লতা মঙ্গেশকর জীবনী-Lata Mangeshkar Biography

লতা মঙ্গেশকর জীবনী

লতা মঙ্গেশকর কে না চিনে। তিনি হলেন ভারতের একজন বিখ্যাত গায়িকা । তার সংগীত জীবনে মোট এক হাজারের বেশি গান গেয়েছেন ভারতীয় ছবিতে । লতা মঙ্গেশকর জীবনী লেখার কিছু নেই আমার মতে কারন তিনি এক জন স্বনামধন্য গায়িকা । লতা মঙ্গেশকর মোট ৩৬ টি ভারতীয় ভাষায় গান করেছেন এবং কিছু বিদেশি গান ও করেছেন ।

ভারতীয় সরকার গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ইং তাকে “ডট্যার অব দ্য নেশন” খেতাবে ভূষিত করেন । লতা মঙ্গেশকর এর বাবা চাইতেন যে তিনি যেনো শুধু ধ্রুপদী গান নিয়েই থাকুক । তাদের প্রথম রেডিও টি কেনার সামর্থ্য হয় তখন তার বয়স ছিলো ১৮ বছর । কিন্তু রেডিও টি চালু করার পর তাকে প্রথমে যে খবরটা শুনতে হয় তাহলো যে কে. এল. সায়গল আর বেঁচে নেই । খবরটি শুনার পর সাথে সাথে তিনি রেডিওটা ফেরত দিয়ে ছিলেন । এবং তিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ পেয়েছেন তার সঙ্গীত জীবনে । 

 

তিনি ১৯২৮ সালে ২৮ সেপ্টেস্বর মধ্য প্রদেশের ইন্দোরে জন্ম গ্রহন করেন । লতা মঙ্গেশকর তার শৈশব কালে খুবে কষ্টে বড় হয়েছেন । লতা মঙ্গেশকর মোট আয় আনুমানিক আয় প্রায় ১৫ মিলিয়ন ডলার । লতা মঙ্গেশকর বয়স এখন ৯২ বছর যা ২০২২ সালের হিসাবে । পিতা নাম হলো দ্বীননাথ মঙ্গেশকর এবং তার মাতার নাম হলো শিবন্তী মঙ্গেশকর । তার তিন বোন ও ১ মাত্র ভাই রয়েছে বোনদের নাম হলো ১) আশা ভোঁসলে (বোন) ২) ঊষা মঙ্গেশকর (বোন) ৩) মীনা মঙ্গেশকর (বোন) এবং ভাই এর নাম হলো হৃদ্বয়নাথ মঙ্গেশকর । তবে নানা তথ্য থেকে যানা যায় যে তিনি গীতিকার ভুপেন হাজারিকার সাথে সম্পর্কে যুক্ত ছিলেন ।

 

লতা মঙ্গেশকর উচ্চতা হলো ৫ ফৃট ১ ইঞ্চি যা সেমি তে ১৫৫ । এবং লতা মঙ্গেশকর এর ওজন ৬৩ কেজি বা (১৩৯পাউন্ড) । লতা মঙ্গেশকর এর শারীরিক পরিমান হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি ।

লতা মঙ্গেশকর জীবনী

আসল নামঃ লতা মঙ্গেশকর 
ডাকনামঃ লতা
পেশাঃ গায়িকা
বয়সঃ ৯২ বছর (২০২২)
জন্ম তারিখঃ ২৮ সেপ্টেম্বর ১৯২৮
জন্মস্থানঃ মধ্যপ্রদেশের ইন্দোর
জাতীয়তাঃ ভারতীয়
রাশিচক্রঃ তুলারাশি
প্রথম গানঃ ১৯৪২ সালে 
ধর্মঃ হিন্দু
বিবাহিত অবস্থাঃ অবিবাহিত
বাবা নামঃ দ্বীননাথ মঙ্গেশকর
মাতার নামঃ শিবন্তী মঙ্গেশকর
স্বামীর নামঃ নেই
সন্তান এর নামঃ নেই
মৃত্যুঃ
৬ ফেব্রুয়ারি ২০২২ (বয়স ৯২) মুম্বই, মহারাষ্ট্র, ভারত
 

শারীরিক অবস্থাঃ

 
উচ্চতাঃ  ৫ ফৃট ১ ইঞ্চি বা (সেমি ১৫৫)
ওজনঃ ৬৩ কেজি বা (১৩৯পাউন্ড)
শারীরিক পরিমানঃ হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি
চুলের রঙঃ কালো
চোখের রঙঃ গাড় বাদামি

 

 

শিক্ষাগত তথ্যঃ

 

স্কুলের নামঃ

ইতালির তুরিন শহরের ক্যথলিক স্কুল

 

কলেজঃ

বেল এডুকেশনাল ট্রাস্টের ভাষা ক্যামব্রিজ সিটি ইংল্যান্ড

 

শিক্ষাগত যোগ্যতাঃ ………………………………………

 

প্রিয় জিনিসঃ

প্রিয় অভিনেতা-অভিনেত্রি মিনা কুমারী, দেব আনন্দ নার্গিস,অমিতাভ বচ্চন,দিলীপ কুমার



প্রিয় শখঃ

গান সোনা

 

মোট আয়ঃ
 

নেই মুল্যঃ ১৫ মিলিয়ন ডলার

বেতনঃ 

Leave a Comment