Realme C55 Review in Bangla: নতুন বছরে ঈদের মার্কেট ধরতে Realme নিয়ে এসেছে তাদের C Series এর আরও একটি অসাধারণ ফিচার যুক্ত ফোন । ফোনটি বাজারে আসার আগেই যে পরিমাণে হাইপ তৈরি করেছে তা বাজারে আসার পর আছে কিনা সেটাই দেখার বিষয়।
আজকে আমরা Realme এর নতুন ফোন Realme C55 সম্পর্কের বিস্তারিত তথ্য এবং ভালো মন্দ নিয়ে আলোচনা করবো । আপনারা যারা এবার ঈদের আগেই ফোনটি কিনতে চাচ্ছেন , তাদের যে সন্দেহগুলো আছে সেগুলো আশা করি এই পোস্টেই ক্লিয়ার হয়ে যাবে । ২০২৩ সালের মার্কেটে ঈদ উপলক্ষে নতুন ফোন রিলিজ করলো Realme. অনেকদিন হলো ওই বাজারে Realme এর তেমন নতুন ফোন এর খোঁজখবর ছিল না । তাই নতুন বছরের ঈদের মার্কেটে রিয়েলমি তাদের নতুন একটি ফোন নিয়ে এসেছে ।
ফোনটা দেখতে হুবহু Iphone 12 এর মতো দেখতে । ফোনের সেপ , ক্যামেরা , ডিজাইন, সবকিছুই আইফোনের মত করে ডিজাইন করা হয়েছে । মিড রেঞ্জের বাজেটে অনুযায়ী এই ফোনটি কি আসলেই একটি আদর্শ ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে ? চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ।
Table of Contents
Realme C55 Unboxing
মোবাইল দিয়ে বক্সের মধ্যে রয়েছে ব্যবহারকারী নির্দেশনা , সিম ইঞ্জেক্টর , নরম প্লাস্টিক কভার , ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার , Type-C USB Charging Cable এবং Realme C55 ফোনটি ।
উপরোক্ত বর্ণিত জিনিসগুলো আপনি ফোনের বক্সের মধ্যে পেয়ে যাবেন । এর থেকে কোন কিছু বেশিও পাবেন না অথবা কমও পাবেন না ।
Realme C55 – সম্পর্কে
realme ঈদের মার্কেট ধরতে তাদের নতুন ফোন বাজারে নিয়ে এলো । realme তাদের এই ফোনটি মাত্র দুইটি ভেরিয়ান্টে বাজারে রিলিজ দিয়েছে । realme তাদের এই নতুন ফোনটি একদম আইফোনের সঙ্গে মিল রেখে ডিজাইন করেছে ।
আপনি যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং আপনার বাজেট যদি মিড রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য হবে পারফেক্ট চয়েজ । বিশেষজ্ঞরা মিড রেঞ্জের সবচেয়ে সেরা ফোন হিসেবে Realme C55 এ গুরুত্ব দিয়েছে ।
Realme C55 Price in Bangladesh
Launch Date | April 2023 |
Brand Name | Realme |
Model | C55 |
Official Price in BD (৳) | Tk: 18,999/- (6/128 GB) || Tk: 22,999/- (8/256 GB) |
Review by | eLearning10.Com |
মেমোরি – ডিসপ্লে – ওজন – সম্পর্কে
realme এর এই অসাধারণ ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি, একটি মেমোরি কার্ড ব্যবহার করার জায়গা পাচ্ছেন । যা একটি ফোনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় । কেননা সব সময় আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো ফোন মেমোরিতে রাখাটা নিরাপদ হয় না ।
ডিসপ্লে নিয়ে বলতে গেলে, realme তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এই মিড রেঞ্জের ফোনটিতে একটি সুন্দর ডিসপ্লে দেওয়ার জন্য । 6.72″ সাইজের ডিসপ্লেতে ফোনটি ব্যবহার করতে খুবই ভালো লেগেছে । অ্যামলেড ডিসপ্লে হওয়ার ফলে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। রোদের মধ্যে ব্যবহার করতেও তেমন সমস্যার সম্মুখীন হতে হয়নি। ফোনটিতে রয়েছে পাঞ্চহল ক্যামেরা, সাথে রয়েছে একটি মিনি ক্যাপসুল বার । এখানে লো ব্যাটারি সহ বিভিন্ন নোটিফিকেশনের কার্যক্রম আপনারা লক্ষ্য করে থাকবেন ।
প্লাস্টিক ম্যাটারিয়াল এর তৈরি এই ফোনটির ওজন 189.5g. যা খুব সহজেই ক্যারি করা সম্ভব । মিড রেঞ্জের ফোন হিসেবে এবং লম্বা ব্যাটারির জন্য ফোন এর ওজন একটু বেড়ে থাকে তা আপনারা সকলেই জানেন । মিড রেঞ্জের ফোন হিসেবে এইটুকু ওজন বহন করার ক্ষমতা সবারই থাকা উচিত ।
Camera – সম্পর্কে
ফোনটির পেছনেই রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পেছনে থাকছে দুই মেগাপিক্সেলের B&W এর সেন্সর। আর ফোনটির সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে খুবই দারুণ দারুণ ছবি পাওয়া যাচ্ছিলো। মিড রেঞ্জের এই ফোনের ক্যামেরাতে রয়েছে অসাধারণ সকল ফিচার। যার মাধ্যমে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং কোনো রকমের ইডেট করা ছাড়াই সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করতে পারবেন।
অল্প আলোতে ছবি তুলতে গেলে একটু নয়েজের দেখা পাওয়া যায়। যা খুবই বিরক্তি কর বলে আমার মনে হয়েছে। তবে বাজেটের দিকে দেখতে গেলে সেই হিসেবে ঠিকঠাকই আছে বলে মনে হয়। কিন্তু আবার নাইট মুড অন করে, ছবি তুললে , ছবির কোয়ালিটি খুবই সুন্দর এবং ভালো আসতেছিলো।
মিড রেঞ্জ এর এই ফোনটির সামনের সেলফি ক্যামেরার পারফর্মেন্স এক কথায় অসাধারণ। সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি কখনোই অসন্তুষ্ট হবেন না। নরমাল ভাবে ছবি তুললে খুবই সুন্দর দেখায় এবং আপনি চাইলে ফ্রেশ আরও স্মুথভাবে ছবি তুলতে পারবেন।
RAM & ROM – সম্পর্কে
realme এই মিড রেঞ্জের ফোন মাত্র দুইটি ভেরিয়ান্টে ঈদের বাজারে রিলিজ দেওয়া হয়েছে । মিড রেঞ্জের ফোন হিসেবে খুবই ভালো ram এবং রম ফোনটিতে প্রদান করা হয়েছে ।
- 6 GB – 128 GB
- 8 GB – 256 GB
এই দুইটি ভেরিয়ান্টে রিয়েলমি খুবই স্বল্প মূল্যে তাদের ফোন বাজারে সরবরাহ করেছে । আমার মতে ঈদের খুশি দ্বিগুণ করার জন্যই রিয়েল মি এই পরিকল্পনা নিয়ে তাদের এই মিড রেঞ্জের ফোন বাজারে নিয়ে এসেছে ।
তাই আপনার যদি ফোন কেনার পরিকল্পনা থেকে থাকে এবং আপনার বাজেট যদি মিড রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে Realme C55 ফোনটি হবে আপনার জন্য পারফেক্ট চয়েজ। তাহলে আর দেরি না করে এখনই কিনে ফেলুন এই মিড রেঞ্জের ফোনটি।
Processor – Etc – সম্পর্কে
realme এই নিড রেঞ্জের ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek এর Octa Core Processor Helio G88. যা মিড রেঞ্জ এর ফোন অনুযায়ী খুবই হাই চয়েস হবে।
সচরাচর এই বাজেটের ফোনগুলোতে এমন প্রসেসর বর্তমান সময়ে পাওয়া যায় না বললেই চলে। কেননা বর্তমানে মার্কেটের ফোনের দাম এতটাই বেশি যে, আপডেট ফোন গুলোতে আদিম যুগের প্রসেসর গুলো লাগিয়ে মার্কেটে রিলিজ দিয়ে দিচ্ছে। তাই বলা যায় realme এর এই মিড রেঞ্জের ফোনটিতে অল্প বাজেটে সেরা প্রসেসর দেওয়া হয়েছে।
Game – Multimedia Using – সম্পর্কে
মিড রেঞ্জের ফোন হওয়ার সত্বেও এই ফোনটিতে, আমি বড় বড় সাইজের কিছু গেম প্লে করেছি এবং performance খুবই ভালো পেয়েছি। মিড রেঞ্জের ফোন হিসেবে এমন performance পাওয়া মানে পানির দামে সোনা কেনার মতো।
ফোনটিতে আমি pubg মোবাইল প্লে করে দেখেছি, খুবই ভালোভাবে খেলা যাচ্ছিল। হাইগ্রাফিক্স এ গেমটি খুব ভালোভাবেই খেলা যাচ্ছিলো। তাছাড়া ফোনটিতে Free Fire সহ Call Of Duty এবং alpha 9 গেম গুলো খেলে দেখেছি। হাই ট্রাফিক সে খেলার সময় মাঝেমধ্যে একটু লাগের দেখা পাচ্ছিলাম যা সচরাচর সকল ফোনেই হয়ে থাকে। তাই বলা যায়, আপনি যদি একজন গেমপ্রেমী হয়ে থাকেন তাহলে এই মিড রেঞ্জের ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট চয়েজ হবে বলে আমি মনে করি।
Battery Backup – সম্পর্কে
Realme C55 ফোনটিতে রয়েছে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি। এই ফোনটি চার্জ করার জন্য রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার। যার মাধ্যমে আপনি ২৯ মিনিটের মধ্যে ৫০ পার্সেন্ট চার্জ তুলতে পারবেন এবং ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে ১০০ পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন।
এই ফোনটিতে দুইটা জিনিস আমার খুবই ভালো লেগেছে। প্রথমত ফোনটিতে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্বিতীয়তও তা চার্জ করার জন্য 33 ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে। যার মাধ্যমে অতি দ্রুত ফোনটি ফুল চার্জ করে নেওয়া যাচ্ছে।
তো এতক্ষন আপনাদের সামনে এই ফোনটির ভালো-মন্দ সকল দেখি তুলে ধরলাম । এখন আপনি যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো, আপনার বাজেট যদি মিড রেঞ্জের হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য হবে একটি অসাধারণ ফোন। ফোনটি যেমন ডিজাইন এবং লুকস খুবই অসাধারণ এবং ফোনটি প্রায় আইফোনের মত করে ডিজাইন করা হয়েছে। যা ব্যবহার করে খুবই মজা পাওয়া যায়।
তো আমি বলব আপনার বাজেট যদি ১৯ থেকে ২০/২২ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট চয়েজ হবে। এদিক ওদিক না ভেবে চোখ বন্ধ করে এই ফোনটি কিনে নিতে পারেন। লং টার্ম ইউজের জন্য এই ফোনটি খুবই চমৎকার।
তো আজকে এখানেই শেষ করছি। আশা করি ফোনের রিভিউটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুবান্ধব কেউ যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করে অবশ্যই আমার এই আর্টিকেলটি শেয়ার করার মাধ্যমে তাদের হেল্প করবেন। ধন্যবাদ।