আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা দেখুন । সকল সমস্যা এবং সমাধান

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন । আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ।

কিছুদিন আগেই আপনাদের জন্য GP Internet Offers 2023 নিয়ে লিখেছিলাম । সেখানে আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং অন্যান্য সিমের অফার নিয়ে লিখতে বলেছেন । সেই বিষয়ে অন্য একদিন লিখবো বলে ঠিক করেছি ।

আজ আমি আপনাদের সাথে একটা জরুরী বিষয় নিয়ে আলোচনা করবো বলে লিখতে বসলাম । এই বিষয়টি আপনাদের সবার ই জানা প্রয়োজন বলে আমি মনে করি । এই বিষয়ে অবগত না থাকলে পরে আপনাকে পড়তে হতে পারে বিশাল বিপবে ।

আমরা জানি , আমরা যখন সিম ক্রয় করি তখন আমাদের অথবা আমাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে হয় । সিম রেজিস্ট্রেশন করা ছাড়া আপনি সিম কিনতে পারবেন না এবং সিম ব্যবহারও করতে পারবেন না । তাই কিভাবে বুঝবেন যে আপনার আইডি কার্ড এ কয়টি সিম তোলা হয়েছে বা কয়টি সিম ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো । 

সিম রেজিস্ট্রেশন

সিম রেজিস্ট্রেশন কি ?

একটি সিমের মালিকা বৈধতা করার জন্য এই সিম রেজিস্ট্রেশন সিস্টেম টা চালু করা হয়েছে । সিম রেজিস্ট্রেশন এর মাধ্যমে উক্ত সিমটি আপনার সম্পদ হিসেবে রেজিস্ট্রেশন বা রেস্টারি করা হয়ে থাকে । আপনি ব্যতিত এই সিম কেউ ব্যবহার বা হারিয়ে গেলে তুলতে পারবে না । সিম ক্রয়ের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন করে সিমের মালিকানা নিশ্চিত করা হয় ।

সিম রেজিস্ট্রেশন কেন করা হয় ?

অতীতে মানুষ সিম ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করতো । যেমনঃ ফোন করে মিথ্যা লোভনীয় কথা বলে টাকা হাতিয়ে নেয়া , বিকাশ এজেন্ট সেজে বিকাশের টাকা হাতিয়ে নেয়ার মতো আরো বিভিন্ন অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়তো । তাই এই সকল অপরাধ দমন করতে চালু করা হয় সিম রেজিস্ট্রেশন পদ্ধতি । 

সিম রেজিস্ট্রেশন এর সুফল কি?

সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ার পর থেকে দেশে অপরাধের হার প্রায় ৮০% কমে এসেছে । কেউ যদি তার সিম ব্যবহার করে অপরাধ করে তাহলে সেই সিমের রেজিস্ট্রেশনকৃত মালিকের সকল তথ্য তার আইডি কার্ড থেকে সংগ্রহ করে তাকে ধরা হয়ে থাকে । 

কিন্তু এখানে কিছু অসাধারণ সিম বিক্রেতা গ্রামীন মানুষদের কাছে সিম বিক্রির সময় তার সিম দিয়ে অন্য আরো সিম রেজিস্ট্রেশন করে নেয় তার অজান্তেই । আর সেই রেজিস্ট্রেশনকৃত সিমগুলো চলে যায় প্রতারক চক্রের সদস্যদের কাছে । 

সেই সিমগুলো ব্যবহার করে এখনো কিছু চক্রের সদস্যরা অপরাধ করে যাচ্ছে । এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের । ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সহজ-সরল মানুষজনদের । তবে এখান থেকে মুক্তির উপায়ও আছে । কথায় আছে না সকল সমস্যার সমাধান আছে । আমাদের শুধু একটু মাথা খাটিয়ে সেই সকল সমস্যার সমাধান বের করতে হবে ।

GP Internet Offers 2023

সমস্যার সমাধান কি?

আমাদের জীবনে নানা সময় নানা ধরনের সমস্যা তৈরি হয় । এই সকল সমস্যা আমাদের নিজেদের ই দূর করতে হবে । তার মধ্যে উপরে উল্লেখিত সমস্যাটি মানব জীবনের একটি বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য আমাদের পর্যবেক্ষণ করে দেখতে হবে আমাদের আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে । 

কিভাবে বুঝবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ? এবং কিভাবে সেই রেজিস্ট্রেশনকৃত সিমগুলো থেকে মালিকানা তুলে নিবেন ? হ্যাঁ সবকিছু আপনাদের শিখিয়ে দিচ্ছি । তবে তার আগে আমাদের জানতে হবে আমাদের আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ? তাহলে চলুন শুরু করা যাক ?

কিভাবে বুঝবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ?

আমরা জানি একটি আইডি কার্ড দিয়ে ১৫ টা সিম রেজিস্ট্রেশন করা যায় । ১৫ টার বেশি সিম রেজিস্ট্রেশন করলে আগের যেকোনো সিম বন্ধ হয়ে যায় । এ তাই এই বিষয়ে আমাদের অবগত থাকতে হবে ।

মোবাইল থেকে যেকোনো সিম থেকে আপনার আইডি কার্ড এর মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানতে ডায়াল করতে হবে *16001# এবং তারপর সিম থেকে ডায়াল করেছেন সেই সিম মে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই আইডি কার্ড এর শেষের ৪ টি সংখ্যা লিখে পাঠাতে হবে । তাহলে পরবর্তী মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন । এটা ছিল একটা পদ্ধতি । এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে অপারেটর ভেদে তথ্যগুলো জানতে পারবেন , এই পদ্ধতিতে আপনার আইডি কার্ড এর নাম্বার প্রয়োজন হবে না । নিচে কিছু জনপ্রিয় অপারেটর এর কোড ও বিকল্প সমাধান দেওয়া হলো ।

GP Sim

গ্রামীণফোন সিম থেকে মেসেজের মাধ্যমে আপনারা আইডি কার্ড নাম্বার ছাড়াই আপনাদের আইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা জানতে পারবেন ।

আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে তা জানার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে info এবং পাঠিয়ে দিতে হবে 4949 নাম্বারে । নিচে কিভাবে পাঠাবেন তার একটি ডেমো দেওয়া হলো ।

Example : Type > info > send 4949

Banglalink Sim

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অপারেটর সিস্টেম banglalink থেকেও আপনার আইডি কার্ডের নাম্বার ছাড়াই আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা দেখতে পারবেন । বাংলালিংক সিম থেকে দেখতে ডায়াল করতে হবে *1600*2# এবং ফিরতি  এসএমএসে আপনাকে জানিয়ে দিবে আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

Robi Sim

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক অপারেটর রবি থেকেও আপনি শুধু ডায়াল করার মাধ্যমে আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখতে পারবেন । রবি সিম থেকে দেখতে ডায়াল করতে হবে *1600*3# এবং ফিরতে এসএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার আইডি কার্ডের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

Banglalink Internet Offers 2023

Airtel Sim

বাংলাদেশের আরো একটি সিম অপারেটর সিস্টেম এয়ারটেল থেকেও শুধু একটি কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে । এয়ারটেল সিম থেকে দেখার জন্য ডায়াল করতে হবে *121*4444# এবং ফ্রী এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে ।

Teletalk Sim

বাংলাদেশের সরকারি সিম অপারেটর টেলিটক থেকেও আপনি আপনার আইডি কার্ডের কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন । টেলিটক থেকে জানার জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে info এবং পাঠিয়ে দিতে হবে ১৬০০ নাম্বারে । আপনাদের সুবিধার্থে নিচে একটি ডেমো দেওয়া হলো ।

Example : Type> info > send 1600

আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে ।

তো ভিউয়ার্স, উপরে উল্লেখিত মাধ্যম গুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং কোন কোন সিম গুলো ব্যবহার করা হচ্ছে । 

এখন কথা হচ্ছে যদি দেখেন আপনার আইডি কার্ডের মাধ্যমে অজানা একটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই সিমটি আপনি ব্যবহার করছেন না । তখন আপনি নিম্নে উল্লেখিত মাধ্যমগুলোর মাধ্যমে সেই রেজিস্ট্রেশনকৃত সিমটি বন্ধ করে দিতে পারবেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অজানা সিমটি বন্ধ করবেন ?

কিভাবে অজানা সিম বন্ধ করবেন ?

আপনি যদি দেখেন আপনার আইডি কার্ডের মাধ্যমে এমন একটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে যা আপনার নয় । তাহলে নিচে উল্লেখিত কয়েকটি ধাপ পালন করার মাধ্যমে আপনি সেই অজানা সিম গুলো সহজেই বন্ধ করতে পারবেন ।

১ম ধাপঃ আপনি যখন দেখবেন একটি অজানা আছেন আপনার আইডি কার্ড দ্বারা নিবন্ধন করা হয়েছে তখন সেই নাম্বারটি একটি খাতায় লিখে রাখুন ।

২য় ধাপঃ এবার সেই লিখে রাখা নাম্বার এবং আপনার আইডি কার্ড নিয়ে আপনার নিকটবর্তী অপারেটর কাস্টমার কেয়ারে যেতে হবে ।

৩য় ধাপঃ যেই সিম রেজিস্ট্রেশন হয়েছে সেই সিমের অপারেটর কেয়ারে গিয়ে বলতে হবে , এই সিমটি আমার আইডি কার্ড দ্বারা নিবন্ধিত হয়েছে এবং এই সিমটি আমার নয় । আমি চাচ্ছি আমার এই সিমটি বন্ধ করে দেওয়া হোক ।

৪র্থ ধাপঃ কাস্টমার কেয়ার থেকে আপনার আইডি কার্ড জানতে চাইবে , আপনার আইডি কার্ড দেওয়ার পর কিছু প্রক্রিয়ার মাধ্যমে আপনার সেই অজানা সিম টি বন্ধ করে দেবে ।

তো উপরে উল্লিখিত এই চারটি ধাপ অনুসরণ করে আপনার আইডি কার্ডের আন্ডারে রেজিস্ট্রেশনকৃত অজানা সিমটি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন । অথবা আপনি ব্যবহার করেন না বা হারিয়ে গিয়েছে এমন সিম তুলতে অথবা বন্ধ করতে কাস্টমার কেয়ারে গিয়ে উপরের উল্লেখিত নিয়মে বললেই আপনার সিমটি তুলে দেবে অথবা বন্ধ করে দেবে ।

তো ভিউয়ার্স , আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা দেখবেন এবং অজানা সিম গুলো বা বাতিলকৃত সিমগুলো কিভাবে বন্ধ করবেন সেই নিয়ম গুলো।

যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে যদি কেউ এইরকম সমস্যা সম্মুখীন হয় তাহলে আপনার ফেসবুকে এই আর্টিকেলটি শেয়ার করার মাধ্যমে তাদের সাহায্য করতে পারেন ।

আর পরবর্তী আর্টিকেল কি নিয়ে দেখতে চাইছেন তা নিচের কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন । আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো পরবর্তীতে আর্টিকেল সেই বিষয় নিয়ে লেখার ।

তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন । সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ । আমাদের ব্লগটি যেন পরবর্তীতে হারিয়ে না ফেলেন সেই জন্য আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন ।

Leave a Comment