প্রত্যয়ন পত্র doc ফাইল ও নমুনা

আজকের এই পোস্টে চেষ্টা করবো কিভাবে একটি প্রত্যয়ন পত্র লেখা যায় । সকলের সুবিধার জন্য নিচে একটি ফর্ম প্রদান করা হলো । প্রত্যয়ন পত্র doc এর মাধ্যমে আপনি খুব সহজে একটি প্রত্যয়ন পত্র লিখতে পারবেন । বিঃদ্রঃ এখানে আপনার কাজ ও স্থান অনুসারে আলাদা করে লিখতে হতে পারে । প্রত্যয়ন পত্র doc টি নিচ থেকে কপি করে আপনার কাজে লাগতে পারেন । 

 
প্রত্যয়ন পত্র
 
 
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, ……….পিতা……., মাতা……….., গ্রাম……….., ডাকঘর………, উপজেলা ও জেলা………, আমি তাহাকে ব্যক্তিগ ভাবে চিনি ও জানি তিনি অত্র ইউনিয়নের (বা) ……নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং জন্মসূএে বাংলাদেশি । তাহার বাবার মাসিক আয়……..টাকা । আমার জানা মতে উপরোক্ত বিবরণ সত্য । সেহতু অত্র সনদ পএ প্রদান করিলাম ।
স্বাক্ষর

Leave a Comment