ঊষা মঙ্গেশকর জীবনী-Usha Mangeshkar Biography

ঊষা মঙ্গেশকর জীবনী

 

আজকে আমরা এই ব্লগ পোস্টে আলোচনা করবো ভারতের একটি স্বনামধন্য সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা ঊষা মঙ্গেশকর এর সংক্ষিপ্ত জীবনী । ঊষা মঙ্গেশকর হলেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং মিনা খাদিকার এর সব থেকে ছোট বোন । ঊষা মঙ্গেশকর অনেক ভাষায় গান গেয়েছেন এর মাঝে হিন্দি ভাষায় সব থেকে বেশি গান করেছেন । তিনি হিন্দি ভাষা ছাড়াও মারাঠি, কন্নড়, নেপালি, ভোজপুরি, গুজরাটি ভাষায় ও গান করেছেন । ঊষা মঙ্গেশকর এর বাবার নাম হলো দীননাথ মঙ্গেশকর এবং মায়ের নাম শিভান্তি (সুধামতী) ।

তিন বোনের মাঝে তিনি হলেন ছোট তার ছোট ভাই এর নাম হলো হৃদয়নাথ মঙ্গেশকর তিনি ও হলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক । ১৯৭৫ সালে চলচ্চিত্র জয় সন্তোষী মা গানের প্লেব্যাক করেন তিনি । তিনি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘‘ম্যায় তো আরতি” গানের জন্য তিনি ফিল্ম ফেয়ার প্লে-ব্যাক শিল্পী পুরষ্কারের জন্য মনোনীত হন । চিত্র অংকন ও তার ছোট বেলা থেকে অনেক আগ্রহ ছিল । ক্যারিয়ারে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে পিঞ্জিরা মুভিতে গান গাওয়ার জন্য ।

ঊষা মঙ্গেশকর জন্ম গ্রহন করেন ২৭ জানুয়ারি ১৯৩৫, মুম্বই, মহারাষ্ট্র, ভারত । ঊষা তার ডাক নাম এবং মঙ্গেশকর তার বংশের নাম । ২০২৪ সালের এপ্রিল মাসে তার বর্তমান বয়স হলো ৮৯ বছর । ঊষা মঙ্গেশকর উচ্চতা হলো ৫ ফুট ৪ ইঞ্চি যা সেমি তে ১৬৩ । এবং ঊষা মঙ্গেশকর এর ওজন আনুমানিক ৬০ কেজি বা (১৩২ পাউন্ড) । ঊষা মঙ্গেশকর এর শারীরিক পরিমান হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি ।

 

ঊষা মঙ্গেশকর জীবনী

আসল নামঃ ঊষা মঙ্গেশকর
ডাকনামঃ ঊষা
পেশাঃ ভারতীয় শাস্ত্রীয় সংগীত, নেপথ্য গায়িকা
বয়সঃ ৮৯ বছর (২০২২৪)
জন্ম তারিখঃ ২৭ জানুয়ারি ১৯৩৫
জন্মস্থানঃ মুম্বই, মহারাষ্ট্র, ভারত
জাতীয়তাঃ ভারতীয়
রাশিচক্রঃ জানা নেই
প্রথম গানঃ ১৯৭৫ সালে 
ধর্মঃ হিন্দু
বিবাহিত অবস্থাঃ জানা নেই
বাবা নামঃ দ্বীননাথ মঙ্গেশকর
মাতার নামঃ শিবন্তী মঙ্গেশকর
স্বামীর নামঃ জানা নেই
সন্তান এর নামঃ জানা নেই
মৃত্যুঃ
 
শারীরিক অবস্থা
 
উচ্চতাঃ  ৫ ফৃট ৪ ইঞ্চি বা (সেমি ১৬৩)
ওজনঃ ৬০ কেজি বা (১৩২পাউন্ড)
শারীরিক পরিমানঃ হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি
চুলের রঙঃ কালো
চোখের রঙঃ গাড় বাদামি
শিক্ষাগত তথ্য
স্কুলের নামঃ ………………………………………
কলেজঃ ………………………………………
শিক্ষাগত যোগ্যতাঃ ………………………………………
প্রিয় জিনিস
প্রিয় অভিনেতা-অভিনেত্রি মিনা কুমারী, দেব আনন্দ নার্গিস,অমিতাভ বচ্চন,দিলীপ কুমার



প্রিয় শখঃ গান সোনা

 

 

মোট আয়
নেই মুল্যঃ ১৫ মিলিয়ন ডলার
বেতনঃ 
ঊষা মঙ্গেশকর এর স্বামীর নাম কি?
উত্তরঃ 
ঊষা মঙ্গেশকর এর বয়স কত?
উত্তরঃ বর্তমান বয়স হলো ৮৯ বছর
ঊষা মঙ্গেশকর এর বোনের নাম কি?
উত্তরঃ লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং মিনা খাদিকার
ঊষা মঙ্গেশকর এর ভাইয়ের নাম কি?
উত্তরঃ হৃদয়নাথ মঙ্গেশকর

Leave a Comment