Table of Contents
Free Fire Redeem Code
বর্তমান পেক্ষিতে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ার (free fire) ভারত থেকে PUBG ব্যান হওয়ার পর ফ্রি ফায়ারের জনপ্রিয়তা আরো বেড়ে যায়।
এদিকে গেমারদের ফ্রি ফায়ার গেমেবআকৃষ্ট করতে Garena Team যা প্রয়োজন ঠিক সেটাই করে যাচ্ছে। বিভিন্ন ফিচার্স যুক্ত করছে Gamer দের আকর্ষণ বৃদ্ধি করতে। তার পেক্ষিতে নিয়ে আসা Redeem Code প্রথমেই দেখে নেয়া যাক রিডিম কোর্ড সম্পর্কে।
আজ তার পেক্ষিতে ফ্রি ফায়ারের রিডিম কোড সম্পর্কে আপডেট জানানো হবে। জেনে নেয়া যাক আজকের ফ্রি ফায়ার এর রিডিম কোড গুলো।
Free Fire Redeem Code কি?
কম্পিউটারের সব চেয়ে জনপ্রিয় গেম ছিলো GTA সিরিজের গেম গুলো ( GTA vice city ) সেখানে দেখা যেতো গেম চলাকালীন সময়ে কিছু কোড কিবোর্ডে টাইপ করলে ম্যান, সিজন, ন্যাচার চেঞ্জ হতো, নতুন গাড়ি, ট্যাং, হেলিকপ্টার সহ আরো অনেক কিছু চলে আসতো। এবার যা টাইপ করলে এগুলো হতো সেটাই কোর্ড।
ফ্রি ফায়ার ক্ষেত্রে গেম চলাকালীন না, বরং আগে কোড ব্যবহার করা হয়। এবার প্রশ্ন হচ্ছে ফ্রি ফায়ারের রিমিড কোডের কাজ কি? বলছি…
গেমে প্লে এর ক্ষেত্রে আপনার যে ক্যারেক্টর থাকবে সেটাকে আকর্ষণীয় করে তুলতেই রিমিড কোডের ব্যবহার।
গেমকে ইন্টারেস্টিং করে তুলতে জনপ্রিয় ক্যারেক্টর গুলো যেমন Maro, Jai, Dasha, Xayne এসব ক্যারেক্টর চেঞ্জ, কালার চেঞ্জ, Golden Diamond weapons, costumes সহ অনেক ফিচার্স যুক্ত করে তবে এগুলো ব্যবহার করতে প্রকৃতভাবে টাকা খরচ করতে হয়।
তবে সবার পক্ষে টাকা দিয়ে এগুলো কিনে ব্যবহার করা সম্ভব না বিধায় তারা তাদের ইউজারদের খুশি রাখতেই Redeem Code এর প্রচলন শুরু করে৷ রিডিম কোডের মাধ্যমে সেসকল features ফ্রিতে আনলক করা যাবে যেগুলো কিনিতে টাকা খরচ করতে হয়।
Redeem Code কোথায় পাবো?
Ganera টিম তাদের ফ্রি ফায়ার গেমের রিডিম কোড প্রতিদিন আপডেট করতে থাকে। এক একটা Features এর জন্য প্রদানকৃ কোড গুলো রেগুলার আপডেট করে আর প্রতি কোড ২৪ ঘন্টার পর Valid থাকে না।
এছাড়া বিভিন্ন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আকর্ষণীয় রিডিম কোড পাবলিশ করে থাকে। আজকের আর্টিকেলে দেয়া সকল রিডিম কোড গুলো Ganera free fire এর অফিসিয়াল টুইটার একাউন্ট সহ বিভিন্ন প্লাটফর্ম থেকে নিয়ে একত্রে দেয়া হয়েছে যাতে করে খুব সহজেই আমাদের ভিউয়ারা কোড গুলো পেতে পারে।
প্রতিদিনের আপডেট রিমিড কোড পেতে এখানে ক্লিক করুন [ Free Fire Redeem Code for Today ] এবং পেজটিকে বুকমার্ক করে রাখুন যাতে যেকোনো সময়ে পরিবর্তিত ফ্রি ফায়ার রিডিম কোড পেতে পারেন।
Redeem Code Claim করার নিয়ম
- Free Fire Redeem Code active করতে আপনাকে প্রথমে তাদের Reward ওয়েবসাইটে যেতে হবে। রিওয়ার্ড ওয়েবসাইটের লিংক [ Reward.ff.garena.com ]
- এবার লগিন করুন আপনার ফ্রি ফায়ার একাউন্টে (চিন্তার বিষয় নেই, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট) বলে রাখা জরুরি লগিন অবশ্যই ফেসবুক অথবা গুগলের মাধ্যমে করতে হবে। অন্য উপায়ে বা কেবল ইমেইল, পাসওয়ার্ড দিয়ে লগিন করলে কাজ হবে না।
- এরপর সেখানে রিডিম কোডটি টাইপ করুন (যেটা আপনি সংগ্রহ করেছিলেন) Note : রিডিম কোডটি অবশ্যই ১২ টি বর্ন ও নাম্বারের কম্বিনেশনে গড়া থাকবে। এবং সব গুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে।
- পরবর্তীতে Confirm এ ক্লিক করুন। সব ঠিক ঠাক থাকলে আপনার স্ক্রিনে একটি congratulations message আসবে, যার থেকে আপনি বুঝতে পারবেন আপনার রিডিম কোডটি গ্রহন করে হয়েছে বা সফল হয়েছে।
এবার সাভাবিক ভাবে প্রশ্ন উঠে রিডিম কোডের মাধ্যমে কি কি স্কিন পাওয়া যাবে? ফ্রি ফায়ার এর অফিসিয়াল YouTube Channel-এ বলা আছে যে আপনি এই কোডের মাধ্যমে Leap of Faith Surfboard, Water Fest ও Guitar Basher পাবেন।
Today Free Fire Redeem Code List
বেশ কিছু ফ্রি ফায়ার রিডিম কোড নিম্মে দেয়া হচ্ছে। এগুলো আগামী ২৪ ঘন্টার জন্য একিটিভ থাকবে।
FFCO-8BS5-JW2D
KLLP DJHD DBJD
EDXX DSZS SDFG
HDFH DNBH NDJL
VFGV JMCK DMHN
NDJD FBGJ FJFK
ERTY HJNB VCDS
FKJH BNJK OPOL
FMKL POIU YTFD
JCDK CNJE 5RTR
FDRD SASE RTYH
FU81 OUYT RDVB
FHBV CDFQ WERT
FMKI 88YT GFD8
F9IU JHGV CDSE
F7UI JHBG FDFR
FXCV BNMK DSXC
F0KM JNBV CXSD
ভারতের সার্ভারে আজকের রিডিম কোড
উক্ত কোড গুলো কেবল মাত্র ভারতীয় সার্ভারে কাজ করবে তাই বাংলাদেশের সার্ভার ব্যবহার কারীরা এগুলো দিবেন না। তাদের জন্য নিম্মে কোড আছে। রিমিড কোড গুলো :
FXCVBNMKDSXC
F0KMJNBVCXSD
JX5NQCM7U5CH
FF9M2GF14CBF
FFMCF8XLVNKC
FFMCVGNABCZ5
4ST1ZTBE2RP9
FFMC5GZ8S3JC
ECSMH8ZK763Q
FFPLPQXXENMS
FFPLNZUWMALS
FFMC2SJLKXSB
FFPLOWHANSMA
C23Q2AGP9PH
FFMCLJESSCR7
FFPLFMSJDKEL
F2AYSAH5CCQH
5FBKP6U2A6VD
5XMJPG7RH49R
স্পেসিফিক রিওয়ার্ড ভিত্তিক রিডিম কোড
এই কোড গুলো স্পেসিফিক ভাবে কোন জিনিসটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী গ্রহন করতে পারবেন।
R9UVPEYJOXZX
3x Weapon Royale Vaucher
FFGYBGFDAPQO
Free Fire diamonds
BBHUQWPO1111UY
Diamond Royale Voucher
DDFRTY1111POUYT
Free Pet
FFGTYUO11POKH
Justin Fighter and Vandals Rebellions Loot Crate
FFMCLJESSCR7
2x MP40 New Year Weapon Loot Crate
FFMC5GZ8S3JC
2x Flaming Red Weapon Loot Crate
XUW3FNK7AV8N
2x Custom Room Cards
FFMC6UR5ZNJQ
Old Fashioned Weapon Loot Crate
XLMMVSBNV6YC
2x Winterlands Weapon Loot Crate
FFMC2SJLKXSB
2x Scorching Sands Weapon Loot Crate
LH3DHG87XU5U
1x Diamond Royale Voucher
PACJJTUA29UU
1x Diamond Royale Voucher
ADERT8BHKPOU
Outfit
নিচের গুলো কেবল মাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য। যেগুলোর পাশে 7D লিখা সেটা আজ থেকে ৭ দিনের জন্য valid থাকবে।
SDER 5T6Y UHJN
(Mr Shark Backpack, Kelly Bobblehead)
ERT5 6Y7U JHBV
(EGG Hunter Loot Box)
AWER TGHB VCSD
(Free Diamonds Voucher)
SERT 56YU JNHB
(Head Hunting Parachute)
SXE4 R5T6 YHBG
(Sneaky Clown Weapon Loot Crate)
XSEU RTYH BVCX
(To Get Vandal Revolt Weapon Loot Crate)
SDER T56Y UJNB
(Shirou Free Fire Characte)
SDER TYHB GVCD
(For Animal Weapon Loot Crate)
W0JJAFV3TU5E
(UMP Wilderness Hunter (7 day)
SXDE RTYH JNBV
(1x Rebel Academy Weapon Loot Crate)
ASDF GHJG TRSD
(Justice Fighter and Vandal Revolt Weapon Loot Crate)
SWER 5TYH BGVC
(For Phantom Bear Bundle)
FSDF GBHN JKIU
(3x Chrono Box)
YXY3EGTLHGJX
( Cupid Scar Skin (7d)
PACJJTUA29UU
(1x Diamond Royale Voucher)
TJ57OSSDN5AP
(3x Diamond Royale Voucher)
WLSGJXS5KFYR
(AWM Duke Swallowtail (7d)
B6IYCTNH4PV3
(AUG Cyber Bounty Hunter (Today)
BYWL56K44RKH
(2x Mechanical Weapon Loot Crate)
XLMMVSBNV6YC
(2x Winterlands Weapon Loot Crate)
4ST1ZTBE2RP9
(Street Boy Bundle (7 Days)
FFPLNZUWMALS
(Bonus 50 Points)
FFMC2SJLKXSB
(2x Scorching Sands Weapon Loot Crate)
FFPLOWHANSMA
(For Triple Captain power up)
FFMC5GZ8S3JC
(2x Flaming Red Weapon Loot Crate)
ECSMH8ZK763Q
(1x Diamond Royale Voucher)
FFPLPQXXENMS
(Bonus 50 points)
FFMCLJESSCR7
(2x MP40 New Year Weapon Loot Crate)
FFPLFMSJDKEL
(Triple Captain power-up)
F2AYSAH5CCQH
(1x Weapon Royale Voucher)
FFMCF8XLVNKC
(2x Death’s Eye Weapon Loot Crate)
FFMCVGNABCZ5
(2x M1014 Underground Howl Loot Crates)
C23Q2AGP9PH
(2x Carnival Carnage Weapon Loot Crate)
5FBKP6U2A6VD
(4x MP40 – Crazy Bunny Weapon Loot Crate)
FFMC56VHCLSK
(Flight Loot Box)
FFMC4YD7BQ3A
(4x Xtreme Adventure Weapon Loot Crate)
Free fire Redeem code for Bangladesh :
এগুলো বাংলাদেশি সার্ভার ব্যবহারকারীরা সাবমিট করতে পারবে। যদি কোনো রিডিম কোড সাবমিট না হয় তাহলে অন্যটি ট্রাই করার জন্য অনুরোধ রইলো। কারন প্রতিনিয়ত পরিবর্তন হয় বিধায় এই সমস্যাটি হতে পারে।
FFBC LAK9 KYGM
FFBC LY4L NC4B
FFBCAC836MAC
FFBC ZD9R DP44
FFBC-JVGJ-J6VP
FFBCC4QWKLL9
FFBCEGMPC3HZ
FFBC 2T35 EPWZ
Frequently Asked Questions
প্রশ্ন : একটি রিডিম কোড কতক্ষন পাবলিশ করে আর কতক্ষন সচল থাকে?
উত্তর : প্রতিদিন রাত ১২:০০ ঘটিকায় নতুন কোড পাবলিশ করে থাকে এবং আগামী ২৪ ঘন্টা একটিভ থাকে।
প্রশ্ন : রিডিম কোড কম্পিউটার ভার্শনে ব্যবহার করা যাবে?
উত্তর : নাহ, বর্তমানে কেবল এন্ড্রয়েড ও IOS এর জন্য রিডিম কোড সচল আছে। তবে আপনি যদি উইন্ডোজ ১১ ব্যবহার করেন তাহলে রিডিম কোড ব্যবহার করতে পারবেন।
Read More: