Oneplus Nord 3 5G Phone Review & Specifications 2024

Oneplus Nord 3 5G

বিশ্ববাজারে স্মার্টফোনের প্রতিযোগিতায় বাজার জমজমাট করতে মেতে উঠেছে বড় বড় স্মার্টফোন কোম্পানি গুলো। বিশ্বের সকল নামিদামি brand প্রতিবছর নতুন নতুন স্মার্টফোন নিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটাচ্ছে পুরো বিশ্ব দরবারে। নতুন নতুন ফিচার নিয়ে পুরো বিশ্বকাপিয়ে রাজত্ব করে যাচ্ছে একের পর এক স্মার্টফোন কোম্পানি গুলো।

এই লিস্টে ওয়ান প্লাস এর কথা বলতে গেলে তা শেষ হবার কথা নয়। ওয়ান প্লাস স্মার্টফোন কোম্পানি এই পর্যন্ত যতগুলো স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে প্রায়ই সবগুলো ফোন দিয়েই মার্কেট ধরে রেখেছে। ঠিক এবারও ওয়ান প্লাস তার পুনরাবৃত্ত ঘটিয়েছে।

এ বছর ওয়ান প্লাস তাদের নতুন স্মার্টফোন Oneplus Nord 3 5G ভেরিয়েন্টটি বাজারে রিলিজ করেছে। যা ইতিমধ্যে স্মার্টফোন বিশ্ব দরবারে হইচই ফেলে দিয়েছে। তো আজকে আমরাও ওয়ানপ্লাস এর এই নতুন ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবোএবং এই নতুন ফোনটি সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য জানার চেষ্টা করবো। 

Oneplus Nord 3 5G

আমরা বরাবরই জানি ওয়ান প্লাস একটি জনপ্রিয় এবং ভালো একটি স্মার্টফোন কোম্পানি।  ওয়ান প্লাস সব সময় ভালো কনফিগারেশন দেওয়ার চেষ্টা করে এবং স্মার্টফোনের বাজার মূল্য বাজেটের মধ্যে রাখার চেষ্টা করে। ওয়ান প্লাস এর ফোনগুলো যে স্পেসিফিকেশন সেগুলো বিশ্বের আর কোন ফোনেই দেখা যায় না। 

Sim Card : সকল ফোনের মতোই এখানেও আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন।

Connectivity : এই ফোনটিতে 2G,3G,4G,5G নেটওয়ার্কের সুবিধা গুলো পাবেন।

Display : এই ফোনটিতে উন্নত মানের ডিসপ্লে 6.72″ inches flui display ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকছে HDR10+ ফিচার্স এবং 90 hz রিফ্রেশ রেট।

Body : এই ফোনটির সামনে এবং পিছনে gorilla glass 5 এর প্রটেকশন রয়েছে। এই ফোনটির ফ্রেম প্লাস্টিকের তৈরি। যদি অ্যালুমিনিয়ামের তৈরি হতো তাহলে আরেকটু ভালো হতো।

Chipset : এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek MT6983 dimensity 2000 (4 nm) , এটি একটি অক্টাকোর (8 core) প্রসেসর  ।গ্রাফিক্স রয়েছে Mali-G710 MC10,, এই ফোনটির প্রসেসর এবং গ্রাফিক্সের তুলনা নেই, কোন ঝামেলা ছাড়াই আনলিমিটেড মাল্টিটাস্কিং এবং গেমিং করতে পারবেন। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 Latest Version এবং ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে Oxyzen Os 13 Version.

Camere : আইফোনটিতে ব্যবহার করা হয়েছে Triple camera setup with wide(50 mp),  ultrawide(8mp) and depth(2 mp) ,, এটা দিয়ে 4k কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যাবে।  Dual LED Flash সহ সাধারণ কিছু ফিচার এখানে পাওয়া যাবে। Selfi Camera wide(16 mp) দিয়ে 1080p  তে HD Video Record করতে পারবেন। (এতোকিছু দিয়েছে অথচ Micro Camera দেয়নি, ম্যাক্রো ল্যান্সের ছবি তুলতে পারলেই ক্যামেরার স্বাদ পাওয়া যায়)

Memory : এই ফোনটিতে এক্সটার্নাল মেমরি লাগানোর কোন অপশন নেই।  আরো থাকছে Ufs 3.1 যা আপনার মেমোরিকে Super Fast গতিতে রান করাবে।

128GB 6GB RAM
128GB 8GB RAM
256GB 12GB RAM

 

Battery

এই ফোনটিতে রয়েছে অসাধারণ ব্যাটারি ক্যাপাবিলিটি যা আপনাকে দেবে অনন্য এবং অফুরন্ত সময় এর ব্যাকআপ।

Battery Type Li-Poly (Lithium Polymer)
Capacity 4500 mAh
Fast Charging 65W Fast charging
Placement Non-removable Li-Polymer
Standby Up to 102 hours
Talk Time Up to 24 hours on 3G
Music Play Up to 17 hours

 

Features : 

ইন্টারনেটে সকল ইউজারদের রেটিং অনুযায়ী নিচে একটি রেটিং প্রকাশ করা হলো। এতে করে বোঝা যায় যে এটা কতটা বাজেট ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি হতে পারে।  ওয়ান প্লাস এই প্রথম বাংলাদেশের জন্য এমন একটি বাজেট ফ্রেন্ডলি ফোন বাজারে রিলিজ দিতে যাচ্ছে।  বর্তমান বিশ্ববাজারে স্মার্টফোনের চাহিদা এবং দাম অনুযায়ী ওয়ানপ্লাস তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে খুবই কম বাজেটে এই ফোনটি রিলিজ দিতে যাচ্ছে।

Colors : 

এই ফোনটি আপনারা পাচ্ছেন লাল নীল সবুজ কালার তিনটি ভেরিয়েন্টে। এছাড়াও আরো কিছু কালার available পাওয়া যাবে মার্কেটে।  অথবা আপনি যদি বেশি বড়লোক হন তাহলে কোম্পানি থেকে নিজের ইচ্ছামত  কালার  চয়েস করার মাধ্যমে বানিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে গুনতে হবে মোটা অংকের অর্থ।

Vivo V27e Review in Bangla and Specification ( April 2024 )

Price In BD

ওয়ান প্লাস স্মার্টফোন তাদের নতুন ফোন বাংলাদেশে যে দামে রিলিজ দিতে পারে তার একটি অনুমানিক লিস্ট তৈরি করে নিচে আপনাদের সামনে উপস্থাপনা করা হলো। আমার মতে ওয়ান প্লাস বাংলাদেশি ইউজারদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি নামমাত্র মূল্যে এই ফোনটি বাজারে রিলিজ দিতে যাচ্ছে।

128GB 6GB RAM 32,000 BDT (Approx.)
128GB 8GB RAM 40,000 BDT (Approx.)
256GB 12GB RAM 56,000 BDT (Approx.)

 

তো এই ছিল আমাদের আজকের Oneplus Nord 3 5G স্মার্টফোনের রিভিউ। আশা করি আপনাদের রিভিউটি অত্যন্ত ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে মন্তব্য করে জানাবেন এবং আপনার বন্ধুদের এই ফোনটি সম্পর্কে জানাতে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ফোন নিয়ে বিস্তারিত রিভিউ চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী আর্টিকেলে এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন টেকনোলজি বিষয়ে জানার জন্য প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।  ধন্যবাদ। 

Leave a Comment