GP Internet Offers 2024

GP Internet Offers 2024

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন আমিও ভালো আছি । আজকে আবার আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন একটি টপিক সম্পর্কে জানাতে । আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ।

গত পোস্টে আমরা বাংলালিংক সিমের ২০২৪ সালের যত প্রকার ইন্টারনেট অফার এবং প্যাকেজ গুলো রয়েছে সেই সকল তথ্য এবং আলোচনা নিয়ে হাজির হয়েছিলাম । আপনাদের অনেক রেসপন্স পাওয়ার পর আজকে আবার লিখতে বসেছি ।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণফোন সিমের ২০২৪ সালের যত প্রকার ইন্টারনেট অফার রয়েছে এবং যত ইন্টারনেট প্যাকেজ রয়েছে তার বিস্তারিত এবং ক্রয় করার বিষয়ে আলোচনা করা হবে । 

GP Internet Offers 2023

GrameenPhone কি?

গ্রামীণফোন টেলিকমিউনিকেশন হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি । বাংলাদেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষ গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকে । দিন দিন এর সংখ্যা আরো বেড়েই চলছে । তাই বলা যায় গ্রামীণফোন বাংলাদেশের একটি জনপ্রিয় এবং বৃহৎ কোম্পানিদের মধ্যে একটি । সারাদেশ জুড়ে রয়েছে গ্রামীণফোন সিমের অসংখ্য নেটওয়ার্ক ।

GP Internet Offers 2024

 গ্রামীণফোন সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার তৈরি করে থাকে এবং তা এসএমএসের মাধ্যমে সবার নিকটে পৌঁছে দেওয়ার চেষ্টা করে । কিন্তু সেই অফার গুলো ছাড়াও গ্রামীণফোন সিমের কিছু অসাধারণ অফার রয়েছে যেগুলোর তাদের মাই জিপি এপ্স অথবা ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হয় । তো আজকে আমি আপনাদের সাথে ২০২৪ সালের সকল গ্রামীন সিমের যে অফার গুলো রয়েছে সেগুলো বিস্তারিত শেয়ার করবো।

GP Internet Packages Price

আমরা জানি এখন প্রায় সকল সিম কোম্পানির ডেটার মূল্য আকাশচুম্বী । সরকারের ভ্যাট সামলাতে গিয়ে সবকিছুর দাম এখন বেড়ে যাচ্ছে সেখানে ছাড় পাইনি সিম কোম্পানিগুলোর ডেটার মূল্য । তাই এখন আমাদের মত ডাটা ব্যবহারকারীদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া । তারপরেও আমাদের ডাটা কিনেই ব্যবহার করতে হচ্ছে । তাছাড়া আর কোন উপায়ও দেখা যাচ্ছে না ।

GP Internet Packages Date

আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে গ্রামীণফোনের ২০২৪ সালের যত প্রকার অফার রয়েছে সেগুলো এক লিস্টে আপনাদের সাথে শেয়ার করবো । মানে আগের পোস্টে যেমন আমরা সাপ্তাহিক মাসিক প্যাকেজগুলো ভিন্ন ভিন্ন করে দিয়েছিলাম , আজকে আর তেমনটি হচ্ছে না । আজকে আমরা সকল প্যাকেজ যেমন ডেইলি সাপ্তাহিক এবং মাসিক প্যাকেজ একসঙ্গে দিয়ে দেবো । আপনাদের প্রয়োজন অনুযায়ী লিস্ট থেকে প্যাকেজগুলো খুঁজে বের করে পছন্দ অনুযায়ী ক্রয় করে ব্যবহার করতে পারেন ।

GP All Internet Packages List 2024

নিম্নোক্ত লিস্টে আমরা ২০২৪ সালের গ্রামীণফোন সিম কোম্পানির যতগুলো অফার এবং প্যাকেজ রয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম । যদি ভুলবশত কোন প্যাকেজ বা অফার বাদ পড়ে যায় বা আপনি জানেন এমন অফার নেই তাহলে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আমাদের জানাতে পারেন । তাহলে নিচের লিস্ট থেকে আপনার পছন্দের অফারটি খুঁজে নিন ।

Activation Codes

Volume Price Validity Activation Code
1.5 GB / Day TK 498 30 Days Dial*121*3319#
512 MB TK 32  3 Days  Dial *121*3256#
5 GB TK 129 7 Days  Dial *121*3329#
1 GB TK 43 3 Days Dial *121*3101#
1 GB / Day TK 399 30 Days  Dial *121*3090#
1.5 GB TK 57 3 Days  Dial *121*3242#
2 GB / day TK 649 30 Days Dial *121*3099#
3 GB TK 69  3 Days r Dial *121*3282#
2.5 GB TK 69 3 Days Dial *121*3282#
7 GB TK 148 7 Days  Dial *121*3262#
4 GB TK 259  30 Days  Dial *121*3027#
5 GB TK 84 3 Days  Dial *121*3100#
10 GB TK 148 7 Days Dial *121*3262#
10 GB TK 89 3 Days  Dial *121*3299#
6 GB TK 129 7 Days  Dial *121*3329#
6 GB TK 299 30 Days  Dial *121*3458#
15 GB TK 549 Unlimited Validity  Dial *121*3088#
15 GB TK 179 7 Days Dial *121*3359#
15 GB TK 398 30 Days  Dial *121*3334#
40 GB TK 1199 Unlimited Validity  Dial *121*3318#
20 GB TK 448 30 Days  Dial *121*3442#
30 GB TK 499 30 Days  Dial *121*3435#
50 GB TK 599 30 Days  Dial *121*3439#
60 GB TK 698 30 Days  Dial *121*3248#
100GB TK 999 30 Days  Dial *121*3249#

 

Note : গত পোস্টে আপনাদের ভালোবাসা এবং ইচ্ছা শক্তির জন্য , আপনাদের সুবিধার্থে নিচে কিছু মাসিক এবং সাপ্তাহিক অফার গুলো আলাদা আলাদাভাবে শেয়ার করা হলো । নিচের লিস্ট গুলো থেকে সাপ্তাহিক এবং মাসিক ইউজাররা আপনাদের পছন্দের অফার গুলো খুঁজে নিতে পারেন । আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে ।

GP Weekly Packages 2024

এই সেক্টরে আমরা গ্রামীণফোন সিম কোম্পানির ২০২৪ সালের সাপ্তাহিক সেরা অফার গুলো নিয়ে আলোচনা করবো । উক্ত উল্লেখিত অফার গুলো আপনারা ডায়াল করার মাধ্যমে ক্রয় করতে পারবেন । তাছাড়া মাই জিপি অ্যাপস থেকেও মাই অফার সেকশন থেকে অফার গুলো ক্রয় করতে পারবেন ।

GP 5GB 129tk

গ্রামীণফোন সিম কোম্পানির সবচেয়ে সেরা অফার বলতে পারেন এটিকে । কেননা শুধুমাত্র গ্রামীণফোন সিম কোম্পানি দিচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ১২৯ টাকায় । উক্ত ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ থাকবে ক্রয় করার দিন সহ ৭ দিন পর্যন্ত । উক্ত ইন্টারনেট প্যাকেজ এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

Volume: 5GB

Price: 129 TK

Validity: 7 Days

Code : *121*3329#

GP 7GB 148tk

গ্রামীণফোন সিম কোম্পানির আরেকটি সেরা অফার বলতে পারেন এই প্যাকেজটিকে । গ্রামীণফোন অফার এর মধ্যে অন্যতম অফার হিসেবে বিবেচিত হয়েছে এটি । এই অফারে আপনি পাচ্ছেন ৭ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ১৪৮ টাকায় । এই প্যাকেজের মেয়াদ থাকবে ক্রয় করার দিন থেকে সাত দিন পর্যন্ত । উল্লেখিত প্যাকেজটি বিস্তারিত তথ্য নিচে শেয়ার করা হলো ।

Volume: 7GB

Price: 148 TK

Validity: 7 Days

Code : *121*3262#

GP 10GB 148tk

গ্রামীণফোন সিম কোম্পানির একদম সেরাদের সেরা অফার হিসেবে বিবেচিত হয়েছে এই অফারটি । গ্রামীণফোন সিমের এই অফারটিতে পাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ১৪৮ টাকায় । উল্লেখিত প্যাকেজের মেয়াদ থাকবে ক্রয় করার দিন হতে সাত দিন পর্যন্ত । প্যাকেজ এর বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হলো ।

Volume: 10GB

Price: 148 TK

Validity: 7 Days

Code : *121*3262#

Note : এই দশ জিবি এবং সাত জিবি অফারটি একটিভিশন কোড একই । কারণ একজন গ্রাহক এই দুইটা অফারের মধ্যে যেকোনো একটি অফার পেতে পারেন তা গ্রামীণফোন সিম কোম্পানি দ্বারা বিবেচিত হবে ।

GP 15GB 179tk

গ্রামীণফোন সিমের অন্য অফার কে ছাড়িয়ে সেরাদের সেরা হয়ে দেখিছে এই অফারটি । এই অফারটিকে সকল অফার এর মাস্টারমাইন্ড ও বলা হয়ে থাকে । এই অফারটিতে আপনারা পাচ্ছেন ১৫ জিবি ডেটা মাত্র ১৭৯ টাকায় । উল্লেখিত প্যাকেজ টির মেয়াদ থাকবে ক্রয় করার দিন থেকে সাত দিন পর্যন্ত । উক্ত প্যাকেজের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ।

Volume: 15GB

Price: 179 TK

Validity: 7 Days

Code : *121*3359#

GP Monthly Packages 2024

এই সেকশনে আমরা গ্রামীণফোন সিমের মাসিক ইন্টারনেট প্যাকেজ গুলো নিয়ে বিস্তারিত লিখব এবং ক্রয় করার মাধ্যম গুলো জেনে নেবো । তাহলে চলুন দেখে নেওয়া যাক গ্রামীণফোন কোম্পানির ২০২৩ সালের আপডেট কোন অফার গুলো দেওয়া হয়েছে ।

GP 4GB 259tk

গ্রামীণফোন সিমের মাসিক প্যাকেজ এর সর্বপ্রথম লিস্টে রাখা হয়েছে এই অফারটিকে । এই অফারটিতে পাচ্ছেন মোট ৪ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ২৫৯ টাকায় । উক্ত প্যাকেজটির মেয়াদ থাকবে ক্রয় করার দিন থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত । উল্লেখিত প্যাকেজদের সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হলো ।

Volume: 4GB

Price: 259 TK

Validity: 30 Days

Code : *121*3027#

GP 6GB 299tk

গ্রামীণফোন সিম কোম্পানির মাসিক ইন্টারনেট প্যাকেজ এর দ্বিতীয় নাম্বারে রয়েছে এই অফারটি । এই ইন্টারনেট প্যাকেজ এ আপনারা পাচ্ছেন ৬ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ২৯৯ টাকায় । উক্ত প্যাকেজটির মেয়াদ থাকবে ক্রয় করার দিন থেকে ৩০ দিন পর্যন্ত । উল্লেখিত অফারটির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

Volume: 6GB

Price: 299 TK

Validity: 30 Days

Code : *121*3458#

GP 15GB 398tk

গ্রামীনফোনের মাসিক ইন্টারনেট প্যাকেজ এর তৃতীয় নাম্বারে রাখা হয়েছে এই সেরা অফারটি । উল্লেখিত এই সেরা অফারটিতে আপনারা পাচ্ছেন ১৫ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ৩৯৮ টাকায় । উক্তির মেয়াদ থাকবে ক্রয় করার দিন সহ 30 দিন পর্যন্ত । এই ইন্টারনেট প্যাকেজটি সম্পর্কে নিচে তথ্য দেওয়া হলো ।

Volume: 15GB

Price: 398 TK

Validity: 30 Days

Code : *121*3334#

GP 30GB 499tk

গ্রামীণের মাসিক ব্যবহারকারীদের জন্য এটি একটি অন্যতম জনপ্রিয় অফার হিসেবে বিবেচিত হবে বলে আশা করছি । এই অফারটিতে গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন ৩০ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ৪৯৯ টাকায় । এই সেরা অফারটির মেয়াদ থাকবে ক্রয় করার দিন হতে পরবর্তী ৩০ দিন পর্যন্ত । উল্লেখিত সেরা অফারটি সম্পর্কে নিচে বর্ণনা দেওয়া হলো ।

Volume: 30GB

Price: 499 TK

Validity: 30 Days

Code : *121*3435#

GP 100GB 999tk

২০২৩ সালের অন্যতম সেরা অফার হিসেবে বিবেচিত হয়েছে এই অফারটি । মাসিক প্যাকেজ ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় একটি প্যাকেজ হিসেবে পরিচিতি পেয়েছে এই অফারটি । এই অফারে মাসিক ব্যবহারকারীগণরা পাচ্ছেন ১০০ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ৯৯৯ টাকায় । উক্ত জনপ্রিয় অফারটির মেয়াদ থাকবে ক্রয় করার দিন সহ পরবর্তী ২৯ দিন পর্যন্ত । ক্রয় করার দিন সহ মোট ৩০ দিন । উল্লেখিত প্যাকেজটি বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হলো ।

Volume: 100GB

Price: 999 TK

Validity: 30 Days

Code : *121*3249#

GP Unlimited Validity Packages 2024

প্রিয় ভিউয়ার্স , আপনাদের সুবিধার্থেের জন্য এতক্ষণ আমরা সাপ্তাহিক এবং মাসিক প্যাকেজগুলো নিয়ে আলাদাভাবে কিছু তথ্য দিয়েছি । আশা করি এতে সাপ্তাহিক এবং মাসিক ব্যবহারকারীরা খুশি হয়েছেন ।

এখন আমরা গ্রামীণফোন সিম কোম্পানির যে আনলিমিটেড মেয়াদের কিছু প্যাকেজ রয়েছে ২০২৪ সালের জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো । আশা করি যারা আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ গুলো কিনে থাকেন তাদের অনেক উপকারে আসবে এই পোস্টটি ।

নিচে দেওয়া তথ্যগুলো ২০২৪ সালে আপডেট হওয়া অফারের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে । আশা করি অফার গুলো ক্রয় করতে গিয়ে আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না । যদি ক্রয় করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনার সমস্যাটি উল্লেখ করুন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার ।

তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক গ্রামীণফোন সিম কোম্পানির ২০২০ সালের জন্য আনলিমিটেড মেয়াদের কোন কোন ইন্টারনেট প্যাকেজ গুলো সরবরাহ করে থাকছে সেগুলোও এক নজরে দেখে নেওয়া যাক ।

GP 15GB 549tk

গ্রামীণফোন সিম কোম্পানির আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাকেজ হিসেবে বিবেচিত হয়েছে এই ইন্টারনেট প্যাকেজটি । এই প্যাকেজ যে আপনারা পাচ্ছেন ১৫ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ৫৪৯ টাকায় । দেখি তো ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ থাকবে ক্রয় করার দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত । যদিও লেখা থাকে আনলিমিটেড মেয়াদ তারপরেও তাদের মাই জিপি অ্যাপসে গেলে দেখতে পারবেন ৩৬৫ দিন পর্যন্ত মেয়াদ দেওয়া । তাহলে চলুন উক্ত প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ।

Volume: 15GB

Price: 549 TK

Validity: Unlimited Validity

Code : *121*3088#

GP 40GB 1199tk

গ্রামীণফোন সিম কোম্পানির ২০২৩ সালের জন্য আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দ্বিতীয় এবং শেষ প্যাকেজটি হচ্ছে এটি । আপনি যদি একজন হেব্বি ইউজার হয়ে থাকেন তাহলে এই প্যাকেজটি আপনার জন্য হবে একদম মানানসই । এই প্যাকেজটিতে আপনারা পাচ্ছেন ৪০ জিবি ইন্টারনেট ডাটা মাত্র ১১৯৯ টাকায় । উল্লেখিত প্যাকেজের মেয়াদ থাকবে আনলিমিটেড । যদিও মাই জিপি অ্যাপসে ৩৬৫ দিন দেখাচ্ছে । উল্লেখিত প্যাকেজটি বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হলো ।

Volume: 40GB

Price: 1199 TK

Validity: Unlimited Validity

Code : *121*3318#

তো ভিউয়ার্স এই ছিল আমাদের ২০২৪ সালের গ্রামীণফোন সিম কোম্পানির যত অফার এবং প্যাকেজ । আশা করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতে সক্ষম হয়েছি এবং যদি কোন অফার বাদ পড়ে যায় আপনার জানামতে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটা পরবর্তীতে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ।

শর্তাবলীঃ

  1. উপরে উল্লেখিত ক্যাম্পেনটি পরবর্তী নোটিশ দেওয়া না পর্যন্ত চলতে থাকবে ।
  2. সকল গ্রামীনফোন গ্রাহকদের জন্য উল্লেখিত অফার গুলো প্রযোজ্য ।
  3. উপরে উল্লেখিত কোন অফারই অটো রিনিউ প্রযোজ্য নয় ।
  4. উপরে উল্লেখিত সকল অফার এর ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *121*1*1#
  5. উল্লেখিত প্যাকেজগুলো ব্যবহারে Paygo এর খরচ সর্বোচ্চ 6.6625 টাকা ( ভ্যাট , এসডি এবং এসসি সহ) কাটা হবে ( ইন্টারনেট প্যাকেজের ভলিউম বা ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে গেলে )
  6. আপনার ইন্টারনেট প্যাকেজটি বাতিল করতে ডায়াল করতে হবে *121*3041#
  7. Skitto গ্রাহকদের জন্য উল্লেখিত কোন অফারই প্রযোজ্য নয় ।

বিঃদ্রঃ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি প্রতিনিয়ত এই পেজটি আপডেট রাখার জন্য । যদি কোন অফার আপডেট হয়ে থাকে তাহলে আমরা সাথে সাথে চেষ্টা করি সেই অফারটি এখানে আপডেট করে দেওয়ার জন্য । 

কিন্তু অনেক সময় আমাদের সময় স্বল্পতা অথবা বিষয়টি অজানা থাকার কারণে আপডেট করতে পারিনা । সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । অফার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে তাই ইন্টারনেট প্যাকেজ গুলো কেনার আগে অবশ্যই গ্রামীণফোন হেল্প সেন্টারে যোগাযোগ করে সেই অফার সম্পর্কে তাদের কাছ থেকে জেনে নিন অথবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে অফারটি এখনো চালু আছে কিনা ।

তাহলে ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কোন আর্টিকেলে আগামীর কোন অফার এর বিস্তারিত নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ।

Leave a Comment