বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় । bkash account disable

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়

 

আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ব্লগ পোস্টটি আপনার জন্য । বিকাশে ব্যবহারে রয়েছে বেশ বিকাশ নিয়ম ও নীতিমালা । আপনি যদি বিকাশের শর্ত সমূহ ভঙ্গ করেন, তাহলে বিকাশ একাউন্ট সারা জীবনের জন্য বন্ধ করা অথবা সাময়িক ভাবে স্থগিত করা হতে পারে । বর্তমানে সব থেকে বেশি যে সমস্যাটি দেখা যায়, তাহলো বিকাশের পিন লক হওয়া । অনেকে বিকাশের পিন লক হলে কি করবে সেটা ও জানেন না । অনেকে বার বার ভুল পিন কোর্ড দিয়ে বিকাশ একাউন্ট টি bkash pin lock করে ফেলছে ।  এই পোস্টে আলোচনা করবো বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় কি কি এবং বিকাশ একাউন্ট পিন লগ হলে কি ভাবে ঠিক করতে হয়ে । বিকাশ একাউন্ট বন্ধ হলে অথবা পিন লক হলে আপনি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন । অথবা লাইভ চ্যাট এর মাধ্যমে ঘরে বসেই বিকাশ এর সব প্রয়োজনীয় সার্ভিস নিতে পারবেন ।

 

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার

 

আপনি কি? আপনার বিকাশ একাউন্ট এর সমস্যার জন্য বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির নাম্বার খুঁজছেন করছেন ? আপনি এই পোস্টে পাবেন বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার । বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারে কথা বলতে হলে, আপনার ফোনের পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে । বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর হলোঃ ১৬২৪৭ । আপনি চাইলে ফ্রিতে অনলাইনে লাইভ চ্যাট এর মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন । বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে বিকাশ কাস্টমার সাপোর্টে যোগাযোগ করার জন্য ভিজিট করুন https://www.bkash.com/

 

বিকাশ পিন লক হলে কি করবো

 

বিকাশ পিন লক বর্তমানে অনেক হচ্ছে পিন লক হওয়ার প্রধান কারণ হলো পিন কোর্ডটি মনে না রাখা । আপনি চাইলে কিন্তু নিরাপদ কোন স্থানে আপনার বিকাশ পিন কোর্ডটি লিখে রাখতে পারেন । bkash pin lock হলে আপনাকে প্রথমে যে কাজ গুলো করতে হবে । একাউন্ট খোলার সময়ে যে আইডি কার্ড ব্যবহার করা হয়ে সেটি সাথে রাখতে হবে । এবং বিকাশের ব্যালেন্সে কত টাকা আছে অথবা বিকাশের লাস্ট ট্রানজেকশন এর বিবরণ দিতে হবে । 

আরো পড়ুনঃ বিকাশে টাকা রাখলে মুনাফা । বিকাশ সেভিংস এর মুনাফা

আপনি চাইলে *২৪৭# ডায়াল করে পিনটি রিসেট করে নিতে পারবেন । আইর্ডি কার্ডের সঠিক তর্থ্য দিতে হবে । এছাড়া অনলাইন এর মাধ্যমে সরাসরি লাইভ চ্যাট করে বিকাশ পিন আনলক করা যায় ।

Leave a Comment