চোখ ওঠা রোগের চিকিৎসা কী । চোখ ওঠে কেন, কীভাবে ছড়ায়

চোখ ওঠা রোগের চিকিৎসা কীঃ চোখ ওঠা রোগ যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজাংটিভাইটিস এটি একটি খুব পুরাতন চোখের এক ধরনের সংক্রামক রোগ । চোখ ওঠা রোগ হলে চোখ লাল হয়ে যায়, চোখের ভিতর জালা জন্তনা করে ও চোখ ফুলে যায় । কেন বা চোখ ওঠে? এর আধুনিক চিকিৎসা কি? কখন ডাক্তারের কাছে যাবেন ইত্যাদি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই ব্লগ পোস্টে।

 

চোখ ওঠে কেন আর ছড়ায় কীভাবে?

 

চোখ ওঠা রোগ খুব মারাত্মক একটি ছোঁয়াচে রোগ । রোগীর ব্যবহার্য চশমা, টিস্যু, রুমাল, গামছা বা প্রসাধনী বা ইত্যাদি জিনিস বাড়ির অন্যরা ব্যবহার করলে তারা কনজাংটিভাইটিস সংক্রমণ আক্রান্ত হতে পারেন । কনজাংটিভাইটিস হলো ভাইরাস জনিত ইনফেকশন যা বাতাসের মাধ্যমে ও ছড়ায় তা কোন চোখ ওঠা রোগীর আশে-পাশে মেলামেসা করলে আক্রন্ত হওয়ার অনেকটা ঝুকি থাকে । কনজাংটিভাইটিস ভাইরাস আক্রান্ত রোগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে । একটি গবেষণার মাধ্যমে দেখা গেছে যে মোট ৩টি কারণে চোখ ওঠা রোগ হতে পারে । ১। ব্যাকটেরিয়া ২। ভাইরাস ৩। অ্যালার্জি। চোখে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস এর আক্রমণ হলে তাকে ইনফেক্টিভ কনজাংটিভাইটিস বলা হয় । কিভাবে বুঝবেন আপনার চোখে ভাইরাসের সংক্রমণ হয়েছে । চোখে ভাইরাসের সংক্রমণ হলে চোখ দিয়ে বারবার পানি পরবে, চোখ ফুলে যাবে । আর ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে চোখ দিয়ে আঠালো পুঁজ বের হবে, ও চোখ হলুদ অথবা সবুজ রঙ ধারণ করবে । এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ও চোখ উঠতে পারে ।

আরো পড়ুনঃ রসুনের উপকারিতা

 

চোখ ওঠার লক্ষণ সমূহ

চোখ টকটকে লাল রং ধারণ করবে, প্রথমে যে কোন একটি চোখ সংক্রমণ হবে এর পরে বিপরীত চোখেও আক্রান্ত হবে । চোখের ভিতরে খচখচ করবে, চুলকাবে, জ্বালাপোড়া করবে ও চোখ দিয়ে পানি পড়বে । সকাল ঘুম থেকে উঠার পড়ে দেখবেন চোখের পাপড়ি আঠার মতো লেগে রয়েছে ।

 

 

চোখ ওঠা রোগের চিকিৎসা

আপনি চাইলে বাড়িতে বসে থেকে চিকিৎসা নিতে পারবেন । এর জন্য আপনাকে পরিষ্কার সাদা রঙের কাপড় অথবা তুলো গরম পানিতে ভিজিয়ে আলতো ভাবে চোখ পরিস্কার করতে হবে দিনে কয়েকবার । তবে আপনাকে দুটি চোখের জন্য আলাদা কাপড় ও পানি ব্যবহার করতে হবে । বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ছোট লেখা পড়া যাবে না চোখে বেশি চাপ প্রদান করা যাবে না । অ্যান্টিবায়োটিক আই ড্রপ বা মলম ব্যবহার করতে পারেন আর যদি এল্যার্জির কারণে যদি চোখ ওঠে তাহলে এ্যালার্জির ওষুধ সেবণ করতে হবে।

 

কখন ডাক্তারের এর কাছে যাবেন?

 

এর জন্য তেমন কোন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন পরে না । কেননা চোখ ওঠা রোগ এমনিতেই ভালো হয়ে যায় তাই ৭ থেকে ১০ দিন এর মতো সময় লাগে । তবে প্রয়োজন অনুসারে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ।

Leave a Comment