কবর জিয়ারতের নিয়ম ও বাংলা দোয়া । Kobor Jiyaroter Niyom Bangla

কবর জিয়ারতের নিয়ম ও বাংলা দোয়া

 

কবর জিয়ারত করা বা মৃতদের জন্য দোয়া করা সুন্নাতে নবুবী সা. এর অন্তুর্ভুক্ত । যদি ও এক সময় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) মৃতদের জন্য কবর জিয়ারত করতে নিরুৎসাহিত করতেন বলে বিভিন্ন হাদিসে পাওয়া যায় । তবে কিছু হাদিসে কবর জিয়ারত করার জন্য সকলে উৎসাহিত করেছেন । এতে করে পরকালের কথা স্মরণ হয় এবং গোনাহমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ  কাজ করে । তবে আমরা কি আমাদের পরিবারের মৃতদের জন্য কবর জিয়ারত করি নিয়োমিত । আপনি শুনলে অবাক হবেন যে কেউ যদি তার পিতা মাতার জন্য প্রতি শুক্রবার নিয়োমিত কবর জিয়ারত করেন তাহলে তাদের বাবা-মা কে আল্লাহ ক্ষমা করে দেন । কিন্তু আমরা হয়তো কিছুদিন মাতা পিতার জন্য শোক পালন করি । আসুন নিয়োমিত বাবা-মার জন্য কবর জিয়ারত এর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি । যাতে করে পরোকালে তাদের কে আল্লাহ ভালো রাখেন । এতোটুকু সময় কি আমরা কবর জিয়ারতের জন্য ব্যয় করতে পারি না । আমাদের জন্য আমাদের মা বাবা কত না কষ্ট করেছেন আমাদের ভালো রাখার জন্য । আপনি বুঝতে পারবেন যখন আপনিও মা অথবা বাবা হবে ।  তাই আমরা এই পোস্টে শেয়ার করবো কবর জিয়ারতের দোয়া ও সূরা সমূহ । আপনি যদি kobor jiyaroter niyom bangla তে পড়তে চান তাহলে এখানে তা রাখা হয়েছে যাতে করে আপনি বাংলাতে সকল দোয়া গুলো পড়তে পারেন । 

 

কবর জিয়ারতের দোয়া

 

আমাদের মাঝে অনেক ভাই ও বোনরা আছেন যে কবর জিয়ারতের দোয়া পারি না । অথবা অনেক আগে মুখস্থ করেছি বর্তমানে সঠিক সরণ নেই । এটা হওয়াটা স্বাভাবিক । আজ থেকে চেষ্টা করুন প্রয়োজনীয় সকল দোয়া গুলো মুখস্থ করতে । 

 

প্রথম কাজ হলোঃ বাবা-মা অথবা আত্মীয় স্বজনের জন্য কবর জিয়ারতের দোয়া পাঠ করা জন্য নিচে আমরা সকলের সুবিধার জন্য বাংলাতে দিলাম । 

 

কবর জিয়ারতের দোয়া পাঠ করাঃ

 

✔✔- اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَ الْمُسْلِمِيْنَ وَ اِنَّا اِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَ
বাংলা উচ্চারণঃ ‘আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।’ (মুসলিম)

✔✔(রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা) যত বার সম্ভব পাঠ করতে থাকবেন । 

✔✔(আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম) তওবা শরীর কম পক্ষে ১১ বার পাঠ করবেন । 

 

দ্বিতীয় ও প্রধান কাজ হলোঃ

 

কবর জিয়ারতের দরুদ শরীফ ১১ বার পাঠ করবেন নিচে বাংলা উচ্চারণ সহ প্রদান করা হলো । 

 

দরুদ শরিফ পড়া

✔✔ বাংলা উচ্চারণঃ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১১ বার পাঠ করবেন ।

 

আর যদি অনেক সময় থাকে তাহলে দূরুদে তুনাজ্জিনা শরীফ পরতে পারেন

 

দূরুদে তুনাজ্জিনা শরীফ

 

✔✔ বাংলা উচ্চারণঃ (আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহামিন যামি’য়্যিল আহ’ওয়ালি ওয়াল আফাত, ওয়া তাক্’দিলানা বিহা যামি’য়্যাল হাজাত, ওয়া তুতাহ্’হিরুনা বিহা মিনন্ যামি’য়্যিছ ছায়্যিয়াত, ওয়াতার ফা-উনা বিহা ইন্দা কাআ’লাদ দারাজাত, ওয়া তুবাল্লিগুনা বিহা আক্বসাল গাইয়াত মিন যামি’য়্যিল খাইরাতি ফিল হায়াতি ওয়া বা’য়দাল মামাতি ইন্না কা’য়ালা কুল্লিশাইয়িন ক্বাদীর।)

সুরা ফাতিহা পড়া (৭ বার পাঠ করতে পারেন । তবে এক বার ও পাঠ করলে ও হবে । 

 

সূরা আল-ফাতিহা, বাংলা উচ্চারণঃ

 

✔✔ আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন। আর রাহমা-নির রাহীম।  মা-লিকি ইয়াওমিদ্দীন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন। ইহদিনাসসিরা-তাল মুছতাকীম। সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম। গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন

সুরা ইখলাস পড়া ( ৩ বার পাঠ করা)

 

সুরা ইখলাস, বাংলা উচ্চারণঃ ✔✔ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’

 

আয়াতুল কুরসি পড়া বাংলা উচ্চারণঃ ✔✔ আল্লাহু লা— ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্কাইয়্যুম, লা- তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিসসামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াশ ফাউ ইনদাহু— ইল্লা বি ইজনিহ, ইয়া লামু মা বাইনা- আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি— ইল্লা বিমা শা’—-আ, ওয়াসিয়া কুরসি ইউহুস সামা ওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজী-ম।

 

কবর জিয়ারতের মোনাজাত

 

✔✔ বাংলা উচ্চারণঃ আলাহুম্মাগফির্লি হায়্যিনা ও মায়্যিতিনা ওয়া শা হিদিনা ওয়া গা-ইবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানাহ, আল্লাহ্ হুম্মা মান আহইয়াই তাহু মিন্না ফা আহ-ই-আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাফাইতাহু মিন্না ফাতা ওয়াফফা হু আলাল ইমান । 

 

বিঃদ্রঃ পোস্টটি শেয়ার করার মাধ্যমে আপনি সওয়াব এর অংশীদার হোন । আপনার শেয়ার করার মাধ্যমে সকলে উক্ত আমল করার সুযোগ পাবেন । 

Leave a Comment