পহেলা বৈশাখ ২০২৪ কত তারিখ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আবারো আমাদের মাঝে এলো বাঙালি জাতির প্রাণের উৎসব শুভ নববর্ষ (পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ) । আমরা সকলেই জানি যে বাংলা মাসের প্রথম মাস হল বৈশাখ মাস । বৈশাখ মাসের ০১ তারিখে পালন করা হয় বাঙালি জাতির বর্ষবরণ উৎসব টি । পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে গুরুত্বপূর্ণ কার্য হলো ব্যবসায় প্রতিষ্ঠানের হালখাতা করা এবং বৈশাখী মেলা । বাংলা নববর্ষ উপলক্ষে বাড়ি বাড়ি আয়োজন করা হয় পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তার কালেকশন এবং আরো থাকে কাঁচা মরিচ ও পিয়াজ এর পরিবেশন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং এই বিশেষ দিনে রমনা পার্কে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । তবে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হয় ইংরেজি মাসের ১৪ এপ্রিল এবং ভারতে পালন করা হয় ১৫ এপ্রিল । আজকে এই পোস্টে আপনি আরো জানতে পারবেন পহেলা বৈশাখ ২০২৪ কত তারিখে উদযাপন করা হবে বাংলাদেশে এবং এবার পহেলা বৈশাখ কি বার । এছাড়া আরো থাকছে পহেলা বৈশাখ এর পহেলা বৈশাখ ও বাঙালির সংস্কৃতি এর জানা অজানা অনেক তথ্য ।
পহেলা বৈশাখ ইংরেজি কত তারিখ
আবারো চলে আসলো বাঙালির বড় উৎসব বাংলা নববর্ষ । যেহেতু বৈশাখ হলো বাঙালি জাতির বর্ষবরণ উৎসব তাই বাংলাদেশ ও ভারতে বৈশাখের উদযাপনের তারিখ ও সময়ের পরিবর্তন হয়ে থাকে । এবারে বাংলাদেশে পহেলা বৈশাখ ২০২৪ উদযাপন করা হবে ১৪ এপ্রিল এবং ভারতে এর পরের দিন ১৫ এপ্রিল এ পালন করা হবে ।
পহেলা বৈশাখ কি বার
আপনি কি কোন দিন কি দিবস এই পোস্টটি দেখতে চান তাহলে আপনি আমাদের উক্ত পোস্টটি দেখতে পারেন । এছাড়া অনেকে প্রশ্ন করেন যে ২০২৪ সালের পহেলা বৈশাখ কি বার তাই না । এবার পহেলা বৈশাখ বাংলাদেশে পালন করা হবে রবিবার ।
সম্পর্কিত অনুসন্ধান
০১ । পহেলা বৈশাখ ২০২৪ কত তারিখ?
উত্তরঃ ১৪ এপ্রিল বাংলাদেশে এবং ১৫ এপ্রিল ভারতে ।
০২ । পহেলা বৈশাখ কি বার?
উত্তরঃ রবিবার
০৩ । পহেলা বৈশাখ ইংরেজি কত তারিখ?
উত্তরঃ ১৪ এপ্রিল বাংলাদেশে এবং ১৫ এপ্রিল ভারতে
০৪ । পহেলা বৈশাখ কবে ২০২৪?
উত্তরঃ ১৪ এপ্রিল ২০২৪