Table of Contents
OnePlus 10 Pro 5G price in Bangladesh
চীনা শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ওয়ান প্লাস তাদের অফিসিয়াল ওয়ান প্লাস ১০ প্রো ফোনটি বাংলাদেশে লঞ্চ করেছে ১৩ জানুয়ারী ২০২২ ইং তারিখে । অন্য অন্য দেশের মতো বাংলাদেশেও ওয়ান প্লাস ফোনের জনপ্রিয়তা রয়েছে অনেক । তাই নতুন ফোনটির স্পেসিফিকেশন গুলো জানার জন্য অনেকে ইন্টারনেট এর সাহায্য নিচ্ছে । তাই আমরা আমাদের নিয়োমিত পাঠকদের জন্য আপডেট ফোনটির মাঝে কি কি ফিচার থাকছে এবং বর্তমান দাম কত সেটা জানার চেষ্টা করবো । এছাড়া আপনি যদি ওয়ান প্লাস ১০ প্রো দাম কত সেটার জনার জন্য এই পেজে ভিজিট করে থাকেন তাহলে সেটাও জানতে পারবেন ।
OnePlus 10 Pro – Full phone specifications
নেটওয়ার্কঃ | 2G 3G 4G and 5G |
রিলিজ এর তারিখঃ | ১৩ জানুয়ারি ২০২৩ সাল |
সিম সল্টঃ | ন্যানো ডুয়াল |
ডিসপ্লেঃ | ৬.৭ বড় একটি ডিসপ্লে Full Hd 1440 x 3216 pixels |
ক্যামেরাঃ | পিছন ক্যামেরায় থাকছে ৪৮+৮+৫০ মেগাপিক্সেল, সামন ক্যামেরায় থাকছে ৩২ মেগাপিক্সেল |
প্রসেসরঃ | অক্টকোর 3.0GHz |
আইসিঃ |
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ |
স্টোরেজঃ | ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম |
ব্যাটারিঃ | ৫০০০ mAh লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে । ৮০ ওয়াটের চার্জার যা ফুল চার্জা হতে ৩০ মিনিট সময় লাগবে |
One Plus 10 Pro 5g Price in Bangladesh
ফোন টি আপনি ক্রয় করতে পাছেন ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম এর ফোনটির দাম পরবে প্রায় ৮৪৯৯০ টাকা । এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি রম ফোনের দাম প্রায় ৯৪৯৯০ টাকা ।
ওয়ান প্লাস ১০ প্রো ফোনটির বেশ কিছু ভালো দিক ও খারাপ দিক সমূহ গুলো।
- আকর্ষণীয় ডিজাইন ও চমৎকার বিল্ড কোয়ালিটি
- শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং সিস্টেম
- দুর্দান্ত পারফরম্যান্স ৫জি ফোন
- রেডিও সিস্টেম নেই ফোনের মাঝে
- 3.5 এমএম জ্যাক নেই ফোনে
- মাইক্রোএসডি কোন স্লট নেই
যে কোন নতুন ফোন ক্রয় করার আগে ফোনটি সম্পর্কে জ্ঞান অর্জন করুন । তারপর চিন্তাভাবনা করে ফোন ক্রয় করুন । আর নতুন ফোন নির্বাচন করার সময় আপডেট ফোন গুলো দেওয়ার চেষ্টা করুন এতে ব্যবহার অভিগতা ভালো হবে।