ঈদের ছন্দ পিকচার ও স্ট্যাটাস ২০২৪ । Eid Mubarak Bangla SMS, Wishes

Eid Mubarak Bangla SMS, Wishes

 

ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ! সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক । মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা । প্রতি বছর ঘুরে মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের ঈদ । এক মাস রোজা থাকার পরে ঈদের নামাজ আদাই করার মাধ্যমে আমরা উদযাপন করি ঈদের আনন্দ । তাই ত ঈদ কে নিয়ে থাকে বিভিন্ন আয়োজন ও পরিকল্পনার । শুধু মাএ বছরের ২ টি ঈদের দিনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা ও দেখা করা হয় নানা কাজের ব্যস্ততার মাঝে । এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা যায় ঈদের জমজমাট আমেজ । বর্তমান সময়টা হলো তর্থ্য ও যোগাযোগ এর যুগ তাই ভার্চুয়াল জগতের এখন মানুষ বেশি সময় ব্যয় করে থাকেন । তাই আমরা সোশ্যাল যোগাযোগ মাধ্যমের বন্ধুদের জন্য নিয়ে হাজির হয়েছি ঈদের ছন্দ পিকচার ও স্ট্যাটাস ২০২৪ এর কালেকশন গুলো । 

এছাড়াও আপনি কি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের বাংলা এসএমএস কিংবা নতুন ঈদের পিকচার খুঁজছেন? তাহলে আপনি বর্তমানে সঠিক স্থানে অবস্থান করছেন । কেননা আমরা এই পোস্টে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ঈদের ছন্দ পিকচার, শুভেচ্ছা এসএমএস এবং ওয়ালপেপার কালেকশন নিয়ে । তাই আর দেরি না করে এখনি একটি একটি করে চেক করুন । 

 

ঈদের ছন্দ, এসএমএস, মেসেজ ও স্ট্যাটাস

 

  • রোজা আমায় বলল হেসে,
  • বিদায় আমার খুব কাছে,
  • কষ্ট দিয়েছি অনেক দিন,
  • কিভাবে মিটাবো সেই ঋণ ?
  • তাইতো দিলাম ঈদের দিন ।
  • আনন্দ করো সারাদিন,
  • সুখে থাকো প্রতিদিন,
  • দেখা হবে কিয়ামতের দিন ।

 

  • ঈদের দাওয়াত তোমার তরে,
  • আসবে তুমি আমার ঘরে।
  • কবুল করো আমার দাওয়াত,
  • না করলে পাবো আঘাত।
  • তখন কিন্ত দেবো আড়ি,
  • যাবো না আর তোমার বাড়ী।
  • সবাইকে ঈদ মোবারক !

 

  • ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
  • তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
  • তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
  • ঈদ মোবারক।

 

  • বলছি আমি তোমার কথা,
  • ঈদে থাকবে নাকো মনের ব্যথা।
  • আমার জীবনে অনেক চাওয়া,
  • ঈদ থেকে সব পাওয়া,
  • ঈদের প্রতি তাই এত্ত ভালবাসা ।
  • ঈদ মোবারক।

 

  • আজ দুঃখ ভুলার দিন,
  • আজ মন হবে যে রঙিন।
  • আজ প্রান খুলে শুধু গান হবে।
  • আজ সুখ হবে সীমাহীন।
  • তার একটাই কারণ,
  • আজ যে ঈদের দিন।
  • ঈদ মোবারক!

 

  • আকাশে উঠেছে নতুন চাঁদ,
  • দিলাম তোমায় ইদের দাওয়াত,
  • দাওয়াত দিলাম আসবে বলে,
  • না আসলে আনবো ধরে,
  • তাতেও যদি না আসতে চাও,
  • এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।

 

eid mubarak photo download
eid mubarak photo download
eid mubarak Pic Images
eid mubarak Pic Images
ঈদের ছন্দ
ঈদের ছন্দ
ঈদের ছন্দ ছবি
ঈদের ছন্দ ছবি
ঈদের ছন্দ পিকচার
ঈদের ছন্দ পিকচার
ঈদের নতুন ছন্দ
ঈদের নতুন ছন্দ
বাংলায় ঈদের ছন্দ এসএমএস
বাংলায় ঈদের ছন্দ এসএমএস

Leave a Comment