NID Online Copy | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি । 

আমরা জানি ভোটার আইডি কার্ড আবেদন করার পর প্রায় এক বছর পর আমাদের হাতে এসে সেই কার্ডটি পৌঁছায়। এরপর আমরা সেই কার্ড দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি । কিন্তু আপনি কি জানেন আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডের কপি বের করে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ?

হ্যাঁ আপনি যদি নতুন বা পুরাতন ভোটার হয়ে থাকেন এবং আপনি আপনার ভোটার আইডি কার্ডটি যদি হাতে না পেয়ে থাকেন তাহলে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডের কপি বের করে সেটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন । আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করার জন্য প্রয়োজন হবে ভোটার আইডি নাম্বার অথবা ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার । 

আপনারা হয়তো নতুন ভোটার হয়েছেন এবং অপেক্ষা করছেন যে কবে আপনার ভোটার আইডি কার্ড হাতে পাবেন । আবার অনেকেই অনেক আগে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছিলেন কিন্তু এনআইডি কার্ড এখনো হাতে পাননি , অথবা আপনার এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন । তো আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন , তারা তাদের অনলাইন কপি তুলতে পারবেন এবং যারা পুরাতন ভোটার রয়েছেন তারাও আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি তুলতে পারবেন ।

আপনি যদি উপরে বর্ণিত ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি সুখবর । আপনার কাছে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা নিবন্ধনের সময় যে স্লিপ টা দেওয়া হয়েছিল , সেই ষ স্লিপ নাম্বার থাকে তাহলে খুব সহজেই আপনার এনআইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন ।

অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

আইডি কার্ড বের করার নিয়ম

অনলাইন থেকে আপনার নতুন এনআইডি অথবা পুরাতন এনআইডি কার্ড বের করার জন্য খুবই সহজ কিছু ধাপ রয়েছে । উক্ত সহজ ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি পেতে পারেন ।

  • প্রথমে প্রবেশ করতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে Click Here ।
  • স্লিপ নাম্বার , জন্ম তারিখ ও সাল এবং একটি সাধারণ ক্যাপচা লিখে সাবমিট করতে হবে ।
  • আপনার ঠিকানা সঠিকভাবে যাচাই করুন এবং মোবাইল নাম্বার এবং আপনার ফেস ভেরিফিকেশন করুন ।
  • এবার পাসওয়ার্ড সেট করার মাধ্যমে লগইন করতে হবে এবং আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ।

আপনারা দুইটি পদ্ধতি অবলম্বন করে এনআইডি কার্ড বের করতে পারবেন ।

১. ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার দিয়ে ।

২. এনআইডি নাম্বার দিয়ে ।

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং এর আগে আইডি কার্ড হাতে না পেয়ে থাকেন তাহলে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন । এবং আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন তাহলে এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন । আপনার কাঙ্খিত এনআইডি নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে আইডি কার্ড রিইস্যু আবেদন করতে হবে । আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হলে পরবর্তীতে আপনি ড্যাশবোর্ড থেকে এনআইডিটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন । আপনি যেহেতু পূর্বে আইডি কার্ড হাতে পেয়েছিলেন তাই বিনামূল্যে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে না । এনআইডি কার্ড রিসইস্যুর ফ্রি ভ্যাট সহ ২৩০ টাকা পরিশোধ করে আপনাকে জাতীয় পরিচয় পত্র আবেদন করতে হবে ।

তাহলে চলুন এবার দেখা যাক , কিভাবে আপনি আপনার নতুন ভোটার আইডি কার্ড এর অনলাইন কপি বের করবেন । আবার কিভাবে হারানো আইডি কার্ডের জন্য রিইস্যূ করবেন ।

ধাপ ১: আইডি কার্ড বের করতে NID Application System ওয়েবসাইট ভিজিট করুন

তো আপনার ভোটার আইডি কার্ড বের করার জন্য প্রথমেই আমাদের নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে । https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এখানে ক্লিক করে ভিজিট করুন ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

তো উপরের ছবিতে দেখানো , প্রথম বক্সে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ভোটার নিবন্ধন ফরম নাম্বার লিখতে হবে । আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার লিখতে হবে ।

এবার আপনার জন্ম সাল তারিখ এবং দিন সঠিকভাবে পূরণ করে উপুরের ছবিতে দেখানো কোড টি নিচের বক্সে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ২: ভোটার আইডি কার্ডের ঠিকানা সিলেক্ট করুন

সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী ওয়েব পেইজে আপনাকে আপনার ঠিকানা জেলা উপজেলা ইত্যাদি দিতে বলবে । এনআইডি কার্ড নিবন্ধন করার সময় যে ঠিকানা জেলা দিয়েছিলেন তা ওইখানে সঠিকভাবে পূরণ করতে হবে । এখানে আপনাকে শুধুমাত্র বিভাগ জেলা ও উপজেলা সঠিকভাবে সিলেক্ট করতে হবে । একটা কথা মাথায় রাখবেন , উক্ত পেজে পরপর তিনবার ভুল তথ্য দিলে আপনার এনআইডি অ্যাকাউন্ট লক হয়ে যাবে । তাই এটি পুরন করার আগে সঠিকভাবে আপনার ঠিকানা জেনে নিন ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

উপরে দেখানোর মতো করে , আপনার সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ।

ধাপ ৩: আইডি কার্ড বের করার জন্য Mobile Number Verify করুন

দুই নাম্বার ধাপের সকল তথ্য যদি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে পরবর্তী ধাপে আপনাকে আপনার মোবাইল নাম্বার দেখানো হবে । যেটি আপনি এনআইডি নিবন্ধনের সময় দিয়েছিলেন । এবার সেই নাম্বারে কোড পাঠাতে বলবে । কোট পাঠিয়ে সেই নাম্বারটি ভেরিফিকেশন করে নিন । অথবা আপনি চাইলে সেখানে অন্য নাম্বার দিয়েও ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন ।

  • মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে।
  • তারপর বার্তা পাঠান লেখা বাটনের ক্লিক করতে হবে ।
  • এবং সেই নাম্বারে আশা ৬ ডিজিট এর কোড নাম্বারটি লিখে বহাল বাটনে ক্লিক করার মাধ্যমে মোবাইল ভেরিফিকেশন শেষ করতে হবে ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

আশা করি মোবাইল ভেরিফিকেশন করার সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ।

ধাপ ৪: আপনার Face Verification সম্পন্ন করুন

মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর আপনার ফোনে Face Verification করার জন্য একটি QR Code দেখানো হবে । কাঙ্খিত আইডি কার্ডের মালিক যে আপনি তা নিশ্চিত করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

ফেইস ভেরিফাই করার জন্য আপনি নিচের সহজ মাধ্যম গুলো অনুসরণ করতে পারেন। 

  • অন্য আরেকটি এন্ড্রয়েড মোবাইল ফোনে NID wallet App টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে ।
  • তারপর সেই অ্যাপসটি তে প্রবেশ করে স্ক্যানার বের করে আপনার ফোনের কোডটি স্ক্যান করতে হবে ।
  • এবং আপনাকে এবার আপনার ফেস বামে ডানে উপরে নিচে ঘুরিয়া ফিরিয়ে ভেরিফিকেশন করতে বলবে ।
  • সেখানে দেখানো নিয়ম অনুযায়ী ভেরিফাই করার পর আপনার ফোনে দেখবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

উপরের ছবির মত নির্দেশনা অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হলে উপরের মত দেখাবে ।

Top 3 Earning Way in 2023

ধাপ ৫: এনআইডি একাউন্টের Password সেট করুন

পরবর্তী সময়ে আবার ফেইস ভেরিফিকেশন এর ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এবার আপনাকে nid account-এ লগইন করার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে । আপনি চাইলে পাসওয়ার্ড সেট না করেও আপনার এন আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন । কিন্তু পরবর্তী বার আবার যখন কোন সময় আপনার nid card এর অনলাইন কপি প্রয়োজন হবে তখন আবার উপরের পদ্ধতি গুলো এবং ঝামেলাগুলো করার মাধ্যমে পেতে পারবেন । তার চেয়ে আপনি যদি পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে শুধু পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগইন করে আপনার এনআইডি কার্ড পরবর্তী সময়ে ডাউনলোড করতে পারবেন।

এখন নাম্বার এবং অক্ষর এর সংমিশ্রণে ছয় ভিজিট বা তার বেশি ডিজিটের একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখে বহাল লেখা বাটনে ক্লিক করতে হবে ।

ধাপ ৬: আইডি কার্ড ডাউনলোড করুন

পাসওয়ার্ড সম্পূর্ণ ভাবে সেট করার সাথে সাথেই আপনি আপনার এন আইডি কার্ডের ড্যাশবোর্ডে লগইন করতে পারবেন । ড্যাশবোর্ডে লগইন করার পর আপনার ছবি , এনআইডি নাম্বার দেখতে পারবেন এবং ডানপাশে ডাউনলোড লেখা অপশন দেখতে পারবেন । এবং ডাউনলোড লেখা অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার ভোটার কার্ডের একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন । এখন যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার এনআইডির টি প্রিন্ট করে এবং লেমিনেট করে যে কোন অফিশিয়াল কাজে ব্যবহার করতে পারবেন।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

আইডি কার্ড ডাউনলোড হচ্ছে না?

উপরোক্ত দেখানোর নিয়মে কাজ করার পর , ডাউনলোড লিংক ক্লিক করলে যদি আপনার আইডি কার্ডটি ডাউনলোড না হয় তাহলে বুঝতে হবে আপনার আইডি কার্ড রিইস্যু আবেদন করতে হবে । তবে এটি মাত্র পুরাতন ভোটার অথবা ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

পুরাতন ও হারানো আইডি কার্ড বের করার নিয়ম

আপনি যদি একজন পুরাতন এনআইডি গ্রাহক হন বা আপনার এন আইডি কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে , আপনাকে নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে লগইন করার পর , ড্যাশবোর্ড হতে রিইস্যু আবেদন করতে হবে । তবে রিইস্যু আবেদন করার আগে , আপনার আইডি কার্ডটি যে হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে সেই বিষয়ে নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে এবং যেটির তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে । ফ্রি পরশোধ করা এবং জিডি কপি আপলোড করে সাবমিট করতে হবে । আপনার কাঙ্খিত আবেদনটি যদি অনুমোদন পায় তাহলে আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

হারানো বা পুরনো ভোটার আইডি কার্ড রিইস্যু করার জন্য নিম্নোক্ত সহজ ধাপ গুলো অনুসরণ করতে হবে।

  • উপরে দেখানো রিইস্যু লেখা লিংকে ক্লিক করতে হবে ।
  • পরবর্তী পেইজে ডান পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন এবং বহাল বাটনে ক্লিক করতে হবে ।
  • তথ্য পরিবর্তনের কারণ এবং জিডির তথ্য লিখতে হবে ।
  • ফি পরিশোধ করতে হবে ।
  • জিডির কপি আপলোড করে আবেদনটি সাবমিট করতে হবে ।
  • আবেদন অনুমোদনের এসএমএস পেলে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ।

রিইস্যু নিয়ে পরবর্তী আর্টিকেলে বিস্তারিত করে দেখানো হবে ।

NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

উপরোক্ত দেখানো পদ্ধতিতে আপনি আপনার ভোটার আইডি নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে আপনার আইডি কার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন । এইজন্য ফর্ম নাম্বার এর জায়গায় আপনার ১৭ ডিজিট অথবা ১০ ডিজিটের ভোটার আইডি নাম্বারটি লিখতে হবে । যদি আপনার এনআইডি নাম্বার ১৩ ডিজিট হয় তাহলে শুরুতে আপনার জন্মশাল বসিয়ে 17 ডিজিট করে নিতে পারেন ।

আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও এই প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন । মোবাইল ফোন দিয়ে আরও সহজভাবে এই কাজটি করতে পারবেন । আপনার যদি ভোটার আইডি নাম্বার না থাকে এবং আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন , তাহলে আইডি নাম্বার এর জায়গায় আপনাকে প্রদানকৃত ভোটার নিবন্ধন ফরম স্লিপ নাম্বার দিয়ে সকল তথ্য পূরণ করে সাবমিট করতে পারবেন ।

আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা দেখুন । সকল সমস্যা এবং সমাধান

তো এই ছিল আমাদের আর্টিকেল এর বিষয়বস্তু । আশা করি আপনাদের অনেক কাজে দিবে এই তথ্যগুলো । যদি কাজটি করতে গিয়ে কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার । ধন্যবাদ সবাইকে ।

Leave a Comment