খেজুরের ছবি ও পিকচার- খেজুর খাওয়ার উপকারিতা ও নিয়ম

খেজুর একটি খুব পরিচিত ও সুস্বাদু ফল । খেজুরে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, আঁশ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক । খেজুর গাছ মরু এলাকায় ভালো জন্মে থাকে । আপনি জানেন কি বিশ্বের মোট তিন হাজারের বেশি খেজুর রয়েছে এর মাঝে দামি খেজুর গুলো হলো আজওয়া, মরিয়ম, সুকারি, সুগাই, ভিআইপি, মাশরুক, কালমি, আম্বার ও মাবরুম অন্যতম । তবে বর্তমানে সব থেকে দামি খেজুর হলোঃ আজওয়া । বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করে থাকেন যে আজওয়া খেজুরের দাম কত? আজওয়া খেজুরের দাম আনুমানিক প্রতি কেজি ৮০০-৩০০০ টাকা । আজওয়া খেজুরের বৈশিষ্ট্য হলো এটি দেখতে কালো, নরম, সুস্বাদু ও আকারে ছোট । আমরা এই পোস্টে আজকে আলোচনা করব খেজুর খাওয়ার উপকারিতা ও সঠিক নিয়ম এবং আরো দেখবো বিশ্বের নামিদামি সব খেজুরের ছবি ও পিকচার ।

খেজুর খাওয়ার উপকারিতা ও নিয়ম

 

খেজুর খাওয়ার উপকারিতা কি সেটা এখানে বলে শেষ করা যাবে না । খেজুরের রয়েছে পুষ্টিগুণে ভরপুর, সুস্থ থাকতে চাইলে আপনি যদি নিয়ম অনুসারে খেজুর খান । তাহলে আপনি আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারবেন । বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের খেজুর খাওয়ার কথা বলেছেন । চলুন দেখা যাক খেজুর কি কি উপকারিতা ও অপকারিতা রয়েছে ।

 

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
  • রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ।
  • শক্তির উৎস হিসাবে খেজুর ভালো কাজ করে ।
  • ক্লান্তিভাব দূর করতে সাহায্য করে ।
  • মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ।
  • খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াম ।
  • অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পায় ।
  • খেজুরে রয়েছে ফাইবার ।
  • খেজুর খাওয়ার কারণে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে নিয়মিত খেজুর খাওয়া দরকার ।
  • খেজুরে থাকা খনিজ উপাদান হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে ।

আরো পড়ুনঃ কালোজিরার গুনাগুন ও উপকারিতা

 

বিভিন্ন রকমের খেজুরের ছবি ও পিকচার

 

আপনি কি বিভিন্ন খেজুরের নাম গুলো জানার জন্য ইন্টারনেটে খোঁজ করছেন । তাহলে আপনি এখানে দেখতে পাবেন খেজুরের নাম, দাম ও বিশ্বের সকল খেজুরের পিকচার গুলো ।

 

Mabroom Dates Khajur
Mabroom Dates Khajur
আজওয়া খেজুর
আজওয়া খেজুর
খেজুরের পিকচার
খেজুরের পিকচার
খেজুর গাছের ছবি
খেজুর গাছের ছবি
মাবরুম খেজুরের ছবি
মাবরুম খেজুরের ছবি
মরিয়ম খেজুরের ছবি
মরিয়ম খেজুরের ছবি
আজওয়া খেজুরের ছবি
আজওয়া খেজুরের ছবি
মাশরুক খেজুরের ছবি
মাশরুক খেজুরের ছবি
সুগাই খেজুরের ছবি
সুগাই খেজুরের ছবি

Leave a Comment