বাহরাইন অবস্থিত বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার ও ঠিকানা

বাহরাইন হলো মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ । বাহরাইন দেশটি পারস্য উপসাগরের ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত । বাহরাইন এর পূর্বে হলো কার্তার এবং পশ্চিমে হলো সৌদি আরব ।

বাহরাইন দেশের রাজধানীর নাম কি ? বাহরাইন এর রাজধানীর নাম হলো মানামা । বাহরাইন থেকে প্রবাসি বাংলাদেশিরা অনেক পরিমানে রেমিন্টেস দেশে পাঠাচ্ছে । আজকে আমরা বাহরাইন দেশের জানা অজানা অনেক তর্থ্য জানবো । এছাড়া আপনি যদি বাহরাইন অবস্থিত বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার ও ঠিকানা খোঁজ করে থাকেন তাহলে । আপনি জানতে পারবেন বাংলাদেশ এম্বাসি বাহরাইন মোবাইল নাম্বার ও ঠিকানা । 

বাহরাইন ভিসা কবে খুলবে ২০২৩ ?

 

করোনা ভাইরাসের কারণে অনেক দিন যাবত বাংলাদেশ কে বাহরাইন সরকার লাল তালিকাতে রেখে ছিলো । তবে বর্তমান আবারো চালু হয়েছে । ঠিক আগের মতো আবারো সকলে বাহরাইন ভিসার জন্য আবেদন করতে পারবে । 

 

বাহরাইন টু বাংলাদেশ ফ্লাইট কবে চালু হবে ?

 

যদি ও বেশ কিছু দিন ভিসা কার্যক্রম বন্ধ ছিলো করোনার ভাইরাসের জন্য । তবে খুশির সংবাদ হলো এখন বাহরাইন টু বাংলাদেশ ফ্লাইট চালু রয়েছে ।

 

বাহরাইন অবস্থিত বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার ও ঠিকানা

 

Address: Rd No 5653, Salihiya, Bahrain
Hours: Open ⋅ Closes 3 PM
Phone: +973 1723 3925

ঠিকানা: Rd No 5653, Salihiya, Bahrain
ঘন্টা: 3 PM বন্ধ
ফোন: +973 1723 3925

Leave a Comment