আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা আছে কিন্তু আপনি সেটির পাসওয়ার্ড জানেন না। এমতাবস্থায় কিভাবে wifi password জানা যায় এই নিয়ে আপনার যত চিন্তা ভাবনা। সকল চিন্তার অবসান ঘটিয়ে এবার জানাবো একাধিক উপায় যা অনুসরণের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন।
Table of Contents
কিভাবে wifi password জানা যায়? ওয়াইফাই পাসওয়ার্ড জানার নিয়ম
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড জানার নিয়ম
ধরে নেয়া যাক আপনার ডিভাইসে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টেড রয়েছে এবং আপনি সেই কানেক্টড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানেন না। এবার সেই অজানা পাসওয়ার্ড জানতে আপনার ফোন থেকে কিছু কার্যক্রম করতে হবে যা নিম্মে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি।
১) প্রথমেই দেখতে হবে আপনার ফোনটি রুট করা কি-না। যদি রুট করা থাকে তবে উত্তম আর যদি না থাকে তবে প্লে স্টোর থেকে Kingo Root নামক অ্যাপটি ইন্সটল করে সেখানে থাকা One click Root অপশনের মাধ্যমে ফোনটি সহজেই রুট করে নিন।
২) রুট করার কাজ শেষে আবার প্লে স্টোর থেকে File Explorer Root Browser নামক অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। যেখান থেকে Data নামক ফোল্ডারে যেতে হবে Misc নামক অপশন পাবেন যা ওপেন করতে হবে।
৩) কিছু ফাইল থাকবে যেখান থেকে wifi নামক ফাইলটি ওপেন করতে হবে। ওপেন করার পর নিচে স্ক্রোল করলে wpa_supplicant.conf নামক আরেকটি ফাইল পাওয়া যাবে। যার মধ্যেই আপনি ওয়াইফাইয়ের username এবং password খুজে পাবেন।
অনেকেই রয়েছে যারা ফোনটিকে রুট করতে ভয় পায় বা করতে ইচ্ছুক নয়। তাদের জন্য নিম্মে আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে, দেখে নিন।
QR Code ব্যবহার করে পাসওয়ার্ড জানার নিয়ম
বর্তমানে যে ফোন গুলো রয়েছে তাদের প্রায় প্রত্যেকটিতেই ওয়াইফাই শেয়ারিং এর জন্য QR code অপশন দিয়ে রাখছে। স্পেশালি আপনি যদি Xiaomi ইউজার হয়ে থাকেন তবে তাদের প্রতিটি ফোনেই এই ফিচার্সটি রয়েছে। যাই হোক প্রথমে জেনে নিন উক্ত অপশনটা আপনার ফোনে আছে কি না। যদি থাকে তবে খুব সহজেই পাসওয়ার্ড জানতে পারবেন অন্যথায় অন্য উপায় দেখতে পারেন।
১) প্রথমেই মোবাইলের ওয়াই-ফাই অপশনে গিয়ে কানেক্ট থাকা নেটওয়ার্কের উপর ট্যাপ করতে হবে। সেখানে থাকা অপশন থেকে QR code টি ওপেন করুন। এবার পুরো স্ক্রিনের একটি স্ক্রিনশট নিয়ে শুধুমাত্র QR code টি ক্রোপ করে নিন।
২) ফোনে থাকা যেকোনো QR code scanner কিংবা অনলাইন থেকে উক্ত স্ক্রিনশটটি আপলোড করে সাবমিট করলেই পরবর্তী ইন্টারফেসে দেখতে পাওয়া যাবে Wifi Password.
এবার দেখে নেয়া যাক কম্পিউটারে কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে জানা যায় সে সম্পর্কে।
বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
কম্পিউটারে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড জানার নিয়ম
১) প্রথমেই Windows Search Bar থেকে Run লিখে সার্চ করে ওপেন করুন।
২) এবার কমান্ড বক্সে ncpa.cpl লিখে ওকে বাটনে ক্লিক করুন
৩) এবার একটি লিস্ট দেখাবে যেখানে সকল কানেক্টেড নেটওয়ার্ড গুলো থাকবে। আপনি ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানতে ইচ্ছুক সেটিতে ক্লিক করুন।
৪) অতঃপর সেখান থেকে wireless properties অপশনে ক্লিক করে আবার security নামক অপশনে ট্যাপ করতে হবে।
৫) সিকিউরিটি অপশনে আপনি উক্ত ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে যাবেন। That’s all.
রাউটারের সাথে কানেক্ট করে ওয়াইফাই পাসওয়ার্ড জানার নিয়ম
এবার যে পদ্ধতিটি জানানো হবে সেটা সরাসরি ওয়াইফাই রাউটারে লগিন করে পাসওয়ার্ড জেনে নেয়ার উপায়। এটা করার জন্য প্রথমেই আপনাকে যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে। এবার সার্চ বক্সে –
- 192.168.0.1
- 192.168.1.1
- 192.168.2.1
- 10.0.0.1
এখান থেকে যেকোনো একটি কোড কপি করে সার্চ করতে হবে। এবার সরাসরি রাউটারের লগিন পেজে নিয়ে যাওয়া হবে। সাধারণত ব্যাসিক ইউজাররা রাউটারের লগিন ইনফো চেঞ্জ করে না। সেক্ষেত্রে প্রতিটি রাউটারের লগিন ইনফো হলো ইউজারনেম ও পাসওয়ার্ড উভয়র ক্ষেত্রেই admin.
লগিন হয়ে গেলে বাম পাশের মেনু অপশন থেকে Wireless 2.4GHz অপশনটির মধ্যে wireless security অপশনটিতে ট্যাপ করুন। সেখানে ট্যাপ করলেই উক্ত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন।
পরিশেষে, এই ছিলো কিভাবে wifi password জানা যায় বিষয়ের উপর ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায় গুলো। যেখানে খুব ডিটেইলস ভাবে একাধিক উপায় সম্পর্কে জানানো হয়েছে।