Table of Contents
শবে বরাতের ফজিলত ও গুরুত্ব
সবাইকে জানাই আমাদের ব্লগ ওয়েবসাইটের পক্ষ থেকে Shab E Barat Mubarak / শবে বরাত মোবারক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা । আমাদের মাঝে একটা প্রশ্ন বেশি ছিল যে শবে বরাত কবে ২০২৪? সকল মুসলিম ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শবে বরাত বা লাইলাতুল বরাত এর রাত । আমরা সকলে কম বেশি জানি যে শাবান মাসের ১৪ থেকে ১৫ তারিখের মাঝে লাইলাতুল বরাত বা Shab E Barat পালিত হয় । যদিও বা উপমহাদেশ গুলোতে লাইলাতুল বরাত কে শবে বরাত বলা হয় । সকল মুসলিম নর -নারীর জন্য এই রাতটি খুব ফজিলতপূর্ণ । এই রাতে একজন মুমিন ব্যক্তি যদি তার ভুল শিকার করে এবং আর কোন দিন উক্ত কাজ না করে তাহলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন । এই রাতে নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত উদযাপন করা হয় ।
এক কথা যদি বলি শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব কি তাহলে বলতে হয় মুক্তির রাত (ক্ষমা প্রার্থণা বোঝানো হয়) । আজকের এই রাতে আপনি বিভিন্ন নফল ইবাদত এর মাধ্যমে পালন করতে পারবেন । বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে । নিশ্চয় আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিন্তু বাকি জীবনটা চেষ্টা করতে হবে নবী ও রাসুলের দেখানো পথ অনুসারে চলার । আপনারা যারা Shab E Barat Images Download করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে কিন্তু ভালো মানের শবে বরাতের ছবি ও পিকচার খুজেঁ পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে আসলাম পবিত্র শবে বরাত উপলক্ষে বেশ কিছু ইসলামিক পিক ও ছবি কালেকশন । আশা করা যায় আমাদের উক্ত Shab E Barat Pics Statuses/wishes for Whatsapp, Facebook কালেকশন গুলো আপনাদের ভালোলাগবে । ভালো লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না ।
২০২৪ সালের শবে বরাত কত তারিখে
শাবান মাসের ১৪ থেকে ১৫ তারিখের মাঝে সাধারণত লাইলাতুল বরাত বা প্রবিত্র শবে বরাত পালন করা হয় । আমরা বর্তমানে ইংরেজি মাসের সাথে বেশি পরিচিত থাকার ফলে আরবি মাসের সাথে তেমন একটা পরিচিত না । অনেকের মাঝে একটা প্রশ্ন পাওয়া যায় যে শবে বরাত কত তারিখ বা তারিখে । ২০২৪ সালের শবে বরাত রাত হলো ০৮ মার্চ সন্ধ্যায় শুরু হবে এবং ০৯ মার্চ সন্ধ্যায় শেষ হবে ইনশাআল্লাহ ।
শবে বরাতের রোজা কয়টি
শবে বরাতের রোজা কয়টি রাখতে হয় ? বিভিন্ন সহীহ হাদীসের বর্ণনা অনুসারে বর্ণিত আছে যে হযরত মুহাম্মদ (সাঃ) এ মাসে বেশি বেশি নফল রোযা পালন করতেন । আরো হাদিসে আছে যে তার কাছে এই মাসে রোজা ছিল সব থেকে প্রিয় । প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এই মাসের ১৫ তারিখ পর্যন্ত রোজা রাখতেন আবার কখনো কখনো পুরো মাস রোজা রাখতেন ।
রোজা রাখা নিয়ে নবীকে প্রশ্ন করা হলো তিনি বলেন যে ‘‘এ মাসে রাব্বুল আলামীনের কাছে মানুষের কর্ম উঠানো হয় । আর আমি ভালবাসি যে, আমার রোযা রাখা অবস্থায় আমার আমল উঠানো হোক।” — (নাসাঈ, আস-সুনান ৪/২০১; আলবানী, সহীহুত তারগীব ১/২৪৭।
তবে বিভিন্ন হাদিসের অনুসারে হযরত মুহাম্মদ (সাঃ) প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনদিন তিনটি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন।
শবে বরাতের পিকচার
ধর্ম প্রান ভাই ও বোন আছেন যারা অন্যদের সবার আগে ইসলামিক খবর ও শুভেচ্ছা বার্তা গুলো প্রেরণ করে থাকে । তাছাড়া অনেক ভাই ও বোনেরা পবিত্র শবে বরাত উপলক্ষে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল গুলোতে Shab E Barat Pictures গুলো প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করে থাকে এছাড়াও ফেসবুক স্ট্যাটাস হিসাবে ও ব্যবহার করে থাকে । অনেকে আমার প্রিয় মানুষগুলোর সাথে শবে বরাতের শুভেচ্ছা পিকচার গুলো শেয়ার করে থাকে । আমাদের যে সকল পাঠ করা শবে বরাতের পিক ও ছবি গুলো ফোনে ডাউনলোড করার জন্য ইন্টারনেট খোঁজ খবর করছেন তাদেরকে জানাই এখানে থেকে আপনি খুব সহজে Shab E Barat Mubarak Images, HD Wallpaper, ও Messages গুলো সংগ্রহ করতে পারবেন ।
শবে বরাত নামাজ কত রাকাত
শবে বরাতের নফল নামাজ ২ রাকাত ২ রাকাত করে যত খুশি পড়া যায় । সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ । এই ভাবে ২ রাকাত ২ রাকাত করে কমপক্ষে ১২ রাকাত পযর্ন্ত নামাজ আদায় করা উত্তম । প্রতি ৪ রাকাত নামাজের পর তাসবিহ-তাহলীল তেলাওয়াত করে মহান আল্লাহর নিকট দোওয়া কামনা করা অতি উত্তম।
শবে বরাত নামাজের নিয়ম
আরবিতে নামাজের নিয়তঃ
নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলাতে নামাজের নিয়তঃ
আমি ক্বিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে বরাতের দু‘রাক‘আত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার।
নফল ২ রাকাত ২ রাকাত করে ৪ রাকাত নামাজের পর তাসবিহ তাহলীর আদায় করা । এই ভাবে আপনার যত খুশি সালাত আদায় করতে পারবেন ।