Eid Mubarak Bangla SMS, Wishes
ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ! সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক । মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা । প্রতি বছর ঘুরে মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের ঈদ । এক মাস রোজা থাকার পরে ঈদের নামাজ আদাই করার মাধ্যমে আমরা উদযাপন করি ঈদের আনন্দ । তাই ত ঈদ কে নিয়ে থাকে বিভিন্ন আয়োজন ও পরিকল্পনার । শুধু মাএ বছরের ২ টি ঈদের দিনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা ও দেখা করা হয় নানা কাজের ব্যস্ততার মাঝে । এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা যায় ঈদের জমজমাট আমেজ । বর্তমান সময়টা হলো তর্থ্য ও যোগাযোগ এর যুগ তাই ভার্চুয়াল জগতের এখন মানুষ বেশি সময় ব্যয় করে থাকেন । তাই আমরা সোশ্যাল যোগাযোগ মাধ্যমের বন্ধুদের জন্য নিয়ে হাজির হয়েছি ঈদের ছন্দ পিকচার ও স্ট্যাটাস ২০২৪ এর কালেকশন গুলো ।
এছাড়াও আপনি কি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের বাংলা এসএমএস কিংবা নতুন ঈদের পিকচার খুঁজছেন? তাহলে আপনি বর্তমানে সঠিক স্থানে অবস্থান করছেন । কেননা আমরা এই পোস্টে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ঈদের ছন্দ পিকচার, শুভেচ্ছা এসএমএস এবং ওয়ালপেপার কালেকশন নিয়ে । তাই আর দেরি না করে এখনি একটি একটি করে চেক করুন ।
ঈদের ছন্দ, এসএমএস, মেসেজ ও স্ট্যাটাস
- রোজা আমায় বলল হেসে,
- বিদায় আমার খুব কাছে,
- কষ্ট দিয়েছি অনেক দিন,
- কিভাবে মিটাবো সেই ঋণ ?
- তাইতো দিলাম ঈদের দিন ।
- আনন্দ করো সারাদিন,
- সুখে থাকো প্রতিদিন,
- দেখা হবে কিয়ামতের দিন ।
- ঈদের দাওয়াত তোমার তরে,
- আসবে তুমি আমার ঘরে।
- কবুল করো আমার দাওয়াত,
- না করলে পাবো আঘাত।
- তখন কিন্ত দেবো আড়ি,
- যাবো না আর তোমার বাড়ী।
- সবাইকে ঈদ মোবারক !
- ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
- তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
- তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
- ঈদ মোবারক।
- বলছি আমি তোমার কথা,
- ঈদে থাকবে নাকো মনের ব্যথা।
- আমার জীবনে অনেক চাওয়া,
- ঈদ থেকে সব পাওয়া,
- ঈদের প্রতি তাই এত্ত ভালবাসা ।
- ঈদ মোবারক।
- আজ দুঃখ ভুলার দিন,
- আজ মন হবে যে রঙিন।
- আজ প্রান খুলে শুধু গান হবে।
- আজ সুখ হবে সীমাহীন।
- তার একটাই কারণ,
- আজ যে ঈদের দিন।
- ঈদ মোবারক!
- আকাশে উঠেছে নতুন চাঁদ,
- দিলাম তোমায় ইদের দাওয়াত,
- দাওয়াত দিলাম আসবে বলে,
- না আসলে আনবো ধরে,
- তাতেও যদি না আসতে চাও,
- এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।