50+ ঈদ মোবারক পিকচার 2024 । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

মুসলমানদের বড় দুটি উৎসব হলো ঈদ । ইদ শব্দ থেকে ঈদ শব্দটির উৎপত্তি হয় । ঈদ বলতে আমরা প্রধান ধর্মীয় উৎসব ২টা কে বুঝি একটি হল ঈদুল ফিতর (রমজান ঈদ) আর একটি হল ঈদুল আজহা (কোরবানী ঈদ) । এই দুটি উৎসবের জন্য আমাদের কে ১ বছর অপেক্ষা করতে হয় । প্রথমে আমাদের মাঝে আসে মাহে রমজান ১ মাস প্রায় ৩০ টি রোজা রাখার পর শাওয়াল মাসের ১ তারিখে আমরা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ পালন করে থাকি । এদিকে প্রতি বছর মাহে রমজান আমাদের জন্য নিয়ে আসে অনেক বড় উপহার । রমজান মাস আমাদের কে গর্হিত ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে, পূর্বের গুনাহ মাফের সুযোগ দেয় । এ মাসে ইবাদত করা অন্যান্য মাসের ইবাদত করার চেয়ে হাজার গুনের উত্তম । এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে । রমজান মাসে রোজাদারের উপহার আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে থাকেন । রমজান মাসে পবিত্রতম আর একটি রাত হলো লাইলাতুল কদর যা কিনা শবে কদর নামে বেশি পরিচিত আমাদের মাঝে । লাইলাতুল জায়জা‌ শব্দের অর্থ হলো পুরস্কার রজনী যা হলো ঈদের আগের রাত চাঁদ রাত নামে পরিচিত । আজকে আমরা ঈদুল ফিতর উপলক্ষে এই পোস্টে আপনাদের জন্য ঈদ মোবারক পিকচার 2024 ও ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা, ঈদের ছন্দ পিকচার, ঈদের শুভেচ্ছা কার্ড গুলো শেয়ার করবো ।

 

ঈদ মুবারক পিকচার | Eid Mubarak Picture | ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ

 

আপনি কি ঈদ মোবারক পিকচার কালেকশন গুলো ডাউনলোড করার জন্য আমাদের ব্লগ সাইটে প্রবেশ করেছেন? তাহলে আপনি আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন ২০২৪ সালের নতুন নতুন Eid Mubarak Picture 2024 । ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ কালেকশন গুলো । ঈদের দিন আল্লাহর বিধান অনুসারে আমার ঈদের মাঠে গিয়ে ২ রাকাত ঈদের নামাজ আদায় করি । অনেকে প্রশ্ন করে থাকে যে কখন থেকে ঈদের নামাজ আদায় করা যায় তাই না ফযরের নামাজ শেষ হওয়ার পর থেকে ঈদুল ফিতরের নামাজের সময় হয়ে থাকে । এছাড়াও আমরা ঈদের দিনে রমজান মাসের ভুলত্রুটির দূর করার জন্য অভাবী বা দুস্থদের কাছে ফিতরা প্রদান করে থাকি । এবছর বাংলাদেশে ফিতরা এর পরিমান নিদ্ধারণ করা করা হয়েছে সর্বনিম্ন ১১৫ টাকা তবে কেউ যদি ইচ্ছা করেন যে এর চেয়ে বেশি দিবেন তাতে কোন সমস্যা নেই । আপনি জানেন কি ফিতরা প্রদান করা ওয়াজিব । তবে ঈদের নামাজ আদায় করার আগে ফিতরা প্রদান করতে হয় । ফিতরার পরিমান নির্ধারণ করা হয় আটা, কিসমিস এর বাজার মূল্যের উপর । তবে আপনি দেখবেন যে এখনো গ্রামে আড়াই কেজি আটার বর্তমান বাজার মূল্যের উপর ফিতরা প্রদান করা হয় ।

eidul adha image 2024
eidul adha image 2024
EID ul Adha Pictures
EID ul Adha Pictures
ঈদ মোবারক ছবি
ঈদ মোবারক ছবি

 

ফিতরা কাকে প্রদান করা যাবে, আর কাকে প্রদান করা যাবে না

 

পরিবারের সকল সদস্যদের ফিতরা প্রদান করতে হবে । বাসার ক্রীতদাস এর ওপর মালিক কর্তৃক ফিতরা আদায়যোগ্য । তবে বাসার কাজের লোকদের ওপর ফিতরা আদায়যোগ্য নয় । আপনি চাইলে আপনার বাসার কাজের লোকদের ফিতরার টাকা প্রদান করতে পারবেন । সহজ ভাবে বলতে গেলে যাকাত পাওয়ার যোগ্য যারা তাদের কে আপনি ফিতরা প্রদান করতে পারবেন ।

 

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

 

আপনি কি রমজান ঈদের শুভেচ্ছা পিক 2024 এর কালেকশন গুলো খুঁজচ্ছেন? তাহলে আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন কোরবানী ঈদের এসএমএস, স্ট্যাটাস এবং ঈদ মোবারক ছন্দ গুলো । ঈদের আনন্দ বেশি দেখা যায় ছোট-ছোট সোনা মনিদের মাঝে নতুন জামা-কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাওয়া । ঈদের নামাজ পড়ার পর সকল আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে ঘুরতে যাওয়া । ঈদের সালামি ও ঈদ বোনাস প্রায় সব দেশেই রীতি আছে । ঈদের দিনে গরীব ধনীদের খাবার তালিকায় থাকে বিশেষ কালেকশন যেমন হলোঃ সেমাই, পোলাও, বিরিয়ানি, মুরগি গোশত, খাসির মাংস বা গরুর গোসত, কাবাব, রেজালা, চটপটি, দই, বোরহানি এবং সাথে মিষ্টি । এত সব আয়োজন হবে না বা কেন ঈদুল ফিতর হলো মুসলিমদের বৃহত্তম বাৎসরিক উৎসব । চেষ্টা করবেন আপনার আশে পাশের গরিব ও অসহায় মানুষদের সাথে আপনার ঈদের আনন্দ শেয়ার করতে । 

 

  • ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।
  • টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।
  • ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।
  • থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।
  • বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।

 

  • বাকা চাঁদের হাসিতে,
  • দাওয়াত দিলাম আসিতে,
  • আসতে যদি না পারও
  • ঈদ মোবারক গ্রহন কর..
  • ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message

 

  • হাঁসের ডিম মুরগির ডিম
  • “দেখা হবে ঈদের দিন”
  • ঈদ মোবারক

 

  • সারাদিন ছিলাম বিজি
  • এখন আমি ইজি
  • এড্রেস দাও তাড়াতাড়ি
  • কালকে যাবো তোমার বাড়ি

 

চলুন জেনে নেই রমজান মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও মনোযোগ গুলোঃ

১.তারাবী, ২.হইতিকাফ, ৩.লাইলাতুল-কদর, ৪.জুমু’আহ-তুল-বিদা, ৫.ঈদুল ফিতর, ৬.লাইলাতুল জাইজা ।

ঈদ মোবারক শুভেচ্ছা বাণী
ঈদ মোবারক শুভেচ্ছা বাণী
ঈদ মোবারক শুভেচ্ছা
ঈদ মোবারক শুভেচ্ছা
ঈদ মোবারক পিকচার ২০২৪
ঈদ মোবারক পিকচার ২০২৪
ঈদ মোবারক ছবি download
ঈদ মোবারক ছবি download
ঈদ মোবারক ছবি 2024
ঈদ মোবারক ছবি 2024
ঈদ মোবারক ছবি
ঈদ মোবারক ছবি
ঈদ মুবারাক ছবি 2024
ঈদ মুবারাক ছবি 2024
ঈদ মোবারক ছবি
ঈদ মোবারক ছবি
ঈদের পিকচার ২০২৪
ঈদের পিকচার ২০২৪

Leave a Comment