই ফোনটির স্পেসিফিকেশন হলো:
- ডিসপ্লেঃ ৫.৯ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩০০ মিলিএম্প
- চার্জিংঃ ৩০ ওয়াট
বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল কোনটি ২০২৪
সেরা ১০ টি স্মার্টফোন ২০২৪ সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তবে এ পর্যায়ে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত তিন ব্র্যান্ডের ফোন আপনার ব্যবহারের জন্য সর্বোত্তম হবে। সেগুলো হলো:
- Samsung
- অ্যাপেল এবং
- শাওমি
Samsung ব্র্যান্ডের সেরা স্মার্টফোন ২০২৪
জনপ্রিয় মোবাইল কোম্পানি samsung, যার সুনাম রয়েছে পুরো বিশ্ব জুড়ে। এতদিন পর্যন্ত সর্বদা সকল দিক বিবেচনা করে স্মার্টফোনের তালিকায় এক নম্বরে অবস্থান করতো samsung। তবে নতুন ফিচার এবং ক্যামেরা কোয়ালিটি ও ডিসপ্লে সহ নানা কারণে তালিকার সবার প্রথমে বর্তমানে অবস্থান করছে আপেল। তবুও samsung ব্র্যান্ডের ফোনগুলো বাংলাদেশী মোবাইল ইউজারদের কাছে অধিক বেশি পছন্দের এবং এখানে অবস্থানরত মানুষরা এই ফোনগুলোই বেশি ব্যবহার করে থাকেন।
তাই আপনি যদি স্যামসাং এর সেরা স্মার্টফোন টি কিনতে চান তাহলে আমরা সাজেস্ট করব– Samsung Galaxy S22 Ultra Max ফোনটি, বাংলাদেশি টাকায় যার দাম হলো 143,999 টাকা। পরবর্তীতে আপনাদের যদি বাজেট আর একটু অল্প হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে samsung স্মার্ট ফোন গুলোর মধ্যে সেকেন্ড হিসেবে সাজেস্ট করব— Samsung Galaxy S22 Plus । এই ফোনটি মূলত বাংলাদেশি টাকায় দাম 99,750 টাকা। অতএব সকল প্রকার সুযোগ-সুবিধা পেতে এবং সেরা স্মার্টফোনের জন্য এই সালে দাঁড়িয়েও আপনি স্যামসাং কোম্পানির এই দুটি ফোন কিনে ফেলতে পারেন।
অ্যাপলের সেরা স্মার্টফোন ২০২৪
বিশ্বজুড়ে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় এবং তালিকার এক নম্বরে অবস্থান করছে অ্যাপল কোম্পানির তৈরিকৃত ব্র্যান্ডেড স্মার্টফোনগুলো। যার সুনাম পুরো বিশ্ব জুড়ে। তাই আপনি যদি অ্যাপল স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য যে কয়েকটি ফোন সবচেয়ে ভালো হবে সেগুলো হলো:
- Apple iPhone 13 Pro Max
- Apple iPhone 13 Pro
- Apple iPhone 13
- Apple iPhone 13 mini
মূলত আপনি যদি apple iphone 13 pro max কিনতে চান সেক্ষেত্রে আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে ১৬২৯৯৯ টাকা থেকে ১৭৬৯৯৯ টাকা। অপরদিকে apple iphone 13 pro কিনতে চাইলে মোটামুটি বাজেটস থাকতে হবে১৪৭০০০ টাকা থেকে ১৬২৯৯৯ টাকা। আবার আপনি যদি আপেল কোম্পানির তৃতীয় সেরাই স্মার্টফোন আপেল আইফোন ১৩ কিনতে চান সে ক্ষেত্রে আপনার বাজেট হতে হবে ১১৮৯৯৯ টাকা থেকে ১৩৩৯৯৯ টাকা এবং অ্যাপেল iphone 13 মিনি কিনতে চাইলে সর্বনিম্ন বাজেট হতে হবে 1,03,999 টাকা থেকে 83,000 টাকা।
শাওমি এর সেরা স্মার্টফোন ২০২৪
২০২৪ সালে দাঁড়িয়ে সেরা কোম্পানিদের তালিকায় তৃতীয় নম্বরে অবস্থান করছে শাওমি। তাই আপনি যদি শাওমি কোম্পানির স্মার্টফোন কিনতে চান সে ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সেরা হবে Mi 11 Ultra, যার মূল্য মাত্র ১৫ হাজার ৫০০ টাকা। পাশাপাশি চাইলে এই ব্র্যান্ডের আরও একটি ভালো মানের স্মার্টফোন কিনতে পারেন আপনি। সেটা হচ্ছে Xiaomi Mi 11, যেটার মূল্য বাংলাদেশি টাকায় ৬০ হাজার টাকা।
তাই যারা সবচেয়ে ভালো মোবাইল কিনতে আগ্রহী তারা মূলত আমাদের সাজেস্টক কৃত এই কয়েকটি ফোনগুলোর মধ্যে যেকোনো একটি কিনে ফেলতে পারেন। যেগুলো আপনাদের সর্বোত্তম সুযোগ-সুবিধা প্রদান করবে এবং ভালো সার্ভিস দেবে।
ভালো স্মার্টফোনের সুবিধা ২০২৪
বর্তমানে আমরা স্বাভাবিকভাবে একটা স্মার্টফোন ব্যবহার করে থাকি কথা বলা, ছবি তোলা এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে। তাই এই সার্ভিসগুলো যদি কোন ফোন ভালোভাবে প্রদান করে তাহলে সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো স্মার্টফোন হিসেবে গ্রহণযোগ্য হয়। ভালো স্মার্টফোনের সুবিধা হিসেবে আমরা অনেক কিছুই পেয়ে থাকি। যেমন:
- ভালো ক্যামেরার সুবিধা
- ভালো ভাবে গেম খেলার সুবিধা
- অনলাইন ভিত্তিক কাজের সুবিধা
- ভালো নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ প্রভৃতি।
ভালো ক্যামেরার সুবিধা
আজকাল এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা স্মার্টফোনে নিজেদের সেলফি তুলতে পছন্দ করেন না। আর তাইতো যে কোন ব্র্যান্ডের ফোন কেনার পূর্বে একটা মানুষ শোরুম বা দোকানে দাঁড়িয়েই নিজের একটা সেলফি তুলে চেক করে নেন, যে ফোনের ক্যামেরাটা ঠিক কতটা ভালো। তাই আপনি যদি ভাল ব্র্যান্ডের ভালো স্মার্টফোন কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো ক্যামেরার সুবিধা ভোগ করতে পারবেন।
তাছাড়াও যারা নিজেদেরকে প্রফেশনাল টিকটকার, ভিডিও ক্রিয়েটর ইত্যাদি পেশার সাথে নিযুক্ত করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভালো মানের ক্যামেরাওয়ালা ফোন অধিক বেশি জরুরী। তাই স্বাভাবিকভাবেই ভালো স্মার্টফোনের সুবিধা হিসেবে আপনি এই সুবিধাটা অবশ্যই পাবেন।
ভালোভাবে গেম খেলার সুবিধা
বর্তমানে PUBG ও Free Fire সম্পর্কে সবাই অবগত। বলতে পারেন এই দুটি গেম খেলার জন্য মানুষ পাগল প্রায়। বিশেষ করে– তরুণ সমাজ PUBG বা ফ্রী ফায়ার গেম খেলতে অধিক বেশি পছন্দ করে। যারা চায় সব সময় শির্ষে অবস্থান করতে। তাই যারা এই গেমগুলো ভাল স্পিডে খেলতে চায় তাদের জন্য অবশ্যই উন্নত মানের ফোন হওয়াটা জরুরী। তাই স্বাভাবিকভাবে যদি কেউ ভালো ব্র্যান্ডের ভালো মানের ফোন কিনতে পারেন তাহলে গেম খেলার সুযোগ সুবিধা পাবেন।
ভালো নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদি ব্যাটারির সুবিধা
ভালো ব্র্যান্ডের ফোন গুলোতে নেটওয়ার্কের দারুন সুবিধা রয়েছে। পাশাপাশি আপনি দীর্ঘমেয়াদী চার্চের সুবিধা পাবেন যে কারণে যেকোনো কাজ দীর্ঘক্ষণ ধরে সম্পাদন করা সম্ভব হবে। তাই স্বাভাবিকভাবে কোন প্রকার ঝামেলার সম্মুখীন না হতে চাইলে অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো স্মার্টফোন কেনাটা ইউজারদের জন্য অধিক বেশি জরুরী।
পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৪ সম্পর্কিত আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রত্যেকটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে সেরা এবং বর্তমানে আপনি কোন স্মার্টফোন ব্যবহার করেন! এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।