রিদয় মাঝারে রেখেছি তোমারে লিরিক্স lyric/Hridoy Majare lyrics
রিদয় মাঝারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি টি মনটা জুড়ে
এ দুটি চোখে তোর সপ্ন জমেছে
অশান্ত এ মন ছুটে যায় তরি কাছে
আমার মনে অকারণে তুমি দিওয়া জ্বালা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তোমায় পেলে এ জীবেনে আর তো কিছু চাই না
সারা জীবন থাকব পাশে তোমায় ছেড়ে যাব না
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পরেছি
প্রেমে পরে ভালোবেসে হাভুডুভু খেয়েছি
ভালোবাসি তোমাকে মিশে থাকও আমাতে
ছেড়ে যাব না কোনোদিন এই আমি তোমাকে
আমি তোমায় ভালোবাসি নিজের থেকে অনেক বেশি
আমি পাগল হয়ে গেছি দেখে তর মায়াবী হাসি
রাত জাগা পাখি হয়ে দেখি কতো কল্পনা
আমার রিদয়ের গভীর থেকে একেছি কতো আলপনা
তুমি আমার সাধনা দিওনা আর যন্ত্রণা
এ রিদয়ে আছো তুমি করো না গ ছলনা
তুমি শুধু আছো আমার এই মন জুড়ে
যেওনা না গ কোনোদিন আমার থেকে দূরে
মনে পরে তোমার হাসি যেটা অনেক ভালোবাসি
ভালোবেসে তোমার কাছে বার-বার আমি ছুটে আসি
সারা জীবন দেখবো আমি তোমার ঐ হাসি
এস ডি সাইফুল আমি তোমায় অনেক ভালোবাসি
আমার মনে অকারণে তুমি দিওয়া জ্বালা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তোমায় পেলে এ জীবেনে আর তো কিছু চাই না
সারা জীবন থাকব পাশে তোমায় ছেড়ে যাব না
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
প্রথম সে দেখা তারপর ভালো লাগা
আমার মনের আবেগে তোমায় ভালোবাসা
তোমায় নিয়ে ডেলি দেখি কতো রঙ্গিন আশা
কেনো বুঝো না গ আমার অবুঝ ভালোবাসা
মনের আকাশটা জুড়ে আছো তুমি যে দিলমে
আমি মের যেতে পারি তোমার মুখ চেয়ে
কি চোখের পরশ আছে তোমার ঐ ছোয়াতে
ফারাবিতানের ফয়েজ আমি পরে আমি তর মায়াতে
এ মেয়ে ললনা তুমি কেনো বুঝো না
তোমায় আমি ভালোবাসি কেনো করো ছলনা
পথ চেয়ে বসে থাকি অবেলায় আমি তোমার
তুমি ছাড়া কিছু নেই এই দুনিয়ায় আমার
সারা জীবন চাই তোমায় স্বরনে ও মরনে
তুমি ছাড়া কিছু নেই আমার এই ভুবনে
অনেক বেশি ভালোবাসি তোমায় জানো কি
No Sorry, No Thanks, Love For Me
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
মেহু তেরা আশিকী কাজল মেরে জিন্দেগী
সাবকুচ ওয়াদা কারলিয়া তুমছে পেয়ার কারুঙ্গি
আরো দেখুনঃ Girlfriend Futur Banaiche lyrics | গার্লফ্রেন্ড ফুতুর বানাইছে লিরিক্স | Band Ghuri | Bangla New song lyrics
Song: Hridoy Majare ( হৃদয় মাজারে )
Singer: Radoyan Tamim Hridoy
Lyrics & Tune: Radoyan Tamim Hridoy
Music: Tanzil Hasan
Ridoy Majare Hridoy Majhare Hridoy Majere Riday Majare Ridoy Majar Redoy Majare Reday Majare
রিদয় মাঝারে, রিদয় মাজারে. The only one correct it’s Hridoy Majare.
#HridoyMajare #RadoyanTamimHridoy #Song2021