The facility of .edu mail 2023

The facility of .edu mail 2023

.edu mail হচ্ছে একটি ইলেকট্রিক্যাল email address. এই mail গুলো সাধারণত ইন্টারন্যাশনাল কলেজ ইউনিভারসিটি গুলো তাদের শিক্ষার্থীদের দিয়ে থাকে । এগুলো আর দশটা সাধারণ ইমেইলের মত না । এই মেইল গুলো দিয়ে বিভিন্ন সার্ভিসের এক্সট্রা সুবিধা পাওয়া যায় যা অন্যান্য ইমেইলে পাওয়া যায় না ।

The facility of .edu mail 2023

.edu mail কি?

Edu mail হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ইমেইল এড্রেস । এই মেয়েগুলো ইন্টারন্যাশনাল বড় বড় কলেজ ইউনিভার্সিটি গুলো তাদের শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য প্রদান করে থাকে । এই মেইল দিয়ে আপনি অনলাইনে অনেক সার্ভিস বিনামূল্যে এবং কিছু কিছু সার্ভিস সাধারণ চার্জের চেয়েও অনেক কম খরচে নিতে পারবেন ।

তো আজকে আমরা আলোচনা করবো edu mail এর সুবিধাগুলো কি কি এবং কোন কোন কাজে এটি ব্যবহার করে আপনি বিভিন্ন সার্ভিস ফ্রিতে ব্যবহার করতে পারবেন । তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ।

1.Microsoft Office

ইন্টারন্যাশনাল মাইক্রোসফট কোম্পানি শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তাদের সফটওয়্যার গুলো বিনামূল্যে ব্যবহার করার সুবিধা দিয়েছে edu mail এর মাধ্যমে । 

আপনি বিশাল সাড়ে তাদের অনেক সার্ভিস ক্রয় করে ব্যবহার করতে পারবেন । তাছাড়াও তাদের একটি সার্ভিস Office – 365  আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ।

উপরে উল্লেখ করা সার্ভিসগুলো ফ্রিতে ব্যবহার করার জন্য , প্রথমে মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । আপনার মেইল দ্বারা সাইন আপ করতে হবে । এবং আপনার মেইল ভেরিফিকেশন করার মাধ্যমে তাদের সার্ভিস গুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ।

2.Amazon Prime

অ্যামাজন প্রাইম ইন্টারন্যাশনাল শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য Amazon Prime Trial সার্ভিস সরবরাহ করে থাকে । এইটার মাধ্যমে আপনারা প্রিমিয়াম কনটেন্ট গুলো ফ্রিতেই উপভোগ করতে পারবেন । 

তবে তার জন্য আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড প্রয়োজন হবে । উল্লেখ্য যে এখানে কোন চার্জ কাটা হবে না আপনার কার্ড থেকে ।

অ্যামাজন প্রাইম ট্রায়াল সার্ভিস নেওয়ার জন্য amazon প্রাইম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আপনার ইডু মেইলের মাধ্যমে একাউন্ট তৈরি করে ভেরিফিকেশন করতে হবে । 

তারপর আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার মাধ্যমে আপনি তাদের ট্রায়াল সার্ভিস ব্যবহার করতে পারবেন । উল্লেখ্য যে এখানে আপনি পেপাল অথবা প্লেয়ারের মাধ্যমেও ক্রেডিট কার্ডের পরিবর্তে ইউজ করতে পারবেন ।

3.Student Developer Pack on Github

শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য GitHub নিয়ে এসেছে মাথা নষ্ট করা অফার । Edu mail ব্যবহার করে আপনি GitHub Student Developer Pack টি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন । এই প্যাকটি ব্যবহার করে আপনি ১০০০ ডলার এবং আরো বেশি মূল্যের স্টাফ একদম বিনামূল্যে নিতে পারবেন ।

Process: https://education.github.com/pack 

আপনাকে কেবল উপরে দাও আর লিংকে প্রবেশ করতে হবে এবং Get Your Pack লেখা অপশনে ক্লিক করতে হবে এবং পরের পেজে আপনাকে ফ্রিতে নেওয়ার জন্য অনুরোধ করবে এবং সাইন আপ ফর্মটি পূরণ করে রিকোয়েস্ট একসেপ্ট করার জন্য পাঁচ থেকে ৪২ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে । তবে তারা শীঘ্রই আপনার রিকোয়েস্ট রিভিউ করে এপ্রুভ করে দেবে । 

আপনার GitHub Student Developer Pack চালু হয়ে গেলে আপনি আপনার মেইলের মাধ্যমে নিচের সুবিধা গুলো পেতে পারেন ।

  1. Bitnami Business 3 plan (normally $49/month) free for one year
  2. DataDog Pro Account, including 10 servers Free for 2 years
  3.  DigitalOcean ($50) in platform credit for new users
  4. Github unlimited private repositories (normally $7/month করে pay করা লাগে)
  5. Namecheap এ one-year SSL certificate (normally $9/year) 
  6.  .me Domain Name one-year domain name registration is free (normally $18.99/year).

TECNO CAMON 19 NEO – Review in Bangla

4.Autodesk

একটি প্রফেশনাল এবং মানসম্মত সফটওয়্যার এর অফিশিয়াল ভান্ডার । এখানে আপনি সকল প্রকার সফটওয়্যার পাবেন যেমন আর্ট ডিপার্টমেন্টের জন্য , মিউজিসিয়ান , মেডিকেল , সিভিল ইঞ্জিনিয়ার , মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহ ইত্যাদি প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ।

উপরে উল্লেখিত সফটওয়্যার গুলো আপনাকে ডলার দিয়ে কিনে ব্যবহার করতে হবে । কিন্তু আপনার যদি একটি edu mail থাকে তাহলে এই উল্লেখযোগ্য সফটওয়্যার গুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন ।

উক্ত উল্লেখযোগ্য সফটওয়্যার গুলো ফ্রিতে ব্যবহার করার জন্য AutoDesk এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ।

5.G Suite Education Account

Google ইন্টারন্যাশনাল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা তৈরি করে রেখেছে । আপনার যদি একটি edu mail থাকে তাহলে খুব সহজেই আপনি G Suite সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ।

গুগলে এরকম তো সার্ভিসের মাধ্যমে আপনি 5 TB Google Drive Storage একদম বিনামূল্যে পেয়ে যাবেন এবং এটিই হচ্ছে Edu mail এর অন্যতম সেরা সুবিধা ।

 আপনার edu mail যতক্ষণ পর্যন্ত আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় দ্বারা চালু থাকবে ততক্ষণ আপনি উক্ত সার্ভিস গুলো ফ্রিতে পেতে থাকবেন ।

g-suite আবেদন link- https://www.google.com/a/signup/?enterprise_product=GOOGLE.EDU#0

( California & Thaiwan University এর edu mail এর মেয়াদ আজীবন )

6. OneDrive

আপনি যখন .edu ইমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে মাইক্রোসফ্ট অফিস 365 এর জন্য সাইন আপ করেন, আপনি বিনামূল্যে 1TB ওয়ানড্রাইভ স্টোরেজ পাবেন।

আপনি যখন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় দ্বারা গ্রহনকৃত edu mail দিয়ে মাইক্রোসফট অফিস ৩৬৫ এ রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 1TB  OneDrive স্টোরেস ফ্রিতে দেওয়া হবে ।

এটিও edu mail ব্যবহারকারীদের জন্য হতে পারে অসাধারণ একটি সুবিধা যা অন্য অন্য ইমেইল ব্যবহারকারীরা পেয়ে থাকে না ।

Process– আপনার microsoft ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করার সময় যে ইউজারনেম পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন , আপনার ওয়ান ড্রাইভ এর ইউজারনেম পাসওয়ার্ড ওই একই ।

7. LucidChart

এটি একটি ওয়েবভিত্তিক ডায়াগ্রাম সফটওয়্যার এবং ফ্লো চার্ট মেকার । আপনি যদি আপনার edu mail টি কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে থাকেন তাহলে এই সার্ভিসটি আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ।

Process– https://app.lucidchart.com/users/registerLevel?tP=1&t10=A  website এ যান এবংআপনার মেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন । এবার অ্যাকাউন্ট সেকশন থেকে “Get your free educational upgrade.” লেখা অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রিমিয়াম আপডেট করে নিতে পারবেন ।

8. Web Hosting

এমন অনেক ওয়েব হোস্ট রয়েছে যা ওয়েব হোস্টিংয়ে প্রচুর ছাড় দেয় এবং যাদের .edu ইমেল ঠিকানা রয়েছে তাদের জন্য বিনামূল্যে ডোমেন দেয়।  এটি এডু ইমেইল অ্যাকাউন্টের অন্যতম সেরা সুবিধা যেখানে থেকে আপনি সর্বাধিক ছাড় এবং বিনামূল্যে অফার পেতে পারেন যা আপনাকে মাসিক হোস্টিং বিল  পরিশোধ করা থেকে বাচাবে । ডোমেনগুলিতে ছাড় এবং বিনামূল্যে স্টাফ সরবরাহকারী ওয়েব হোস্টগুলি নীচে List আকারে দিলাম :

ইন্টারনেটে অনেক এমন হোস্টিং কোম্পানি আছে যারা ইন্টারনেসনাল শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য হোস্টিং এর ওপর রেখেছে বিশাল সার এবং আরো রয়েছে ফ্রি হোস্টিং ফ্রী ডোমেনসহ আরো অনেক কিছু । আপনার একটি edu mail থাকলে আপনি নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে হোস্টিং এবং ডোমেইন ফ্রিতে ব্যবহার করতে পারবেন ।

 আবার কিছু কিছু হোস্টিং কোম্পানি আছে যারা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ফ্রিতেই হোস্টিং এবং ডোমেইন দিয়ে থাকে । ফ্রিতে অথবা স্বল্প মূল্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের ডোমেইন-হোস্টিং প্রদান করে এমন কিছু ওয়েবসাইটে লিস্টের নিচে দেওয়া হলঃ

  • Znetlive কোম্পানি ইন্টারন্যাশনাল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ফ্রিতে হোস্টিং প্রদান করে থাকে । তবে স্টুডেন্টদের জন্য একটি লিমিটেশন রয়েছে । ফিরিতে আপনি মাত্র 500 এমবি স্টোরেজ অলা হোস্টিংটি নিতে পারবেন শুধু আপনার স্টাডির জন্য । তাছাড়া উক্ত হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটি ফ্রি সাবটমেন পেয়ে যাবেন ।
  • Siteground এই হোস্টিংটোমেইন কোম্পানিতেই ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ডোমেন এবং হোস্টিংয়ের সুব্যবস্থা করেছেন । আপনার যদি একটি এডুকেশন মেইল থাকে তাহলে এখান থেকে আপনি এই সুবিধা গুলো পেতে পারেন ।
  • Bluehost আপনাদের জন্য রেখেছে বিশাল হোস্টিং এর উপর ছাড় । ন্যূনতম ৬০% ছাড়ে আপনারা এখান থেকে হোস্টিং পার্সেস করতে পারবেন । তাছাড়া এডুকেশন মিল ব্যবহার করে পার্সেস করলে রয়েছে ফ্রি ডোমেইনের সুবিধা ।
  • SquareSpace ইন্টারন্যাশনাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য রেখেছে প্রথম বছর এর সাবস্ক্রিপসনের উপর ৫০% পর্যন্ত ছাড় ।
  • Inmotion হোস্টিং কোম্পানিটি তাদের লিনেক্সভিত্তিক হোস্টিংয়ের বারো মাস এবং ২৪ মাস মেয়াদের হোস্টিংগুলোতে রেখেছে 40 থেকে 50% ছাড় ।
  • DreamHost তাদের ১২ মাস ভিত্তিক হোস্টিং প্ল্যানে রেখেছে ৫০% পর্যন্ত ছাড় 

9.NewEgg

 এটি একটি অনলাইন শপিং ওয়েবসাইট , বাংলাদেশ থেকে এই সুবিধা পাওয়া যাবে কিনা তা বলা মুশকিল তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন ।

আপনি NewEgg এ edu mail এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন বিশাল পারসেন্টেন্সের ছাড় !! NewEgg ইন্টারন্যাশনাল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য তৈরি করে রেখেছে তাদের আলাদা একটি স্টোর যেখানে ইন্টারন্যাশনাল শিক্ষক এবং শিক্ষার্থীরা অনলাইন শপিং এর মাধ্যমে পেয়ে যাবে অনেক ছাড় !!

আপনি যখন এখানে আপনার এডুকেশন মেইলের মাধ্যমে একটি একাউন্ট তৈরি করবেন এবং তা সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন তখন তারা আপনাকে এক বছরের জন্য একটি প্রিমিয়াম একাউন্ট প্রদান করবে । আর NewEgg এ যাদের প্রিমিয়াম একাউন্ট আছে তাদের কাছে দ্রুত শিপিং করে থাকে । এক্সক্লুসিভ ডিল , ফ্রি রিটার্ন করে থাকে , এবং স্টোকিং ফি নেয়না ।

10. Canva Premium

আপনার কাছে যদি একটি এডুকেশন মেইল থাকে তাহলে আপনি canva প্রিমিয়াম ভার্সন ফ্রিতেই ব্যবহার করতে পারবেন । ইন্টারন্যাশনাল কোম্পানি ক্যানভা ইন্টারন্যাশনাল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তাদের সার্ভিসটি ফ্রিতে প্রদান করে থাকে ।

আরও Benefits & Discounts:

  • edu mail এর মাধ্যমে একটি ইমেইল থেকে মাসে ১৫ হাজার ইমেইল পাঠানো যাবে ।
  • আর Microsoft DreamSpark fully free Access ( Microsoft DreamSpark with plenty of useful software)
  • Apple Music এ মাসে $4.99 ( Usually $10/month for normal customers)
  • তাছাড়া Camscanner, Grammarly-র মত platform এও free premium account পতে পারেন।

তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এডুকেশন মেইলের মাধ্যমে আপনারা কোন কোন সার্ভিস গুলো বিনামূল্যে এবং অল্প মূল্যে পেতে পারেন তার বিস্তারিত আর্টিকেল । যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ।

আর আপনারা পরবর্তীতে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়টি কমেন্টে উল্লেখ করুন । আমি যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের জানাতে । ধন্যবাদ সবাইকে ।

Leave a Comment