Table of Contents
Google Reader Revenue Manager
Google ব্লগারদের জন্য অর্থ উপার্জনের জন্য নতুন একটি মাধ্যম আবিষ্কার করেছে। এই মাধ্যমটি ব্যবহার করার মাধ্যমে কনটেন্ট রাইটাররা তাদের কনটেন্ট গুলো দেখানোর বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবে। আজকের আর্টিকেলে আমরা জানবো Google Reader Revenue Manager কি এবং এই সিস্টেমটি কিভাবে কাজ করে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর রমরমা সময়ে google চুপচাপ ভাবে Google Reader Revenue Manager রিলিজ করে দিয়েছে। তাও আবার কোন প্রকার বড়সড়ো এনাউন্সমেন্ট না করেই। এটি মূলত আপনার ব্লগের কনটেন্টের ওপর একটি সাবক্রিপশন সিস্টেম ম্যানেজমেন্ট করার মাধ্যম। এটি মূলত লেখক এবং ওয়েবসাইট মালিকদের জন্য।
Google Reader Revenue Manager কি?
Google Reader Revenue Manager হলো google এর একটি নতুন টুলস সিস্টেম। এই সিস্টেমটি চালু করার মাধ্যমে Content Creator তাদের ওয়েবসাইটে একটি সাবস্ক্রিপশন সিস্টেম চালু করতে পারবে। মূলত আপনার প্রকাশিত কনটেন্টটি পড়ার জন্য ট্রাফিকদের আগে আপনার ওয়েবসাইটে পে করার মাধ্যমে একটি সাবস্ক্রিপশন কিনতে হবে। এক মাস অথবা ছয় মাসের একটি সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো পড়তে পারবে। আপনার ওয়েবসাইটে যদি google এডসেন্স অ্যাপ নাও থাকে তবুও আপনি এটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন।
Google Reader Revenue Manager কিভাবে কাজ করে?
আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি যদি Google News Publisher Center এ Approve করা থাকে তবে আপনি Google Reader Revenue Manager ব্যবহার করতে পারবেন। এই সেক্টরটির মূল লক্ষ্য হচ্ছে গুগল নিউজ এর মাধ্যমে সাবস্ক্রিপশন সিস্টেম টাকে একদম সহজ এবং সাধারণভাবে প্রকাশ করা। যেন শুধুমাত্র google একাউন্ট ব্যবহার করার মাধ্যমেই ট্রাফিকরা আপনার কনটেন্ট এর সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে পারে।
Google Reader Revenue Manager ব্যবহার করার মাধ্যমে পাবলিশাররা তাদের ইচ্ছামত তাদের ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন প্রাইসিং করতে পারবে। পেমেন্ট মেথড হিসেবে উল্লেখিত মেথড গুলোই ব্যবহার করতে হবে।
Subscriptions
- আপনি আপনার ইচ্ছামত কিছু কনটেন্ট অথবা সমস্ত কন্টেন্ট এ ব্যাসিক অথবা প্রিমিয়াম সাবস্ক্রিপশন সিস্টেম যোগ করতে পারবেন।
- আপনার ওয়েব সাইটের পাঠকদের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী একটি সাবস্ক্রিপশন মূল্য নির্ধারণ করতে পারবেন।
Contributions
- আপনার বেশিরভাগ কন্টেনগুলোই সাধারণভাবে বিনামূল্যে পড়তে পারবে।
- পাঠকদের জন্য সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাকেজ চয়েজ করার অপশন থাকতে হবে।
- আপনি মাসিক অথবা বাৎসরিক সাবস্ক্রিপশন সিস্টেম চালু করতে পারবেন।
এই টুলস টি ব্যবহার করার মাধ্যমে পাবলিশাররা তাদের পাঠকদের জন্য কম অথবা বেশি মূল্যের সাবস্ক্রিপশন প্যাকেজ তৈরি করতে পারবে। পেইড কন্টেন্ট চালু করার মাধ্যমে কনটেন্ট রাইটাররা একটি ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারবে এবং পাশাপাশি একটি সাবস্ক্রিপশন সিস্টেম দাড় করাতে পারবে।
Subscribed Content Report
আপনি যদি আপনার ওয়েবসাইটে Google Reader Revenue Manager এর মাধ্যমে সাবস্ক্রিপশন পেমেন্ট সিস্টেম চালু করে থাকেন তাহলে আপনি এখন খুব সহজেই গুগল সার্চ কনসোল ব্যবহার করার মাধ্যমে সাবস্ক্রিপশন রিপোর্টগুলো দেখতে পারবেন। এই গুগল সার্চ কন্টসল এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার কনটেন্ট দেখার জন্য কতজন সাবস্ক্রিপশন কিনেছে এবং কিভাবে পেমেন্ট করেছে তার বিস্তারিত তথ্য।
উত্তর রিপোর্ট দ্বারা যা যা জানতে পারবেনঃ
- গুগল সার্চ থেকে কতজন আপনার কনটেন্ট টি দেখেছে এবং কতজন আপনার কনটেন্ট সাবস্ক্রিপশন কেনার জন্য আগ্রহ তার ডেটাবেজ।
- আপনার কোন কনটেন্ট এর স্ট্রাকচার এর সমস্যা থাকলে তা সহজেই ডিটেক্ট করতে পারবে এবং সাবস্ক্রিপশন জনিত কোন সমস্যা থাকলে সেটি ডিটেক্ট করার মাধ্যমে সহজেই সমাধান করতে পারবেন।
Google Reader Revenue Manager ব্যবহারের সুবিধাঃ
Google Reader Revenue Manager ব্যবহার করার মাধ্যমে আপনারা নিচের সুবিধাগুলোও পেতে পারেনঃ
- Maintaining reader engagement: আপনার পাঠক যেকোনো জায়গায় সাইন ইন থাকতে পারে তাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে।
- Direct audience interaction: পাঠকরা তাদের ইমেইল এড্রেস শেয়ার করবে এমনকি সরাসরি যোগাযোগ করার নাম্বারও।
- Boosting conversions: নিরাপদ পেমেন্ট মেথড আপনার পাঠকদের সাবস্ক্রিপশন সিস্টেমকে আরো সহজ করে তুলবে।
- Launching with ease: উন্নত প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই আপনি আপনার পেমেন্ট সিস্টেম এবং পড়ার অভিজ্ঞতা কে পরিচালনা করতে পারবেন।
- Collecting payments with minimal transaction fees: কনটেন্ট সাবস্ক্রিপশন ফি হিসেবে শুধুমাত্র ক্রেডিট কার্ড থেকে চার্জ করা হবে 5%।
More:
FAQ About Reader Revenue Manager
Google Reader Revenue Manager কি?
Google Reader Revenue Manager হলো গুগলের একটি নতুন টুলস যা কন্টেন্ট রাইটার এবং পাবলিশারদের তাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে সাবস্ক্রিপশন পেমেন্ট সিস্টেম করতে সহায়তা করে। এই টুলস টি ব্যবহার করার জন্য অবশ্যই google নিউজ অ্যাপ্রুভ থাকতে হবে।
Google Reader Revenue Manager কিভাবে কাজ করে?
Google Reader Revenue Manager ব্যবহার করার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা তাদের কনটেন্ট গুলো নিজের ইচ্ছামত প্রাইসিং সাবস্ক্রিপশন সিস্টেম চালু করতে পারবে। পাঠকরা খুব সহজেই তাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাবস্ক্রিপশন করতে পারবে এবং পেমেন্ট মেথড গুগলের মাধ্যমে পরিচালিত হবে।
Subscribed Content report কিভাবে দেখবো?
সাবস্ক্রাইব কন্টেন্ট রিপোর্ট দেখার জন্য অবশ্যই আপনার google সার্চ কনসোল এ ভিজিট করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে google নিউজ এপ্রুভ থাকতে হবে এবং Google Reader Revenue Manager এ আপনার পেমেন্ট মেথড যুক্ত করা থাকতে হবে।
Conclusion
পরিশেষে Google Reader Revenue Manager হলো গুগলের একটি শক্তিশালী টুলস। যার মাধ্যমে ব্লগাররা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট এর ওপর সাবস্ক্রিপশন সিস্টেম চালু করতে পারবে এবং এই মাধ্যমে তাদের ওয়েবসাইট থেকে ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবে। এই সিস্টেমটি লেখকদের পাঠকদের সঙ্গে যুক্ত থাকতে সহায়তা করবে। তাছাড়া পেমেন্ট গ্রহণ করা , সাবস্ক্রিপশন সিস্টেম কাস্টমাইজ করা সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা নিয়ে আসবে।
গুগল সার্চ কনসোল ব্যবহার করার মাধ্যমে সাবস্ক্রিপশনকৃত কনটেন্টগুলোর পারফরম্যান্স দেখতে পারবে এবং আর্টিকেল এর কোন স্ট্রাকচার সমস্যা থাকলে তা সহজেই সমাধান করতে পারবেন। Google Reader Revenue Manager ব্যবহার করার মাধ্যমে ব্লগাররা ইনকাম করার পাশাপাশি পাঠকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে পারবে।