দাড়ি কাটিং
ছেলেরা সব সময় চেষ্টা করে নিজেকে সবার মাঝে অন্য ভাবে তুলে ধরতে । ছেলেদের স্টাইল করার জন্য বেশি কিছু মাধ্যম অবলম্বন করতে হয় । ছেলেরা সব সময় মেয়েদের মতো রুপচর্চা নিয়ে তেমন সময় নষ্ট করে না । ছেলেরা ২ টি জিনিস এর উপর বেশি নজর নিয়ে থাকে । একটি হলো হেয়ার কাটিং এবং আর একটি হলো দাড়ির স্টাইল । এই দুটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে বেশির ভাগ ছেলেরা । একটি ছেলের সৌন্দর্য প্রধান হলোই তার হেয়ার কাটিং স্টাইল ও তার দাড়ির স্টাইল । বেশি ভাগ মেয়েরা ছেলেদের এই দুটি জিনিস ভালোবাসে । মেয়ের কাছে যদি প্রশ্ন করেন যে ছেলেদের কোন জিনিস টা তাদের ভালোলাগে তাহলে দেখবেন বেশির ভাগ মেয়ে উত্তরে বলবে ছেলেদের দাড়ির জন্য ছেলেদের কে বেশি সুন্দর লাগে । তাই অধিক অংশ ছেলেরা নিউ হেয়ার কাটিং স্টাইল এবং দাড়ি- গোঁফ কাটিং কালেকশন গুলো অনলাইনে ও হেয়ার কাটিং দোকান গুলোতে খোজঁ করে থাকেন । তাই আমরা এই ব্লগ পোস্ট আপনাদের জন্য নিয়ে আসলাম hair style পিক কালেকশন গুলো । এছাড়া আপনি এই পোস্টে আরো দেখতে পারবেন দাড়ি কাটার স্টাইল ছবি, দাড়ির স্টাইল পিক এবং ফটো কালেকশন।
দাড়ি কাটিং স্টাইল ছবি ও নাম
আপনি কি জানেন আপনি যে দাড়ির কাটিং টি ব্যবহার করে থাকেন তার নাম কি? তাহলে আপনি জেনে নিন বিভিন্ন রকমের দাড়ির স্টাইল এর নাম এবং সেই সাথে দেখে নিন দাড়ির স্টাইল পিকচার কালেকশন গুলো ।
সার্কেল দাড়ি কাটিং
একটি চিবুক প্যাচ এবং একটি গোঁফ যা একটি বৃত্ত গঠন করে । নিচে আপনি সার্কেল দাড়ির ছবিটি দেখে নিতে পারেন ভবিষ্যতে হেয়ার কাটটি নিতে ।
রোয়াল দাড়ি কাটিং
রোয়াল দাড়ি কাটিং নামটি আপনি হয়তো নতুন শুনতে পারেন তবে উক্ত দাড়ি কাটিং টি কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটি হেয়ার কাটিং স্টাইল । একটি গোঁফ একটি চিবুকের ফালা দ্বারা নোঙ্গর করা । চাইলে নিচে নমুনা ছবি গুলো দেখতে পারেন ।
গোয়াটি দাড়ি কাটিং
নিচে প্রদান করার নমুনা ছবিটি দেখে আপনি চেষ্টা করতে পারেনে এমনটি দাড়ির কাটিং দিতে । একটি ছোট দাড়ি যা চিবুককে লম্বা করে ।
পেটিট গোয়াটি দাড়ি কাটিং
একটি ছোট দাড়ি যা চিবুককে লম্বা করে । উক্ত দাড়ির কাটিং স্টাইলটি আপনার কেমন লেগেছে কমেন্ড করে জানাবেন । আর আপনাদের চেনার সুবির্ধাতে নিচে একটি নমুনা পিকচার প্রদান করা হলো ।
ছোট বক্সযুক্ত দাড়ি কাটিং
পাতলা, ঝরঝরে ছাঁটা দিক দিয়ে ছোট দাড়ি । বর্তমানে এই কাটিংটি বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমান তরুণ প্রজন্ম।
দাড়ির স্টাইল ছবি
দাড়ির স্টাইল পিকচার