আশা ভোঁসলে সংক্ষিপ্ত জীবনীঃ
আশা ভোঁসলে কে না চেনে তিনি ভারতীয় হিন্দি সিনেমার সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত । তিনি হলেন ভারতীয় একজন বিখ্যাত গায়িকা । তিনি মোট ১২ হাজারের বেশি গান গেয়েছেন ভারতীয় ছবিতে । আশা ভোঁসলে জীবনী লেখার কিছু নেই আমার মতে কারন তিনি এক জন স্বনামধন্য গায়িকা । আশা ভোঁসলে মোট ৯২৫ টিরও বেশি ভারতীয় সিনেমায় গান গেয়েছেন এবং তিনি বেশ কিছু বাংলা গান ও করেছেন । আশা ভোঁসলে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেছেন ১৯৪৩ সালে তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর । তিনি তার সঙ্গীত জীবনে ৬০ বছরের বেশি সময় গান গেয়ে চলেছেন । পুরস্কার হিসাবে সঙ্গীত জীবনে অর্জন করছেন সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস (২০১১), এছাড়া নিজ দেশ থেকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয় (২০০৮) সালে । ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার এ তিনি আজীবন সম্মাননা (পুরস্কার) পান ।
আশা ভোঁসলে ৮ সেপ্টেম্বর ১৯৩৩ সালের সঙ্গিল রাজ্যের, বর্তমান মহারাষ্ট্রে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করে । তার পিতার নাম হলো দীনানাথ মঙ্গেশকর আশা ভোঁসলের পিতার পেশা ছিলো মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এবং তার মাতার নাম হলো শিবন্তী মঙ্গেশকর । তার তিন বোন ও একটি মাত্র ভাই বোনদের নাম হলো ১) আশা ভোঁসলে (বোন) ২) ঊষা মঙ্গেশকর (বোন) ৩) মীনা মঙ্গেশকর (বোন) এবং ভাই এর নাম হলো হৃদ্বয়নাথ মঙ্গেশকর । ভোঁসলের যখন ৯ বছর বয়স তখন তার পিতা মারা যান । ভোঁসলের বড় বোনের নাম হলো লতা মঙ্গেশকর তিনিও হলেন ভারতের জনপ্রিয় একজন গায়িকা ।
আশা ভোঁসলের উচ্চতা হলো ৫ ফৃট ২ ইঞ্চি যা সেমি তে ১৫৭ । এবং আশা ভোঁসলে এর ওজন আনুমানিক ৬৪ কেজি বা (১৪১ পাউন্ড) । আশা ভোঁসলে এর শারীরিক পরিমান হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি ।
আশা ভোঁসলের জীবনী
আসল নামঃ | আশা ভোঁসলে |
ডাকনামঃ | আশা |
পেশাঃ | গায়িকা |
বয়সঃ | ৮৮ বছর (২০২২) |
জন্ম তারিখঃ | ৮ সেপ্টেম্বর ১৯৩৩ |
জন্মস্থানঃ | সঙ্গিল রাজ্যে |
জাতীয়তাঃ | ভারতীয় |
রাশিচক্রঃ | তুলারাশি |
প্রথম গানঃ | ১৯৪৩ সালে |
ধর্মঃ | হিন্দু |
বিবাহিত অবস্থাঃ | বিবাহিত |
বাবা নামঃ | দ্বীননাথ মঙ্গেশকর |
মাতার নামঃ | শিবন্তী মঙ্গেশকর |
স্বামীর নামঃ | রাহুল দেব বর্মন |
সন্তান এর নামঃ | হেমন্ত ভোঁসলে, বর্ষা ভোঁসলে, আনন্দ ভোঁসলে |
মৃত্যুঃ |
উচ্চতাঃ | ৫ ফৃট ২ ইঞ্চি বা (সেমি ১৫৭) |
ওজনঃ | ৬৪ কেজি বা (১৪১পাউন্ড) |
শারীরিক পরিমানঃ | হলো ৩৪-২৮-৩৬ ইঞ্চি |
চুলের রঙঃ | কালো |
চোখের রঙঃ | গাড় বাদামি |
প্রিয় শখঃ গান সোনা
নেই মুল্যঃ ১৫ মিলিয়ন ডলার