Newspaper 11 Theme for Blogspot. Top 5 Professional Blogspot Theme 2023

Newspaper 11 Theme for Blogspot

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন এবং আমিও ভাল আছি ।

তো দেখতে দেখতে আবার আমাদের মাঝে ফিরে এলো রমজান মাস । এই মাস হচ্ছে আপনার দোয়া কবুলের মাস এবং আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং আমাদের পূর্বের যত পাপ তার ক্ষমা চাইবো মহান আল্লাহর কাছে ।

তো আজকে অনেকদিন পর আবার লিখতে বসে গেলাম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ওয়ার্ডপ্রেসের মতো ডিজাইন দিয়ে ব্লগস্পট ওয়েবসাইট তৈরি করবেন । মানে ওয়ার্ডের সাইটের যে ডিজাইনগুলো থাকে সেগুলো সাধারণত ব্লগস্পট সাইটগুলোতে পাওয়া যায় না । তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু বক্স টেমপ্লেট শেয়ার করব যেগুলো হুবহু ওয়ার্ডপ্রেস সাইটের মত ফিল দিবে ।

আজকে আমি বেশি পোস্ট লম্বা করব না কেননা রোজা থেকে বেশি লেখালেখি করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এবং আপনারা যদি থিম গুলো ডাউনলোড করতে চান তাহলে থিমের নামগুলো লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন সবগুলো থিমই ফ্রিতে পাওয়া যাবে ।

আর একটা কথা আমরা সচরাচর ওয়ার্ডপ্রেস এর নিউজ পেপার থিমটা দেখি এবং থিমটার ডিজাইন এতই ভালো যে আমরা চাই যে যদি এইরকম ডিজাইনের একটা থিম Blogspot সাইটের জন্য থাকতো তাহলে খুবই ভালো হতো । তো আজকে এই পাঁচটি থিমের মধ্যে আমি একটি থিম একদম হুবহু নিউজ পেপার ওয়ার্ডপ্রেস থিমের মত শেয়ার করব আশা করি আপনাদের থিমটা খুবই ভালো লাগবে ।

 

তো আমরা পাঁচটি থিম অনেক বাছাই করার পর আপনাদের জন্য সিলেক্ট করেছি । একে একে সকল থিমগুলো নিচে বর্ণনা সহ শেয়ার করা হলো এবং সবগুলো থিমের একটি করে স্ক্রিনশট শেয়ার করা হলো । তাহলে চলুন শুরু করা যাক ।

SEO EDGE

এই থিমটি আপনাকে একদম ওয়ার্ডপ্রেস সাইটের ফেল দেবে । যদি আপনি একটি কাস্টম ডোমেন কিনে লাগিয়ে দেন তাহলে কেউ ধরতেই পারবে না যে এই সাইটকে ব্লগস্পটে পোস্ট করা হয়েছে ।

চিন্তিত রয়েছে অসাধারণ ডিজাইনের টপ মেনু সাইড মেনু শুটার মেনু সহ অসাধারণ সকল ফিচারযুক্ত এই তিনটি আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন । সকল পোস্টেই থাকবে অথর বক্স এবং শেয়ারিং বাটন । এই থিমটিতে রয়েছে whatsapp শেয়ারিং সিস্টেম । আপনারা সবাই জানেন যে এখন প্রায়ই মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে, তাই আপনার আর্টিকেল পড়ে যদি কেউ হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সে তার বন্ধুদের সাথে শেয়ার করবে ।

Magistic

আমাদের দুই নাম্বার ব্লগস্পট টেমপ্লেটের লিস্টে রাখা হয়েছে Magistic কে । এই থিমটিতে আপনারা পাচ্ছেন মেগা মেনু টপ মেনু ফুটার মেনু এবং হোম পেজে রয়েছে অসাধারণ কিছু ক্যাটাগরির ডিজাইন বাটন যা আপনার ব্লগটিকে দেবে প্রিমিয়াম লুক ।

এই থিমটির হোমপেজে কোন সাইডবার মেনু থাকছে না । আপনি যদি কোন পোস্ট পড়তে চান তবেই সেখানে শুধু সাইড বার মেনু পেয়ে যাবেন । তাছাড়া এই থিমটিতেও পেয়ে যাচ্ছে না ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন।

আপনারা হয়তো ভাবতেছেন যে পাঁচটা থিম শেয়ার করবো তার মধ্যে তো দুইটা দেখিয়ে দিলাম কিন্তু নিউজ পেপার থিমটা কখন শেয়ার করবো । আরেকটু অপেক্ষা করুন । নিউজ পেপার থিম শেয়ার করার আগে আর একটি থিম যা নিউজ পেপার থিমের সাথে কিছুটা মিলে যায় ।

আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা দেখুন । সকল সমস্যা এবং সমাধান

Mag Paper

হ্যাঁ আমি Mag Paper Template এর কথাই বলছিলাম এতক্ষন । এই থিমটি ওয়ার্ডপ্রেস নিউজ পেপার থিমের সাথে অনেকটাই মিলে যায় । এই থিমটিতে রয়েছে টাইম , শেয়ারিং মেনু , টপ মেনু এবং এই থিমটিতে রয়েছে ডার্ক মোড অপশন ।

এই থিমটির হোমপেজেই পেয়ে যাচ্ছেন সাইড ব্যার মেনু , ক্যাটাগরি , সোশ্যাল শেয়ারিং , পপুলার পোস্ট অপশন সহ আরো অনেক কিছু ।

এই থিমটির পোষ্টের ভিতর থেকে দেখতে গেলে ভিতরে কোন সাইড বার মেনু দেখা যাচ্ছে না প্লাস পোষ্টের ভিতরে আপনারা চাইলে এডসেন্সের অ্যাড লাগাইতে পারবেন । আর অন্যান্য থিমের মতো সোশ্যাল শেয়ারিং বাটন প্লাস অথর বক্স ইত্যাদি ইত্যাদি ফিচারগুলো রয়েছে ।

Citron

আপনি যদি এই থিমটি দেখেন , আপনি বুঝতেই পারবেন না যে এই থিমটি ব্লগস্পট সাইটের জন্য । এই থিমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বোঝাই যাওয়ার উপায় নাই যে এই থিমটি ব্লগস্পট সাইটের থিম ।

এই থিমটি হোম পেজে রয়েছে অসাধারণ ডিজাইন সাথে রয়েছে ডার্কমোড লাইট মোড অপশন এবং অসাধারণ ভাবে সাজানো হয়েছে এর ক্যাটাগরি সেকশনকে । 

ব্লগারের জন্য এই থিমটি এমনভাবে সাজানো হয়েছে যে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা ওয়ার্ডপ্রেস সাইট নাকি ব্লগারের সাইট। অসাধারণ পোস্ট সাজানোর ডিজাইন রয়েছে এবং পোস্ট এর ভিতর গেলে আপনারা সাইড বার দেখতে পারবেন । এক কথায় অসাধারণ একটি থিম আপনারা যদি থিমটার ডেমো একবার গুগলে সার্চ করে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে এতদিন আপনি কি মিস করেছেন ।

আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন যে ব্লগ স্পটের জন্য নিউজ পেপার থিমটি কখন পেতে যাচ্ছেন । তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি ব্লগস্পট এর জন্য নিউজ পেপার ১১ থিমটি ।

Newspaper 11

হ্যাঁ ভিউয়ার্স , ওয়ার্ডপ্রেস এ যেমন থিমের নাম নিউজপেপার এলিভেন টুয়েলভ ভাবে আপডেট হয়ে থাকে , ঠিক তেমনি ভাবেই ব্লগস্পট এর জন্য এই থিমটির নাম রাখা হয়েছে নিউজ পেপার ইলেভেন ।

এই থিমটি ওয়ার্ডপ্রেস নিউজ পেপার থিম এর মত হুবহু তৈরি করা হয়েছে । এই থিমটিতে রয়েছে টপ ম্যানুবার সাথে সোশ্যাল শেয়ারিং অপশন । রয়েছে ডার্ক মোড এবং লাইট মোড অপশন । রয়েছে মেগা মেনু বার ফিচার মেনু বার ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি ।

ওয়ার্ডপ্রেসের যেমন পোস্ট এর ক্যাটাগরি সোশ্যাল প্লাগইন অথর বক্স প্লাস পপুলার পোস্ট এর যে ডিজাইনগুলো সবগুলো একদম হুবহু কপি করা হয়েছে এই ব্লগস্পট থিমটিতে ।

এই থিমটি ওয়ার্ডপ্রেস সাইটের থিম এর মত একদম হুবহু মিলে যায় এবং আপনারা যদি চান তাহলে এই থিমটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । 

তো এখন কথা হচ্ছে যে এই থিম গুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ডকুমেন্টস গুলো কোথায় পাবেন ইত্যাদি ইত্যাদি যাবতীয় যত ফাইলগুলো আছে সবগুলো কিভাবে পাবেন কিভাবে সেটআপ করবেন ইত্যাদি ইত্যাদি ।

How to load?

তো এই থিমগুলো লোড করার জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে । আপনি যে থিমটি লোড করতে চাচ্ছেন অথবা ডেমো দেখতে চাচ্ছেন সেই থিমটি লোড বা ডেমো দেখার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে যেমনঃ Citron Blogspot Template load. এইরকম ভাবে থিমের নাম লিখে শেষে ব্লগস্পট টেমপ্লেট লোড লিখে দিলেই ওই থিমটির অফিসিয়াল স্টোর থেকে ফ্রি ভার্সন গুলো লোড করে নিতে পারবেন পাশাপাশি থিমগুলোর ডেমো দেখতে পারবেন ।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে থিম গুলো লোড করবেন এবং লোড করার পর কিভাবে ব্যবহার করবেন ।

তো ভিউয়ার্স, আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো এবং কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না । আর এই থিমের বিষয়ে আপনার বন্ধুদের জানাতে অবশ্যই এই আর্টিকেলটি আপনার সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে ভুলবেন না ।

তো দেখা হবে আগামী কোন আর্টিকেলে এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে আর্টিকেল চাচ্ছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাদের জানাবেন । ধন্যবাদ সবাইকে ।

Leave a Comment