ডিম খাওয়া কতটুকু স্বাস্থ্যকর?
আপনি জানলে অবাক হবে প্রতি ১০০ গ্রাম ডিমে কি পরিমান ভিটামিন সমূহ আছে । প্রতি ১০০ গ্রাম ডিমে আছে ভিটামিন ছাড়াও আছে অধিক খাদ্য উপাদান যা আপনার প্রতিদিনের খাদ্যের পুষ্টি অভাব পূরণ করতে সাহায্য করবে ।
ডিম কাঁচা খাবেন নাকি সিদ্ধ করে খাবেন এটা নিয়ে অনেকের মাঝে কোউতুহল রয়েছে । অনেকে আবার শক্তি বৃদ্ধি করতে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ডিম খেয়ে থাকে । এদিকে বডি বিল্ডারদের কাঁঁচা ডিমের কুসুম পছেন্দর খাবার । অনেকে মনে করে যে কাঁচা ডিমে ভাইরাস থাকতে পারে ? যা শরীরে জন্য ক্ষতি করতে পারে । যাদের হজম শক্ত কম তাদের কাঁচা ডিমের কুুসুম না খাওয়া উচিত । তবে অনেক পরীক্ষায় দেখা যায় যে কাঁচা ডিম খেলে শরীরে কোন ক্ষতি হয় না, উল্টো অনেক পুষ্টি পাওয়া যায় ।
একটি গবেষণায় দেখা গেছে যে ডিমের কুসুম বিভিন্ন ভাবে শরীরের কাজে লাগে । আপনার শরীরের পেশির গঠন ঠিক করতে ও পেশি ঠিক রাখতে কাজ করে । এনার্জি ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে ।
সুস্থ ও দীঘ জীবন পেতে প্রতিদিন সকালে কাঁচা ডিমের কুসুম খাওয়া নিয়ম করতে পারেন । নিয়মিত সকালে ডিমের কুসুম খেলে দেখা যাবে যে ধিরে ধিরে আপনার শরীরের কর্ম ক্ষমর্তা বৃদ্ধি পাবে যা আপনি কিছু দিন পরে বুঝতে পারবেন । শরীরের শক্তি বাড়বে এবং কাজ করার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে । একটি গবেষনায় দেখা যায় যে ভিটামিন ডি ক্যান্সার এর ৫০% ঝুকি কমিয়ে দেয় । এখন বুঝতে পারলেন ডিমের গুণাগুণ কত ।
এলার্জি জন্য ডিমের কুসুম খেতে পারেন । কাচাঁ ডিমের কুসুমে অ্যান্টি অক্সিডেন্টের রয়েছে । আপনি যদি দুটি কাঁচা ডিমের কুসুম খান তাহলে আপনার কোন অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি থাকবে না । ফলে একাধিক রোগ থেকে বাচতে সাহায্য করে । অ্যান্টিঅক্সিডেন্টে এমন একটি উপাদান যে একাই আপনার শরীরের নানা বিদ্ধো রোগ থেকে মুক্ত রাখে ।
আরো পড়ুনঃ কালোজিরার গুনাগুন ও উপকারিতা
ডিমের পুষ্টিগুণ
ভিটামিনসমূহ
ভিটামিন এ সমতুল্য | (18%) 140 μg |
থায়ামিন (বি১) | (6%) 0.066 mg |
রিবোফ্লাভিন (বি২) | (42%) 0.5 mg |
প্যানটোথেনিক অ্যাসিড | (বি৫)(28%) 1.4 mg |
ফোলেট (বি৯) | (11%) 44 μg |
প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স) পুষ্টিগত মান
শক্তি | ৬৪৭ কিজু (১৫৫ kcal) |
শর্করা | 1.12 g |
স্নেহ পদার্থ | 10.6 g |
প্রোটিন | 12.6 g |
চিহ্ন ধাতুসমুহ
ক্যালসিয়াম | (5%) 50 mg |
লোহা | (9%) 1.2 mg |
ম্যাগনেসিয়াম | (3%) 10 mg |
ফসফরাস | (25%) 172 mg |
পটাশিয়াম | (3%) 126 mg |
দস্তা | (11%) 1.0 mg |
অন্যান্য উপাদানসমূহ
পানি | 75 g |
Choline | 225 mg |
Cholesterol | 424 mgশক্তি ৬৪৭ কিজু (১৫৫ kcal) |