গৃহপালিত প্রাণী বিড়াল । বিড়ালের পিকচার ও ছবি । Cat Photo

আজকের এই ব্লগ পোস্টে শেয়ার করবো আমরা আপনাদের মাঝে বিড়ালের পিকচার ও ছবি কালেকশন । সাথে আরো থাকছে বিড়ালের উপকারিতা ও বিড়ালের নাম, বিড়ালের বাচ্চার পিকচার, খাবার থেকে শুরু করে বিড়ালের ড়াক, জাত ইত্যাদি । আর বিড়াল পালনের উপকারিতা ইত্যাদি, তাহলে শুরু করা যাক আজকের বিড়াল বিষয়ক পোস্টটি । 

 

বিড়ালের পিকচার

 

প্রথমে বিড়াল প্রেমীদের জন্য এই পোস্ট শুরু করার আগে শেয়ার করতে চাইছি । বিড়ালের উন্নত জাতের কিছু পিকচার ও “পরিচ্চার” উপায় । আমরা অনেক এই ঠান্ডা স্বভাবের গৃহপালিত প্রাণী বিড়াল ভালোবাসি ও অনেক পছন্দ করি । আমার মতে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি বিড়াল পালতে ভালোবাসে । আপনি একটি নতুন বিড়াল পালন করতে চাইছেন! কিন্তু আপনি কোন জাতের বিড়াল পালন করবেন সেটা ঠিক করতে পারছেন না । আমরা আপনাকে আজকে এই বিষয়ে সাহায্য করবো আপনাকে । আমাদের এই পোস্টে আপনি দেখতে পাবেন উন্নত সব জাতের বিড়ালের ছবি ও পিকচার । 

আরো পড়ুনঃ শিউলি ফুলের ছবি ও ‍পিকচার ডাউনলোড | Shiuli full Picture 

 

বিড়ালের উপকারিতা

 

আমার মতে কেউ বিড়াল ‍উপকারের জন্য পালন করে না । মানুষের বিড়ালের প্রতি রয়েছে ভালোবাসা ও ভালোলাগা । তবে বিড়াল আমাদের নানা রকম উপকারে আসে এটা হতে পারে পরোক্ষ ভাবে অথবা প্রত্যক্ষ ভাবে । আবার ঠিক আপনার একটু অসাবধানতা আপনার জন্য বিড়াল বিপদের কারণ ও হতে পারে তাই । প্রথম দিক থেকে আপনাকে একটু বেশি নজর রাখতে হবে । তবে আপনি যদি তাকে ছোটবেলা থেকে লালন পালন করেন তাহলে আপনার তেমন কোন সমস্যা হবার কথা না । তাও যদি ভুল করেও কোন প্রকার বিড়াল থেকে আঘাত পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না ।

  • হৃদরোগের ঝুঁকি কমবে ।
  • মিউ মিউ ধ্বনি থেরাপি ন্যায় কাজ করেরিতা ।
  • ভালো ঘুম হবে ।
  • নারীরা আকৃষ্ট হবে ।
  • রাগ ও উদ্বেগ কমাবে ।
  • শিশুর অ্যালার্জি হবার ঝুঁকি কম ।
  • পরিবেশের জন্যও ভালো ।
  • ব্যক্তি স্মার্ট হয় ।
  • বিভিন্ন ধরণের অপশক্তি দূর করে ।
  • সময় কাটানোর সঙ্গী ।
  • বিড়ালের খাবার

 

বিড়ালের খাবারের তেমন কোন সমস্যা হয় না এটি সাধারণত বাসা বাড়ির খাবার খেয়ে বেচে থাকে । তবে আপনি চাইলে তাকে খাবারে দিকে একটু বেশি নজর রাখতে পারেন । বাজার থেকে ক্যাট ফুড ক্রয় করেও খাওয়াতে পারেন । আপনার বাসাতে থাকা খাবার গুলো খাওয়াতে পারেন কোন সমস্যা হবে না । তবে মাঝে মাঝে প্রাণী ডাক্তার দেখাতে পারেন তার স্বাস্থ্য ঠিক রাখতে । 

 

বিড়ালের ডাক

 

বিড়াল এর ডাক আপনার কেমন লাগে বলতে পারেন আপনি যদি নিজে বিডাল পালন করেন তাহলে আপনার এই ডাকটি অনেক ভালোলাগবে । আর আপনি যদি কোন দিনও বিড়াল না পালন  করেন তাহলে আপনার জন্য এটি হবে একটি বিরাট সমস্যা । 

 

বিড়ালের জাতের নাম

 

বিড়াল অনেক জাতের হয়ে থাকে যেমন হলোঃ আমেরিকান কার্ল, আমেরিকান ববটেইল, বারমিল্লা, হাইল্যান্ডার, জাপানিজ ববটেইল, কোরিয়ান ববটেইল, কুরিলিয়ান ববটেইল বা কুরিল দ্বীপের ববটেইল, ম্যাঙ্কক্স, স্কটিশ ফোল্ড,মিনস্কিন, এ্যাবিসিনিয়ান, আমেরিকান শর্টহেয়ার, এ্যারাবিয়ান মাউ, অস্ট্রেলিয়ান মিষ্ট, এশিয়ান, বেঙ্গল, বোম্বে, ব্রাজিলিয়ান শর্টহেয়ার, ব্রিটিশ শর্টহেয়ার, বার্মিজ, ক্যালিফোর্নিয়া স্প্যাঙ্গেলড, চার্ট্রাক্স, চিউজি, চিটোহ, কালারপয়েন্ট শর্টহেয়ার, ড্রাগন লি । 

 

American Shorthair
American Shorthair
Brown Varient Asian Cat
Brown Varient Asian Cat
Gustav chocolate
Gustav chocolate
আমেরিকান কার্ল
আমেরিকান কার্ল
আমেরিকান ববটেইল
আমেরিকান ববটেইল
বিড়ালের ছবি
বিড়ালের ছবি
বিড়ালের ছবি
বিড়ালের ছবি
বিড়ালের পিক
বিড়ালের পিক
বিড়ালের পিকচার
বিড়ালের পিকচার
বিড়ালের ফটো
বিড়ালের ফটো
বিড়ালের বাচ্চা
বিড়ালের বাচ্চা
cat goodafternoon image
cat goodafternoon image

Leave a Comment