আজকে আমরা চেষ্টা করেছি যে কিভাবে একটি পুলিশ অভিযোগ পত্র লিখতে হয় । নিচে আপনার তথ্য দিয়ে এবং নিজের অভিযোগের বিবরণ দিয়ে থানার অফিসার ইনচার্জ এর কাছে পত্র লিখতে পারবেন । পুলিশ অভিযোগ পত্র নমুনা doc নমুনা নিচে প্রদান করা হয়েছে । আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন ।
বরাবর,
অফিসার ইনচার্জ
মাহিগঞ্জ থানা RPMP রংপুর। (উদাহরণ হিসাবে)
বিষয়: আভিযোগ প্রসঙ্গে।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোঃ …………….. পিতা-……………….., গ্রাম-…………………, থানা- ……………, জেলা- ………. থানায় আসিয়া এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, বিবাদী মোঃ …………………… পিতা-মোঃ ………………….., গ্রাম-……………………., থানা-………………, জেলা-…………………..। গত ইং ……………… তারিখ দুপুর অনুমান ………….. ঘটিকায় সময়
এখান থেকে আপনার সমস্যার বিবরণ প্রদান করুন ………………………………………………………………….. ………………………………………
……………………………………………………………………….
……………………………………………………………………………………………..
…………………………………………..
অতএব উপরোক্ত বিষয়টি তদন্তপূর্বক আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।
নিবেদক
মোঃ ………………………..
মোবাইল-……………………..