মোটর সাইকেল ক্রয় / বিক্রয় চুক্তিনামা লেখার নিয়ম ও নমুনা

মোটর সাইকেল ক্রয় / বিক্রয় চুক্তিনামা লেখার নিয়ম ও নমুনা

 
বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়,………
বিষয়ঃ এফিডেভিট (মোটর গাড়ি বিক্রয়)
১ । জনাব মোঃ রুমন হাসান, পিতা- মৃতঃ মনিরুলজ্জামান মনু মিয়া, মাতা- মোছাঃ রিনা বেগম, ঠিকানা- ……, ডাক- …….। থানা- …….., জেলা- ……, জেলা- ……। পেশা- ……..। র্ধম- ইসলাম । জাতীয়তা বাংলাদেশী……. ১ম পক্ষ/ক্রেতা ।
বনাম
 
২ । জনাব মোঃ মাসুদ রানা আকাশ , পিতা- মোঃ ফরিদ হোসেন , মাতা- মোছাঃ রহিমা বেগম , ঠিকানা- ………….., ডাক- ……………। থানা- ………….., জেলা- ……….., জেলা- ………….। পেশা- …………..। র্ধম- ইসলাম । জাতীয়তা বাংলাদেশী…………. ২য় পক্ষ/ক্রেতা ।
 
 
বিনীত নিবেদন এই যে,
 
আমি আপনাকে বিজ্ঞ নোটারী পাবলিক জানিয়া এই মর্মে ঘোষণা করিতেছি যে, আমি ১ম পক্ষ গাড়ীর বিক্রেতা মোঃ সুমন হাসান ব্যক্তিগত প্রয়োজনে আমার ব্যবহৃত মোটর সাইকেল খানা বিক্রয় করিতে প্রচার করিলে আপনি ২য় পক্ষ ক্রেতা জনাব মোঃ মাসুদ রানা আকাশ গাড়ি ক্রেতা তফশিল বর্নিত বাজাজ পালসার মটর সাইকেল গাড়িটি ক্রয় করিতে ইচ্ছা প্রকাশ করিলে স্বাক্ষীগণের উপস্থিতিতে নিম্ন তফশিল বর্ণিত গাড়িখানার মুল্য বাবদ ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র সাব্যস্ত হয় । সাব্যস্তকৃত সমুদয় টাকা বুঝয়া পাইয়া আমি ১ম পক্ষ আপনি ২য় পক্ষ গাড়ি ক্রেতা বরাবর গাড়িখানা এবং এর সমুদয় কাগজপত্র সমজাইয়া দিলাম । অদ্য হইতে আমি ১ম পক্ষ তফশিল বর্ণিত গাড়ির মালিকানার মালিকানা ও স্বত্ব ত্যাগ করিলাম ।
২য় পাতা
 
তফসিল বর্ণিত গাড়ীখানা বিক্রয়ের সংক্রান্ত এফিডেভিট সম্পাদনের পর আমি ১ম পক্ষ গাড়ি বিক্রেতা কিংবা আমার পরবর্তী স্থালবর্তী কাহারো কোন দাবী-দাওয়া নাই বা রহিল না । পরবর্তীতে আমি ১ম পক্ষ কিংবা আমার পরবর্তী স্থালবর্তী কেউ অত্র গাড়িখানার দাবী-দাওয়া করিলে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে ।

 

তফসিল গাড়ি, বাজাজ পালসার মোটরসাইকেল (ভারত)

 
রেজিঃ নং- ঢাকা হ-০০৬৭০৯৭, তৈরি সন- ২০১৫, প্রস্তুতকারকের নামা – বাজাজ পালসার মটর সাইকেল । কোং , ভারত । চেচিস নং- বিত্র 2826S65F2165F6355 ইঞ্জিন নং – 45466153516, ইঞ্জিন সিসি ঃ ১৬০ । আসন সংখ্যা -২, রং- কালো , সিলিন্ডার- ১ , জালানী- পেট্রোল ।
 
 
উপরোক্ত বক্তব্য আমার কথা মোতাবেক লেখা হওয়ায় আমাকে পাঠ করাইয়া শুনাইলে শুদ্ধ স্বীকারে এফিডেভিটে নিজ নামা স্বাক্ষর করিলাম । অদ্য তারিখ- ১২/১২/২০২০ ইং ।
সাক্ষী                                                                                         এফিডেভিটকারীর স্বাক্ষর 
 
 ১ ।………………………
 ২ ।………………………                                                                ………………………১ম পক্ষ বিক্রেতা
 ৩ ।………………………                                                            
                                                                                                 (এফিডেভিটকারী আমার পরিচিত
                                                                                                   আমি তাহাকে সনান্ত করিলাম)
                                                                                                                 এডভোকেট

Leave a Comment