ল্যাকটোজেন ১ খাওয়ানোর নিয়মঃ ল্যাকটোজেন ১ হলো জনপ্রিয় একটি ইনফ্যান্ট ফর্মুলা যে সকল শিশুরা জন্মের পর থেকে সঠিক ভাবে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত সেই সকল বাবুদের জন্য ল্যাকটোজেন ১ হলো মিক্ল বেইজড ইনফ্যান্ট ফর্মুলা । বাজারে আপনি শিশুর বয়স অনুসারে দেখতে পাবেন ল্যাকটোজেন ১, ২, ৩ । তবে মায়ের দুধের বিকল্প কোন কিছু নেই, জন্মের পর থেকে ০৬ মাস বয়স পর্যন্ত ল্যাকটোজেন ১ আপনি আপনার শিশুকে খাওয়াতে পারেন । ল্যাকটোজেন এ আছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহঃ এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, আয়োডিন, জিংক এবং আরো ভিটামিন, মিনারেল, অন্যান্য । বিঃদ্রঃ তবে ল্যাকটোজেন খাবার আগে রেজিস্টর্ড চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। আজকে আমরা এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো ল্যাকটোজেন ১ খাওয়ানোর নিয়ম ।
ল্যাকটোজেন 1 এর পার্শ্বপ্রতিক্রিয়া
ল্যাকটোজেন ১ আপনার শিশুর জন্য ততক্ষণ নিরাপদ যতখন আপনি সঠিক নিয়মে খাওয়াবেন । ল্যাকটোজেন ১ এর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললে চলে । ল্যাকটোজেন হলো মাতৃদুদ্ধের বিকল্প । তাই সতর্কতার সাথে প্রতিবার দুধ তৈরি করার সময় হাত পরিস্কার করে নিতে হবে । নিয়ম বহির্ভূত কোন কাজ করলে আপনার শিশু অসুস্থ অথবা স্বাস্থ্যহানি হতে পারে । প্রতিবার ফর্মুলা তৈরির আগে প্রস্তত প্রণালি টি ও খাওয়ানোর নিয়ম টি ভালো ভাবে দেখে নিন।
ল্যাকটোজেন ১ দাম ২০২৪
নেসলে ল্যাকটোজেন ১ এর ফর্মুলাটি হলো সুইজারল্যান্ড এর । বাংলাদেশে একমাত্র উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হলো নেসলে বাংলাদেশে লিমিটেড । পণ্যটি ক্রয় করার পূর্বে উৎপাদন তারিখ ও মেয়াদ ভালো করে দেখে নিন । ল্যাকটোজেন ১ এর বর্তমান দাম হলো ১৮০ গ্রাম ল্যাকটোজেন ১ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ২৬০ টাকা । কোন স্থানে মূল্য থেকে ১০ টাকা কম নিয়ে থাকে ।
ল্যাকটোজেন ১ খাওয়ানোর সঠিক নিয়ম । Lactogen 1 Feeding Table
ল্যাকটোজেন ১ ফর্মুলাটি খুবে সহজ একটি কাজ । সঠিক ভাবে দুধ প্রস্তত করলে আপনার শিশু থাকবে সুস্থ । নিচে আপনাদের শিশুর বয়স অনুসারে ফর্মুলাটি প্রস্তত এবং সংরক্ষণ প্রণালি প্রদান করা হলো ।
শিশুর বয়স | আগে ফুটানো পানি(মি.লি.) | কত চামচ দিতে হবে | দৈনিক কতবার খাওয়াবেন |
১ম ও ২য় সপ্তাহ | ৯০ মি.লি. | ৩ | ৬ |
৩য় ও ৪র্থ সপ্তাহ | ১২০ মি.লি. | ৪ | ৫ |
২য় মাস | ১৫০ মি.লি. | ৫ | ৫ |
৩য় ও ৪র্থ মাস | ১৮০ মি.লি. | ৬ | ৫ |
৫ম ও ৬ষ্ট মাস | ২১০ মি.লি. | ৭ | ৫ |
- প্রথমে শিশুর দুধ তৈরির আগে আপনার হাত ভালো ভাবে ধুয়ে নিন।
- খাবার তৈরির পাত্র সামগ্রী সস্পূর্ণ রুপে পরিস্কার করে নিন।
- দুধ খাওয়ার ফিটার গরম পানি দিয়ে পরিস্কার করে নিন।
- খাওয়ার পানি ৫ মিনিট ধরে ফুটিয়ে নিন এবং ঠান্ডা করে নিন।
- পরিমাণ মত পানি ঢেলে নিন।
- কেবল মাত্র সংযুক্ত চামচটি দিয়ে ফর্মুলাটি নিন।
- শিশুর বয়স অনুসারে সঠিক পরিমাণে পাউডার নিন।
- পাত্রের মুখ লাগান এবং ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার সস্পূর্ণরুপে মিশিয়ে নিন।