মাহে রমজানের শুভেচ্ছা । Happy Ramadan Mubarak Wishes

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান! সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা । মহান আল্লাহ সবাইকে ৩০ টি রোজা রাখার তৌফিক দান করুন ( আমিন) । রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক, ইসলাম ধর্মে বাকি ১১ টি মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব অনেক বলা রয়েছে । রমজান মাসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে প্রথম ১০ দিন হলো রহমতের মাস, আর মধ্যখানের ১০ দিন হলো মাগফিরাতের ও বাকি ১০ দিন হলো নাজাতের । রমজান মাস হলো গুনাহ মাফের সেরা সময় । আল্লাহ কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে বাকি ১১ টি মাস ভালো ভাবে চলার জন্য । এছাড়া রমজান মাসে আল কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে । কোরআন ও হাদিসে বর্ণনা করা আছে যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না সেই ব্যাক্তির মত হতভাগা আর কেউ নেই । রমজান মাসে শুধু নিজের পরিবারের জন্য ব্যয় করলে হবে না পাড়া প্রতিবেশীর গরিব দুঃখীদের ও খোঁজ খবর নিতে হবে । আসুন সকলে রমজানের পবিত্রতা বজায় রাখি । আজকের এই ব্লগ পোস্টে আপনাদের জন্য থাকছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা, রমজানের ছবি, পিকচার ও রমজানের স্ট্যাটাস, রমজান হাদিস বা উক্তি কালেকশন গুলো ।

 

মাহে রমজানের শুভেচ্ছা বার্তা

 

হ্যালো বন্ধুরা আপনি কি মাহে রমজানুল মোবারক শুভেচ্ছা বার্তা গুলো অনলাইনে খোঁজ করছেন? ফেসবুক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো শেয়ার করার জন্য? তাহলে আপনি আমাদের এই ব্লগ পোস্টে পাচ্ছেন শুভ রমজান মোবারক এর বাংলা এসএমএস ও শুভেচ্ছা বার্তা গুলো এছাড়ও আরো পাচ্ছেন রমজানের ফেসবুক স্ট্যাটাস কালেকশন গুলো । আশা করি আপনাদের উক্ত বার্তা ও রমজানের পিক গুলো ভালো লাগবে । 

 

০১ । আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ( খোশ আমদেদ মাহে রমজান ) ।

 

০২ । আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।

 

০৩। রমজান কে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি । তাই সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ।

 

০৪ । রমজান মাসে ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকেন । ( আল হাদিস)

 

০৫ । মহান আল্লাহ তায়ালা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিবো । রাসূল (সাঃ) বলেন ধ্বংস তা জন্য যে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না ।

 

০৬ । আল্লাহ রাব্বুল আলামীন বলেন যেঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, সে যেন রোজা রাখে । (সূরা বাক্কারাঃ১৮৫)

 

০৭ । গরিব দুঃখীদের কষ্ট বুঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাসটি হলো রমজান মাস ।

 

০৮ । পবিত্র রমজান মাসের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।

 

০৯ ।  আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার এবং রোজার মাসে সব আমল সঠিক ভাবে করার তোউফিক দান করুন, আমীন ।

 

১০ । রমজান মাসে আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আমীন ।

 

 

রমজানের হাদিস বাণী ও উক্তি

 

 

যেহেতু রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে তাই রমজান নিয়ে আমাদের মাঝে নানা রকমের প্রশ্ন ও উত্তর ঘোরপাক খাচ্ছে তাই না । এই জন মুসলিম হিসাবে আমাদের সকলের রমজানের সঠিক হাদিস বাণী ও উক্তি গুলো জানা খুবে প্রয়োজন । আপনাদের জন্য এখানে বেশি কিছু গুরুত্বপূর্ণ হাদিস তালিকা অনুসারে প্রদান করা হলো । আপনি চাইলে উক্ত হাদিস ও বাণী গুলো ফেসবুকে স্ট্যাটাস হিসাবে অথবা রমজানের শুভেচ্ছা বার্তা হিসেবে সকলের সাথে শেয়ার করতে পারবেন । 

 

 

০১ । রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত (আল হাদিস)

 

০২ । রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় (আল হাদিস)

 

০৩ । রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয় (আল হাদিস)

 

০৪ । মক্কার একটি রোজা অন্য জায়গার হাজার রোজার অপেক্ষা শ্রেষ্ঠ।’’[হাদিস নং ২০]

 

০৫ । ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন (আল হাদিস)

 

০৬ । রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে (আল হাদিস)

 

০৭ । রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন (আল হাদিস)

 

০৮ । রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ (আল হাদিস)

 

০৯ । রমাযান মাসের একটি তসবীহ অন্য মাসের হাজার তসবীহ অপেক্ষা শ্রেষ্ঠ।’’[হাদিস নং ১৬]

 

১০ । রোজার মাধ্যমে, আচারআচরণ  চরিত্র সুন্দর হয়, – (আল হাদিস)

 

মাহে-রমজানের-ছবি

মাহে রমজান পিক
মাহে রমজান পিক
মাহে রমজান পিকচার
মাহে রমজান পিকচার
মাহে রমজান ইমেজ
মাহে রমজান ইমেজ
মাহে রমজান ছবি
মাহে রমজান ছবি
মাহে রমজানের শুভেচ্ছা ছবি
মাহে রমজানের শুভেচ্ছা ছবি

 

Leave a Comment