লতা মঙ্গেশকর জীবনী
লতা মঙ্গেশকর কে না চিনে। তিনি হলেন ভারতের একজন বিখ্যাত গায়িকা । তার সংগীত জীবনে মোট এক হাজারের বেশি গান গেয়েছেন ভারতীয় ছবিতে । লতা মঙ্গেশকর জীবনী লেখার কিছু নেই আমার মতে কারন তিনি এক জন স্বনামধন্য গায়িকা । লতা মঙ্গেশকর মোট ৩৬ টি ভারতীয় ভাষায় গান করেছেন এবং কিছু বিদেশি গান ও করেছেন ।
ভারতীয় সরকার গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ইং তাকে “ডট্যার অব দ্য নেশন” খেতাবে ভূষিত করেন । লতা মঙ্গেশকর এর বাবা চাইতেন যে তিনি যেনো শুধু ধ্রুপদী গান নিয়েই থাকুক । তাদের প্রথম রেডিও টি কেনার সামর্থ্য হয় তখন তার বয়স ছিলো ১৮ বছর । কিন্তু রেডিও টি চালু করার পর তাকে প্রথমে যে খবরটা শুনতে হয় তাহলো যে কে. এল. সায়গল আর বেঁচে নেই । খবরটি শুনার পর সাথে সাথে তিনি রেডিওটা ফেরত দিয়ে ছিলেন । এবং তিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ পেয়েছেন তার সঙ্গীত জীবনে ।
তিনি ১৯২৮ সালে ২৮ সেপ্টেস্বর মধ্য প্রদেশের ইন্দোরে জন্ম গ্রহন করেন । লতা মঙ্গেশকর তার শৈশব কালে খুবে কষ্টে বড় হয়েছেন । লতা মঙ্গেশকর মোট আয় আনুমানিক আয় প্রায় ১৫ মিলিয়ন ডলার । লতা মঙ্গেশকর বয়স এখন ৯২ বছর যা ২০২২ সালের হিসাবে । পিতা নাম হলো দ্বীননাথ মঙ্গেশকর এবং তার মাতার নাম হলো শিবন্তী মঙ্গেশকর । তার তিন বোন ও ১ মাত্র ভাই রয়েছে বোনদের নাম হলো ১) আশা ভোঁসলে (বোন) ২) ঊষা মঙ্গেশকর (বোন) ৩) মীনা মঙ্গেশকর (বোন) এবং ভাই এর নাম হলো হৃদ্বয়নাথ মঙ্গেশকর । তবে নানা তথ্য থেকে যানা যায় যে তিনি গীতিকার ভুপেন হাজারিকার সাথে সম্পর্কে যুক্ত ছিলেন ।
লতা মঙ্গেশকর উচ্চতা হলো ৫ ফৃট ১ ইঞ্চি যা সেমি তে ১৫৫ । এবং লতা মঙ্গেশকর এর ওজন ৬৩ কেজি বা (১৩৯পাউন্ড) । লতা মঙ্গেশকর এর শারীরিক পরিমান হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি ।
লতা মঙ্গেশকর জীবনী
আসল নামঃ | লতা মঙ্গেশকর |
ডাকনামঃ | লতা |
পেশাঃ | গায়িকা |
বয়সঃ | ৯২ বছর (২০২২) |
জন্ম তারিখঃ | ২৮ সেপ্টেম্বর ১৯২৮ |
জন্মস্থানঃ | মধ্যপ্রদেশের ইন্দোর |
জাতীয়তাঃ | ভারতীয় |
রাশিচক্রঃ | তুলারাশি |
প্রথম গানঃ | ১৯৪২ সালে |
ধর্মঃ | হিন্দু |
বিবাহিত অবস্থাঃ | অবিবাহিত |
বাবা নামঃ | দ্বীননাথ মঙ্গেশকর |
মাতার নামঃ | শিবন্তী মঙ্গেশকর |
স্বামীর নামঃ | নেই |
সন্তান এর নামঃ | নেই |
মৃত্যুঃ |
৬ ফেব্রুয়ারি ২০২২ (বয়স ৯২) মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
শারীরিক অবস্থাঃ
উচ্চতাঃ | ৫ ফৃট ১ ইঞ্চি বা (সেমি ১৫৫) |
ওজনঃ | ৬৩ কেজি বা (১৩৯পাউন্ড) |
শারীরিক পরিমানঃ | হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি |
চুলের রঙঃ | কালো |
চোখের রঙঃ | গাড় বাদামি |
শিক্ষাগত তথ্যঃ
স্কুলের নামঃ
ইতালির তুরিন শহরের ক্যথলিক স্কুল
কলেজঃ
বেল এডুকেশনাল ট্রাস্টের ভাষা ক্যামব্রিজ সিটি ইংল্যান্ড
শিক্ষাগত যোগ্যতাঃ ………………………………………
প্রিয় জিনিসঃ
প্রিয় অভিনেতা-অভিনেত্রি মিনা কুমারী, দেব আনন্দ নার্গিস,অমিতাভ বচ্চন,দিলীপ কুমার
প্রিয় শখঃ
গান সোনা
নেই মুল্যঃ ১৫ মিলিয়ন ডলার
বেতনঃ