ঊষা মঙ্গেশকর জীবনী
আজকে আমরা এই ব্লগ পোস্টে আলোচনা করবো ভারতের একটি স্বনামধন্য সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা ঊষা মঙ্গেশকর এর সংক্ষিপ্ত জীবনী । ঊষা মঙ্গেশকর হলেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং মিনা খাদিকার এর সব থেকে ছোট বোন । ঊষা মঙ্গেশকর অনেক ভাষায় গান গেয়েছেন এর মাঝে হিন্দি ভাষায় সব থেকে বেশি গান করেছেন । তিনি হিন্দি ভাষা ছাড়াও মারাঠি, কন্নড়, নেপালি, ভোজপুরি, গুজরাটি ভাষায় ও গান করেছেন । ঊষা মঙ্গেশকর এর বাবার নাম হলো দীননাথ মঙ্গেশকর এবং মায়ের নাম শিভান্তি (সুধামতী) ।
তিন বোনের মাঝে তিনি হলেন ছোট তার ছোট ভাই এর নাম হলো হৃদয়নাথ মঙ্গেশকর তিনি ও হলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক । ১৯৭৫ সালে চলচ্চিত্র জয় সন্তোষী মা গানের প্লেব্যাক করেন তিনি । তিনি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘‘ম্যায় তো আরতি” গানের জন্য তিনি ফিল্ম ফেয়ার প্লে-ব্যাক শিল্পী পুরষ্কারের জন্য মনোনীত হন । চিত্র অংকন ও তার ছোট বেলা থেকে অনেক আগ্রহ ছিল । ক্যারিয়ারে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে পিঞ্জিরা মুভিতে গান গাওয়ার জন্য ।
ঊষা মঙ্গেশকর জন্ম গ্রহন করেন ২৭ জানুয়ারি ১৯৩৫, মুম্বই, মহারাষ্ট্র, ভারত । ঊষা তার ডাক নাম এবং মঙ্গেশকর তার বংশের নাম । ২০২৪ সালের এপ্রিল মাসে তার বর্তমান বয়স হলো ৮৯ বছর । ঊষা মঙ্গেশকর উচ্চতা হলো ৫ ফুট ৪ ইঞ্চি যা সেমি তে ১৬৩ । এবং ঊষা মঙ্গেশকর এর ওজন আনুমানিক ৬০ কেজি বা (১৩২ পাউন্ড) । ঊষা মঙ্গেশকর এর শারীরিক পরিমান হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি ।
ঊষা মঙ্গেশকর জীবনী
আসল নামঃ | ঊষা মঙ্গেশকর |
ডাকনামঃ | ঊষা |
পেশাঃ | ভারতীয় শাস্ত্রীয় সংগীত, নেপথ্য গায়িকা |
বয়সঃ | ৮৯ বছর (২০২২৪) |
জন্ম তারিখঃ | ২৭ জানুয়ারি ১৯৩৫ |
জন্মস্থানঃ | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
জাতীয়তাঃ | ভারতীয় |
রাশিচক্রঃ | জানা নেই |
প্রথম গানঃ | ১৯৭৫ সালে |
ধর্মঃ | হিন্দু |
বিবাহিত অবস্থাঃ | জানা নেই |
বাবা নামঃ | দ্বীননাথ মঙ্গেশকর |
মাতার নামঃ | শিবন্তী মঙ্গেশকর |
স্বামীর নামঃ | জানা নেই |
সন্তান এর নামঃ | জানা নেই |
মৃত্যুঃ |
উচ্চতাঃ | ৫ ফৃট ৪ ইঞ্চি বা (সেমি ১৬৩) |
ওজনঃ | ৬০ কেজি বা (১৩২পাউন্ড) |
শারীরিক পরিমানঃ | হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি |
চুলের রঙঃ | কালো |
চোখের রঙঃ | গাড় বাদামি |
প্রিয় শখঃ গান সোনা