WHO এর পূর্ণরূপ কি?

WHO এর পূর্ণরূপ কি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে । যার সংক্ষিত নাম হলো – হু (WHO ) । তবে আমাদের মাঝে অনেকে জানি না যে WHO Full Form In Bengali. WHO এর পূর্ণরূপ কি? (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) World Health Organization । তারা আন্তর্জাতিক ভাবে জনস্বাস্থ্যের জন্য কাজ করছেন । 

 

সংস্থা টির প্রধান কাজ কি?

সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা ! শিশু, মহিলা এবং পুরুষদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য কাজ করা ! গরিব দেশ গুলো কে স্বাস্থ্য সাহায্য করা । প্রয়োজনীয় ওষধ ও ঠিকা গুলো সহজ লভ্য করা ! কঠিন রোগ গুলো ঠিকা ও ভ্যাকসিন সহজ লভ্য করে তোলা ! পুষ্টি, স্যানিটেশন ও মহিলা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ! 

 

আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য

 

১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের নাম কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব এর নাম কি?

উত্তরঃ টেডরস আধানম ঘেব্রেইয়েসুস ! (Tedros Adhanom director-general of the World Health Organization)

 

২ । বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?

উত্তরঃ প্রধান কার্যালয় জেনেভা, সুইজারল্যান্ড

Leave a Comment