অনেকের কাছে খুব সাধারণ একটি প্রশ্ন থাকে যে একটা আইডি দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়? আজকে আমরা বিকাশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো এখানে । এখানে আপনি জানতে পারবেন একটা আইডি দিয়ে কয়টি বিকাশ খোলা যায় । আপনি আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট/ পরিচয় পত্র দিয়ে ১টি মাত্র বিকাশ একাউন্ট ওপেন করতে পারবেন । একের অধিক একাউন্ট চালু করলে আপনার একাউন্ট গুলো সংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে ।
বিকাশ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা কিভাবে চেক করবো?
আপনার সিম কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেটা চেক করবার জন্য, আপনাকে নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্র বা বিকাশ গ্রাহক সেবাতে যোগাযোগ করতে হবে । একাউন্ট চেক করার সময় আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড এর ফটো কপি ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে । এছাড়া সাথে আনতে হবে বিকাশ সিম টি । বিকাশের সকল গ্রাহক সেবা কেন্দ্র সপ্তাহের ৭ দিন খোলা থাকে শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতীত । বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করার সময়সূচী হলোঃ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ।
আইডি কার্ড ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায় কি?
অনেকেই প্রশ্ন থাকে যে আমি কি আইডি কার্ড ছাড়া বিকাশ একাউন্ট চালু করতে পারবো কি? তাহলে জেনে নিন একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট অথবা পরিচয় পত্রের ফটোকপি দিয়ে একটি মাত্র বিকাশ একাউন্ট খুলতে পারবেন ।
অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট খোলা এখন খুব সহজ আপনি চাইলে নিজে নিজে বিকাশ একাউন্ট ওপেন করতে পারবেন । বিকাশ একাউন্ট চালু করতে কোন টাকা পয়সা লাগে না ।
- গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন ।
- বিকাশ অ্যাপের Log in/Registration বাটনে ক্লিক করুন ।
- New Account Registration সিলেক্ট করুন ।
- নিজের মোবাইল নাম্বার দিয়ে সিম অপারেটর নির্বাচন করুন ।
- ভেরিফিকেশন কোড সেট করুন ।
- আইফোন ইউজার এর ক্ষেত্রে ভেরিফিকেশন কোড নিজের হাত দিয়ে বসাতে হবে ।
- ভাষা নির্বাচন এবং শর্ত সমূহ সম্মতি প্রদান করুন ।
- জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের পিছনের দিকের স্পষ্ট ছবি তুলতে হবে ।
- তারপর ব্যক্তিগত কিছু তথ্য প্রদান করতে হবে ।
- নিজের চেহারার সামনে ধরে বিকাশ অ্যাপই আপনার ছবি ভালো করে তুলতে হবে ।
- বিকাশ একাউন্ট চালু হলে কনফার্মেশন ম্যাসেজ পেয়ে যাবেন ।
- *২৪৭# ডায়াল করে নিজের বিকাশ পিন নাম্বার সেট করুন ।
- বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড কারো সাথে শেয়ার করা যাবে না ।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ চালু করা যায় কি?
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট চালু করা যায় না । তবে আপনি চাইলে আপনার মা-বাবা, ভাই বোনের আইড কার্ড ব্যবহার করে বিকাশ চালু করতে পারবেন ।
নতুন বিকাশ একাউন্ট অফার
- বিকাশ একাউন্ট চালু করার ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ হতে পিন সেট করলে পাবেন ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ।
- এছাড়া বিকাশ অ্যাপে প্রথম বার লগইন করলে পাচ্ছেন ১৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ।
- বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রথম বার মোবাইল রিচার্জ করলে সাথেই পাচ্ছেন ২৫ টাকা ক্যাশব্যাক ।
- অ্যাপ বিল প্রদান করলে পাবেন ৫ টাকা ক্যাশব্যাক ।
- অ্যাপ হতে ১৫৫০ টাকা সেন্ড মানি করলেই পাবেন ৫ টাকা ক্যাশব্যাক ।
উপসংহারঃ আমরা এই পোস্টে আলোচনা করেছি বিকাশ নিয়ে সাধারণ মানুষের বেশি কিছু কমন প্রশ্ন । আশা করি আপনি যে প্রশ্নের উত্তর গুলো খোঁজ করছিল সেটার সঠিক উত্তর পেয়েছেন ।