দুর্গোৎসব হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান বড় ধর্মীয় উৎসব । দুর্গাপূজা ভারতে ও বাংলাদেশে সনাতনী সমাজে বিশেষ একটি ধর্মীয় ও সামাজিক উৎসব । আপনি জানেন কি বাংলার কোন মাসে দুর্গাপূজার আগমন ঘটে? আশ্বিন মাসে দুর্গাপূজা হয় ।
এছাড়া আশ্বিন মাসে হিন্দু ধর্মালম্বীদের বেশ কিছু ধর্মীয় উৎসব পালিত হয়ে থাকে যেমন হলোঃ নবরাত্রি, দূর্গা পূজা, বিজয়া দশমী, কোজাগরী লক্ষ্মী পূজা, কালী পূজা ও দীপাবলি । যেহেতু দুর্গাপূজার আরে বেশ দিন বাকি নেই তাই অনেকের মাঝে একটাই প্রশ্ন হলো যে ২০২৪ সালের দুর্গাপূজার আর কতদিন বাকি আছে? এবং Durga Puja 2024 Dates & Time। দূর্গা পূজা কত তারিখে এর উপর নির্ভর করে যে প্রস্তুতি নিতে হবে । তাই আমরা এই পোস্টে আলোচনা করব দুর্গাপূজা আর কতদিন বাকি রয়েছে।
দূর্গা পূজা কত তারিখ
আসুন জেনে নেই দূর্গা পূজা কবে কত তারিখে? প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে চলে নানা আয়োজন পূজা উপলক্ষে দূর দূরান্তে আত্মীয়স্বজন সকলে একত্র মিলিত হয় । এছাড়া সামর্থবানরা এগিয়ে আসেন দুর্গাপূজা উপলক্ষে গরিব-দুঃখীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করতে । দুর্গাপূজা বিশেষ আয়োজন হলো বাড়িতে বাড়িতে সুস্বাদু খাবার নাড়ু এর আয়োজন করা । হিন্দু ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুসারে 2024 সালের দুর্গাপূজা তারিখ হলো ১৩ অক্টোবর রবিবার ২০২৪, বাংলা ২৯ শ্রাবণ।
মহাষষ্ঠী | রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | ২৯ ই শ্রাবণ | রাত ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পযর্ন্ত |
মহাসপ্তমী | সোমবার ১৪ অক্টোবর | ৩০ ই শ্রাবণ | রাত ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত |
মহাঅষ্টমী | মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ | ৩১ ই শ্রাবণ | বিকাল ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
সন্ধিপূজা | বুধবার ১৬ অক্টোবর ২০২৪ | ০১ ই ভাদ্র | বিকাল ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
মহানবমী | বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | ০২ ই ভাদ্র | বিকাল ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
মহাদশমী | শুক্রবার ১৮ অক্টোবর | ০৩ ই ভাদ্র | সকাল ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত |