Table of Contents
টেডি ডে শুভেচ্ছা পিকচার
টেডি ডে মানে কি?
এর আগে আসুন জেনে নেই কী ভাবে জন্ম হল টেডি বেয়ারের? । সাধারণত দেখবেন প্রেমিকাকে খুশি করতে প্রেমিক টেডি বিয়ার উপহার দিয়ে থাকে । শুধু কি মেয়েরা পছন্দ করে ছোট্ট শিশুদের অনেক প্রিয় টেডি বিয়ার । টেডি বিয়ারের জন্ম জানতে হলে আপনাকে যেতে হবে সেই ১৯০২ সালে । সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট তিনি একদিন শিকার করতে বাহির হয়েছিলেন মিসিসিপি ও লুসিয়ানিয়ার সীমান্তে । কিন্তু তিনি সে দিন কোন শিকার করতে পারেন নি । মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তার সাথীরা ধরে আনে এক ছোট্ট ভাল্লুক ছানা কিন্তু প্রেসিডেন্ট ভাল্লুক ছানাটিকে গুলি করতে চাননি সাথে সাথে ছেড়ে দেন তিনি । বিখ্যাত কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান ছবিতে তিনি আঁকেন টেডি রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পিছনে পুঁচকে এক ভল্লুক ছানা । তার এই চিত্র অংকন টি দেখে এক খেলনার দোকানদার অনুপ্রাণিত হন । তার পরে তিনি তৈরি করেন ছোট্ট একটি টেডি বেয়ার । তার পর থেকে শুরু হয় বাণিজ্যিক ভাবে তৈরি করা ।
টেডি বিয়ারের দাম কত?
বর্তমানে যেহেতু পণ্য দ্রব্যের দাম উঠানামা করে তাই চেষ্টা করবেন বাজার যাচাই করে ক্রয় করতে । তাও বিভিন্ন সাইজ অনুসারে ১০০ টাকা থেকে ২০০০ টাকার মাঝে সুন্দর সুন্দর টেডি বিয়ার ক্রয় করতে পারবেন ।
টেডি বিয়ার পিক










