শবে কদরের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও দোয়া ও আমল

আসসালামু আলাইকুম ! সবাইকে জানাই পবিত্র লাইলাতুল কদর এর শুভেচ্ছা । ফার্সি শব্দ থেকে শবে কদর এবং আরবি শব্দ থেকে এসেছে লাইলাতুল কদর । শবে  কদর বা লাইলাতুল কদর এর বাংলা অর্থ কি আপনি জানেন কি? লাইলাতুল এর অর্থ হলোঃ রাত্রি বা রজনী এবং কদর এর বাংলা অর্থ হলোঃ সম্মান, মর্যাদা, মহাসম্মান । এছাড়া ও ইসলাম ধর্মের শবে কদর এর রাতে হযরত মোহাম্মদ (সঃ) এর উম্মতদের ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা হয় । আল্লাহতালা কদর এর রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন । শবে কদরের রাতে ইবাদত হাজার বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় । রমজান মাসের শেষ ১০ বেজোড় রাত গুলো শবে কদরের নামাজ আদায় করা হয় । তবে অনেকে মনে করেন ২৭ শে রমজান শবে কদর এর রাত্রি । আজকের এই ইসলামিক পোস্টে আপনি দেখতে পাবেন পবিত্র শবে কদরের শুভেচ্ছা বার্তা, শবে কদরের ছবি ও পিকচার, স্ট্যাটাস, দোয়া ও আমল গুলো ।

 

লাইলাতুল কদর কবে?

 

যদি শবে কদর কবে এ নিয়ে ইসলামী চিন্তাবিদদের দ্বিমত রয়েছে । তবে রমজান মাসের শেষ ১০ টি রমজানের যে কোন বিজোড় রাতে কদর হতে পারে । তবে বেশি ভাগ আলেমদের মতে ২৬ রমজানের রাতটি হলো পবিত্র লাইলাতুল কদর এর রাত । শবে কদর কবে ২০২৪ বাংলাদেশ কত তারিখে ? বাংলাদেশ সময় ৬ এপ্রিল রোজ শনিবার দিবাগত রাতে পালিত হবে ।

 

লাইলাতুল কদরের ফজিলত

 

শবে কদরের গুরুত্ব ও ফজিলত অপরিসীম । সূরা কদর উল্লেখ আছে যে কদরের রাত হাজার মাসের চেয়েও অধিকতর উত্তম । সারা রাত ইবাদত এর মাধ্যমে মুসলিমরা মহান আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার জন্য আবেদন করেন । লাইলাতুল কদরের রাত সম্পর্কে বিশ্ব হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন যে যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তাঁর পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন । এছাড়াও আর একটি হাদিসে বর্ণনা করা আছে যে এই রজনীতে যে সারা রাত ইবাদত এর মাধ্যমে অতিবাহিত করবেন তার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন আল্লাহ । শবে কদরে রাতে মহান গ্রন্থ ‘আল-কোরআন’ অবতীর্ণ হয়েছে সূরা আলাক্বের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় ।

 

শবে কদর নামাজের নিয়ম

 

শবে কদরের রাতের নামাজ হলো নফল । আপনি এশার নামাজ আদায় করার পর ২ রাকাত ২ রাকাত করে যত খুশি সালাত আদায় করতে পারবেন । তবে চেষ্টা করবেন সুন্দর করে এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করার ।

শবে কদরের নামাজের আরবি নিয়ত হলোঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতুল কদর-নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার ।

আপনি আরবিতে নিয়ত করতে না পারলে বাংলাতে নিয়ত করতে পারবেনঃ– আমি ক্বিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের দু‘রাক‘আত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার ।

যেহেতু এই রাতের গুরুত্ব অনেক তাই আপনি বেশি বেশি করে ইস্তেগফার ও দরুদ পড়ে আল্লাহর কাছে পূর্বের গুনাহ মাফ এর জন্য আবেদন করা ।

 

শবে কদরের নামাজ কত রাকাত?

 

আপনি ২ রাকাত ২ রাকাত করে যত খুশি নামাজ আদয় করতে পারবেন সারা রাত ।

 

শবে কদরের শুভেচ্ছা বার্তা

 

আপনি কি ভাবছেন আপনি পবিত্র লাইলাতুল কদরের রাতে আপনার প্রিয় জনদের ও সামাজিক যোগাযোগ মার্ধ্যমের বন্ধুদের শবে কদরের শুভেচ্ছা বার্তা প্রেরণ করবেন? তাহলে আপনি আমাদের এই ব্লগ পোস্টে দেখতে পাবেন বেশি কিছু ইসলামিক শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস কালেকশন । আমাদের এখান থেকে আপনার পছন্দ মত শবে কদরের শুভেচ্ছা এসএমএস গুলো কপি করে নিয়ে সবার সাথে শেয়ার করতে পারবেন ।

 

আজ পবিএ শবে কদর রাত,

হে আল্লাহ এই পবিএ রাতে,

আমাদের সবাইকে ক্ষমা করে দাও ।

(আমিন)

 

 

হে আল্লাহ শবে কদরে,

তুমি যাদেরকে ক্ষমা করে দেবে,

তাদের সাথে আমাকেও ক্ষমা করে দিও ।

(আমিন)

 

আজ পবিএ শবে কদর এর রাত,

ভাগ্যের রজনিতে দোয়া চাই সবার কাছে ।

 

আজ ক্ষমার রাত,

আল্লাহ সবাইকে মাফ করে দাও ।

 

হে আল্লাহ,

আমাদের সকল গুনাহ মাফ করে দাও

(আমিন)

 

 

শবে কদরের ছবি

 

আমাদের এই ওয়েব সাইটে আপনি দেখতে পাবেন নতুন নতুন সব ইসলামিক ছবি ও পিকচার কালেকশন গুলো । যা কিনা আপনি ডাউনলোড করে নিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারবেন । এখানকার শবে কদরের ছবি ও পিকচার গুলো এইচডি হওয়ার কারণে আপনি নানা কাজে ব্যবহার করতে পারবেন । যেমন হলো বন্ধুদের সাথে শুভেচ্ছা ছবি শেয়ার করতে পারবেন । সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শবে কদরের লেখা পিকচার ও ইসলামিক ছবি গুলো পোস্টে করতে পারবেন ।

islamic kotha pic
islamic kotha pic
Islamic Picture
Islamic Picture
islamic picture bangla hd
islamic picture bangla hd
Shab E Qadr Images
Shab E Qadr Images
লাইলাতুল কদর ছবি
লাইলাতুল কদর ছবি
শবে কদর পিক
শবে কদর পিক

Leave a Comment