ChatGPT কি ? Google Adsense পাওয়া সম্ভব ?

আজকে আমরা কথা বলবো চ্যাটজিপিটি নিয়ে । আজ আমরা জানব যে চ্যাট জিপিটি কি এর সঠিক ব্যবহার কি এবং চ্যাট জিপিটি ব্যবহার করে এডসেন্স পাওয়া সম্ভব কি সম্ভব না ? এ বিষয়ে বিস্তারিত তথ্য আজকে শেয়ার করবো আপনাদের সাথে । তো চলুন শুরু করা যাক, শুরু থেকে ।

ChatGPT কি?

ChatGPT হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট । এটি প্রায় মানুষের মতো কথাবার্তা বা ব্যবহার করে । আপনি যদি তাকে কিছু জিজ্ঞেস করেন তাহলে সে ঠিক মানুষের মতো করে আপনাকে তার উত্তরটি দিবে । চ্যাটজিপিটি আসার ফলে ইন্টারনেট জগত হয়ে উঠেছে এখন আরও সহজলভ্য । এটি মানুষের জীবনের মান উন্নয়নের জন্য রয়েছে অপরিসীম ভূমিকা । মানুষের সকল কাজ প্রায়ই হয়ে উঠেছে সহজ ।

ChatGPT কি

ChatGPT কি কি কাজে ব্যবহার করা যায় ?

ChatGPT দিয়ে আপনি প্রায় ইন্টারনেটের সকল প্রকার কাজই করিয়ে নিতে পারবেন । তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে কেননা , এটি একটি রোবট । এটি দিয়ে কি কি কাজ করা যায়, তার কিছু সংক্ষিপ্ত লিস্ট নিয়ে নিচে আলোচনা করা হলো ।

অংকঃ আপনি যদি কোন অংক করতে গিয়ে আটকে যান অথবা কোন কঠিন অংক না পারেন , তবে সেই অংকটি আপনি ChatGPT কে লিখে দিলে তা সেকেন্ডের মধ্যে সমাধান করে দিবে ।

লেখালেখিঃ ChatGPT এর মাধ্যমে আপনি যেকোন বিষয়ের লেখালেখি করিয়ে নিতে পারবেন । যেকোনো বিষয়ের উপর শুধু বলবেন এবং সাথে সাথে তা আপনাকে সুন্দরভাবে লিখে দিবে । মজার ব্যাপার হচ্ছে আপনাকে যে কনটেন্টা লিখে দিবে তা হবে সম্পূর্ণ ইউনিক এবং নিজের লেখা । আপনারা চাইলে এডসেন্স এর কাজেও এটিকে ব্যবহার করতে পারেন তবে এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

কোডিংঃ ChatGPT এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর মাধ্যমে আপনারা কোডিং ও করিয়ে নিতে পারবেন । একদম যে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে দেবে এমনটা না, মানে কিছু কিছু কোডিং , একটা বা দুইটা এগুলো আপনাকে তৈরি করে দেবে । তবে আপনি চাইলে একটু বুদ্ধি খাটিয়ে PHP এর জন্য ছোটখাটো টুলস ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন । এই বিষয়ে যদি আপনারা আর্টিকেল চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমি চেষ্টা করবো এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য লিখে আপনাদের সামনে হাজির হতে ।

Script Writing: যদিও এই বিষয়টি লেখালেখির মধ্যেই পড়ে তারপরেও আপনাদের আলাদাভাবে জানিয়ে দিলাম । আপনি যদি একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সেরা মাধ্যম হতে পারে । আপনি যেকোনো বিষয়ের উপর ভিডিও স্ক্রিপ্ট অথবা শুধু স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারবেন । আপনাকে সুন্দরভাবে তা গুছিয়ে লিখে দিবে ।

উপরোক্ত মেনশন করা পয়েন্ট গুলো ছাড়াও আরো অনেক কাজে ChatGPT কে ব্যবহার করতে পারবেন । এখন আসুন আলোচনা করা যাক , ChatGPT ব্যবহার করে কনটেন্ট লিখে ওয়েবসাইটে পাবলিশ করার মাধ্যমে কি এডসেন্স এপ্রুভ পাওয়া যাবে ? এই বিষয়ে জানার আগে , এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য যে সর্বনিম্ন কিছু কন্ডিশন রয়েছে তা সম্পর্কে একটু জানা যাক ।

১. এডসেন্স পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার তৈরি কৃত ওয়েবসাইটটির ডিজাইন হতে হবে সুন্দর , সাদামাটা এবং ইউজাররা যেন কমফোর্টেবল ফিল করে এবং ওয়েবসাইটের সকল কিছুই যেন সহজে বুঝতে পারে এইরকম একটি থিম অথবা টেমপ্লেট ব্যবহার করতে হবে ।

২. ওয়েবসাইট রেডি করার পর আসল কাজ হচ্ছে কনটেন্ট এর । গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন ২০ থেকে ২৫ টি ৩৫০ ওয়ার্ডের কনটেন্ট থাকতে হবে । তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী 800 থেকে বারোশো ওয়ার্ডের ১৫ থেকে ১৮টি কন্টেন্ট থাকলেই এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য যথেষ্ট।

৩. গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য আপনাকে যে বিষয়ের উপর লেখালেখি করতে হবে তা নিয়ে একটু সাধারণ ধারণা দেওয়া যাক । গুগল অ্যাডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য , রাজনৈতিক এবং ১৮+ কনটেন্ট বাদে যেকোনো বিষয়ের উপর লেখালেখি করলেই গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া সম্ভব ।

ChatGPT দ্বারা লিখে এডসেন্স অ্যাপ নেওয়া সম্ভব ?

ঠিক এইরকম একটি প্রশ্ন একজন ইউজার google এডসেন্স হেল্প লাইনে গিয়ে জিজ্ঞেস করেছিল । এবং google এডসেন্স টিম সরাসরি ভাবে জানিয়ে দেয় , কোন প্রকার বট ব্যবহার করে লেখালেখি করলে সেই ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভ পাওয়া সম্ভব না । তাহলে এখান থেকে বোঝা গেল যে google এডসেন্স তাদের টেকনোলজির মাধ্যমে বুঝতে পারে যে , কোন লেখাটি মানুষের লেখা এবং কোন লেখাটি রোবট এর লেখা ।

তাহলে কি ChatGPT ব্যবহার করে google এডসেন্স পাওয়া সম্ভব না ? আমি বলবো হ্যাঁ সম্ভব । তবে এখানে আমাদের একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে । প্রথমে চ্যাট জিপিটি এর মাধ্যমে লিখে সেই লেখাটি মানুষের লেখা হিসেবে প্রমাণ করতে হবে । তাহলে চলুন শিখে নেওয়া যাক কিভাবে করবেন ?

পদ্ধতিঃ

  1. প্রথমে আপনি যে বিষয় নিয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন সেই বিষয় সম্পর্কে চ্যাট জিপিটি কে বলুন , অমুক বিষয়ের ওপর ১০০০ ওয়ার্ডের একটি আর্টিকেল লিখ । অবশ্যই এই কথাটি ইংরেজিতে বলতে হবে , কেননা বাংলায় বললে হজবরল লিখে বসে থাকবে ।
  2. উপরোক্ত কমান্ড দেওয়ার পর চ্যাট জিপিটি আপনাকে এক হাজার ওয়ার্ডের ভিতর একটি ইউনিক আর্টিকেল লিখে দিবে । এই আর্টিকেলটি কিন্তু একদম ১০০% ইউনিক কিন্তু এই লেখাটি যে রোবট লিখেছে তা এডসেন্স খুব সহজেই ধরে ফেলবে ।
  3. সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে আপনার নোটপ্যাডে সেভ করুন । এরপর অনলাইনে অনেক Rewrite Content Tools রয়েছে । গুগলে সার্চ করলেই অনেক পেয়ে যাবেন । তো গুগলে এই লেখাটি সার্চ করে একটি ভালো টুলস এ প্রবেশ করুন ।
  1. এবার notepad থেকে সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে নিয়ে উত্তর টুলসে গিয়ে বসিয়ে দিন এবং Rewrite করার জন্য কমান্ড প্রদান করুন । দেখবেন উক্ত টুলসটি আপনার লেখাটির যে মেইন ওয়ার্ডগুলো আছে , সেই ওয়ার্ডগুলোর পরিবর্তে অন্য একটি ওয়ার্ড ব্যবহার করে তা পরিবর্তন করে দেবে । এখানে চিন্তার কোন কারণ নেই আপনার আর্টিকেলটি আগের মতোই থাকবে ।
  2. এবার রি রাইট করা লেখাটি আবার নোটপ্যাডে নিয়ে আসুন। এবার Grammarly ব্যবহার করে যদি কোন ভুল থাকে তা সংশোধন করে ফেলুন । ব্যাস হয়ে গেল আপনার আর্টিকেলটি রোবট লেখা থেকে মানুষের লেখা আর্টিকেল । গুগল এডসেন্স বট কখনোই বুঝতে পারবে না যে , এই লেখাটি একটি রোবট লেগেছে ।
  3. এইবার আপনার লেখাটি নিয়ে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন । অনুরূপভাবে 15 থেকে বৃষ্টি আর্টিকেল লিখার ১০ থেকে ১৫ দিন পর google এডসেন্সের জন্য এপ্লাই করতে পারেন । আশা করা যায়,  খুব সহজেই আপনি এপ্রুভ পেয়ে যাবেন ।

আমাদের আজকের আর্টিকেলের সম্পূর্ণ বিষয় এখানেই শেষ করা হচ্ছে । আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন । কেউ যদি না বুঝে থাকেন , তাহলে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আপনার সমস্যাটি তুলে ধরবেন । আমি যথাযথ চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার ।

তো আজকের আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন এবং পরবর্তী আর্টিকেল কি বিষয় নিয়ে জানতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হওয়ার ।

Leave a Comment